কলকাতা : এক বাচ্চাকে কোলে নিয়ে একমনে আদর করছেন নুসরত। সোশাল মিডিয়ায় অনেকেরই প্রশ্ন যে, এ কার বাচ্চাকে কোলে নিয়ে আদর করছেন অভিনেত্রী? কেউ কেউ তো প্রশ্ন করেও ফেলেছেন যে, "এটা কি তোমার বাচ্চা?" তো আবার কেউ লিখেছেন, "তোমারও হবে চিন্তা নেই।"
আসলে বাচ্চাকে আদর করতে সবারই ভালো লাগে। সেরকমই কোনও এক বাচ্চাকে কোলে নিয়ে আদর করছিলেন নুসরত। এর মধ্যে দিয়ে কোনও ইঙ্গিত দিতে চাননি অভিনেত্রী। বরং ক্যাপশনে লিখেছেন, "সরলতার ছোঁয়া"।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে অনেকেই ছবিটিকে ভালোভাবে নিতে পারেননি। সুষমা স্বরাজের মৃত্যুর পরের দিন দেশ যখন শোকস্তব্ধ, সেই সময় নুসরতের এই 'খুশি খুশি' পোস্ট নিয়ে রীতিমতো ট্রোলড হতে হল অভিনেত্রীকে।