ETV Bharat / sitara

"আমায় ঘৃণা করতেই পারেন, আমার কিছু এসে যায় না" - নুসরত জাহানের খবর

সোশাল মিডিয়ায় এটাই পোস্ট করলেন নুসরত জাহান । ভাবছেন কী হল আবার ? না, তেমন কিছু নয় । নুসরত তাঁর বোল্ড ফোটোশুটের উপযুক্ত ক্যাপশনই দিয়েছেন ।

nusrat jahan social media
nusrat jahan social media
author img

By

Published : Sep 16, 2020, 9:05 AM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ নুসরত জাহান । নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সতর্কতামূলক বার্তা শেয়ার করার ক্ষেত্রে ইনস্টাপ্রেমী নুসরতের জুড়ি মেলা ভার । সম্প্রতি বেশ কিছু বোল্ড ফোটোশুটের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, সোশাল মিডিয়ায় ভাইরাল সেইসব ছবি ।

ওয়েস্টার্ন আউটফিট হোক বা ট্র্যাডিশনাল পোশাক, দুই ধারাতেই স্বচ্ছন্দ নুসরত । তবে সাম্প্রতিক পোস্টে ওয়েস্টার্ন অবতারেই সাড়া ফেললেন তিনি । বোল্ড নুসরত সেই ছবির ক্যাপশনটিও বেশ জোরালো লিখেছেন ।

নুসরত লিখেছেন, "আমায় ঘৃণা করতেই পারেন, আমার কিছু এসে যায় না । আমি অন্তত অন্য কোনও মানুষ হওয়ার ভান করছি না ।" দেখে নিন পোস্টটি...

nusrat jahan social media
সৌজন্যে ইনস্টাগ্রাম

কয়েকদিন আগে একেবার কুচকুচে কালো লিপস্টিক লাগিয়ে আরও বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন নুসরত । তবে তাঁর সেই লুকে মিশ্র প্রতিক্রিয়া এসেছিল । তাঁর ঠোঁটে ওই রং খুব একটা পছন্দ করেননি নেটিজেনরা ।

মুম্বই : সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ নুসরত জাহান । নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সতর্কতামূলক বার্তা শেয়ার করার ক্ষেত্রে ইনস্টাপ্রেমী নুসরতের জুড়ি মেলা ভার । সম্প্রতি বেশ কিছু বোল্ড ফোটোশুটের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, সোশাল মিডিয়ায় ভাইরাল সেইসব ছবি ।

ওয়েস্টার্ন আউটফিট হোক বা ট্র্যাডিশনাল পোশাক, দুই ধারাতেই স্বচ্ছন্দ নুসরত । তবে সাম্প্রতিক পোস্টে ওয়েস্টার্ন অবতারেই সাড়া ফেললেন তিনি । বোল্ড নুসরত সেই ছবির ক্যাপশনটিও বেশ জোরালো লিখেছেন ।

নুসরত লিখেছেন, "আমায় ঘৃণা করতেই পারেন, আমার কিছু এসে যায় না । আমি অন্তত অন্য কোনও মানুষ হওয়ার ভান করছি না ।" দেখে নিন পোস্টটি...

nusrat jahan social media
সৌজন্যে ইনস্টাগ্রাম

কয়েকদিন আগে একেবার কুচকুচে কালো লিপস্টিক লাগিয়ে আরও বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন নুসরত । তবে তাঁর সেই লুকে মিশ্র প্রতিক্রিয়া এসেছিল । তাঁর ঠোঁটে ওই রং খুব একটা পছন্দ করেননি নেটিজেনরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.