ETV Bharat / sitara

সুষমা স্বরাজের মৃত্যু নিয়ে চুপ, হানিমুনের ছবি দিয়ে ট্রোলড নুসরত - নুসরত ট্রোল

হানিমুন করতে মরিশাসে উড়ে গিয়েছেন নুসরত জাহান। কয়েকদিন ধরেই হানিমুনের রোম্যান্টিক সব ছবি শেয়ার করছেন অভিনেত্রী। আর আজ তিনি এক বাচ্চাকে কোলে নিয়ে ছবি দিলেন।

নুসরত জাহান
author img

By

Published : Aug 7, 2019, 1:37 PM IST

কলকাতা : এক বাচ্চাকে কোলে নিয়ে একমনে আদর করছেন নুসরত। সোশাল মিডিয়ায় অনেকেরই প্রশ্ন যে, এ কার বাচ্চাকে কোলে নিয়ে আদর করছেন অভিনেত্রী? কেউ কেউ তো প্রশ্ন করেও ফেলেছেন যে, "এটা কি তোমার বাচ্চা?" তো আবার কেউ লিখেছেন, "তোমারও হবে চিন্তা নেই।"

আসলে বাচ্চাকে আদর করতে সবারই ভালো লাগে। সেরকমই কোনও এক বাচ্চাকে কোলে নিয়ে আদর করছিলেন নুসরত। এর মধ্যে দিয়ে কোনও ইঙ্গিত দিতে চাননি অভিনেত্রী। বরং ক্যাপশনে লিখেছেন, "সরলতার ছোঁয়া"।

তবে অনেকেই ছবিটিকে ভালোভাবে নিতে পারেননি। সুষমা স্বরাজের মৃত্যুর পরের দিন দেশ যখন শোকস্তব্ধ, সেই সময় নুসরতের এই 'খুশি খুশি' পোস্ট নিয়ে রীতিমতো ট্রোলড হতে হল অভিনেত্রীকে।

নুসরত জাহান
সোশাল মিডিয়া ব্যবহারকারীদের কমেন্ট
নুসরত জাহান
সোশাল মিডিয়া ব্যবহারকারীদের কমেন্ট

কলকাতা : এক বাচ্চাকে কোলে নিয়ে একমনে আদর করছেন নুসরত। সোশাল মিডিয়ায় অনেকেরই প্রশ্ন যে, এ কার বাচ্চাকে কোলে নিয়ে আদর করছেন অভিনেত্রী? কেউ কেউ তো প্রশ্ন করেও ফেলেছেন যে, "এটা কি তোমার বাচ্চা?" তো আবার কেউ লিখেছেন, "তোমারও হবে চিন্তা নেই।"

আসলে বাচ্চাকে আদর করতে সবারই ভালো লাগে। সেরকমই কোনও এক বাচ্চাকে কোলে নিয়ে আদর করছিলেন নুসরত। এর মধ্যে দিয়ে কোনও ইঙ্গিত দিতে চাননি অভিনেত্রী। বরং ক্যাপশনে লিখেছেন, "সরলতার ছোঁয়া"।

তবে অনেকেই ছবিটিকে ভালোভাবে নিতে পারেননি। সুষমা স্বরাজের মৃত্যুর পরের দিন দেশ যখন শোকস্তব্ধ, সেই সময় নুসরতের এই 'খুশি খুশি' পোস্ট নিয়ে রীতিমতো ট্রোলড হতে হল অভিনেত্রীকে।

নুসরত জাহান
সোশাল মিডিয়া ব্যবহারকারীদের কমেন্ট
নুসরত জাহান
সোশাল মিডিয়া ব্যবহারকারীদের কমেন্ট
Intro:Body:

হানিমুনে গিয়ে বাচ্চাকে আদর, সোশাল মিডিয়ায় ট্রোলড নুসরত



সুষমা স্বরাজকে নিয়ে কোনও কথা নেই, উলটে হানিমুনের ছবি শেয়ার করে ট্রোলড নুসরত



হানিমুন করতে মরিশাসে উড়ে গিয়েছেন নুসরত জাহান। কয়েকদিন ধরেই হানিমুনের রোম্যান্টিক সব ছবি শেয়ার করছেন অভিনেত্রী। তবে এটা কী ছবি দিলেন নুসরত?



কলকাতা : এক বাচ্চাকে কোলে নিয়ে একমনে আদর করছেন নুসরত। সোশাল মিডিয়ায় অনেকেরই প্রশ্ন যে, এ কার বাচ্চাকে কোলে নিয়ে আদর করছেন অভিনেত্রী? কেউ কেউ তো প্রশ্ন করেও ফেলেছেন যে, "এটা কি তোমার বাচ্চা?"



না, সেরকম কোনও বিতর্ক নেই ছবিটিতে। বাচ্চাকে আদর করতে সবারই ভালো লাগে। সেরকমই কোনও এক বাচ্চাকে কোলে নিয়ে আদর করছিলেন নুসরত। ক্যাপশনে লিখেছেন, "সরলতার ছোঁয়া"।



তবে অনেকেই ছবিটিকে ভালোভাবে নিতে পারেননি। সুষমা স্বরাজের মৃত্যুর পরের দিন দেশ যখন শোকস্তব্ধ, সেই সময় নুসরতের এই 'খুশি খুশি' পোস্ট নিয়ে রীতিমতো ট্রোলড হতে হল অভিনেত্রীকে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.