কলকাতা, 24 জানুয়ারি : নেতাজির জন্মদিবস উপলক্ষ্যে রেড রোডে বক্তব্য পেশ করার সময় রাজধানীকে শুধুমাত্র দিল্লিতেই সীমাবদ্ধ না রেখে দেশের চারটি প্রান্তে চারটি রাজধানী করার দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর এই দাবিকে কটাক্ষ করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য । এরপর টুইটারে 'কাকু' বলে সম্বোধন করে তাঁকে বিজেপির 'মতাদর্শগত গুরু'-দের কথা স্মরণ করিয়ে দেন তৃণমূল সাংসদ নুসরত জাহান ।
রেড রোডে বক্তব্য রাখার সময় মমতা বলেন, "দিল্লির এমন কী বিশেষত্ব আছে যে সব ক্ষমতা সেখানেই থাকবে । শুধু দিল্লিই কেন দেশের রাজধানী হবে । দেশের চারটি রাজধানী হোক । দিল্লি দিল্লির মতো থাক । কলকাতাও হোক ভারতের একটা রাজধানী । আমি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে দেশের চার জায়গায় সংসদের অধিবেশন হোক।"
আরও পড়ুন : চারটি জাতীয় রাজধানীর দাবি মমতার
মমতার এই বক্তব্যকে কেন্দ্র করে তাঁকে আক্রমণ করে বিজেপি । এই প্রসঙ্গে টুইটারে অমিত মালব্য লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায় দেশে চারটি রাজধানী তৈরি করার যে দাবি জানিয়েছেন তা ভিত্তিহীন । এই বক্তব্য ভারতের ঔপনিবেশিক অতীতকে মনে করিয়ে দিল । ব্রিটিশ শাসনের সময় তাদের বিলাস ও জীবনযাত্রা অনুসারে গ্রীষ্মকাল ও শীতকালে আলাদা আলাদা দুটি রাজধানী ছিল । এভাবেই তারা আমাদের শোষণ করত ।"
-
Yes Kaku!
— Nusrat Jahan Ruhi (@nusratchirps) January 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The same colonial past where your idol & @BJP4India's ideological supremos Hegdewar, Golwalkar & Savarkar sided with the British and refused to join the freedom struggle in India! https://t.co/kUN4zApss7 https://t.co/GSs06IR1Lg
">Yes Kaku!
— Nusrat Jahan Ruhi (@nusratchirps) January 23, 2021
The same colonial past where your idol & @BJP4India's ideological supremos Hegdewar, Golwalkar & Savarkar sided with the British and refused to join the freedom struggle in India! https://t.co/kUN4zApss7 https://t.co/GSs06IR1LgYes Kaku!
— Nusrat Jahan Ruhi (@nusratchirps) January 23, 2021
The same colonial past where your idol & @BJP4India's ideological supremos Hegdewar, Golwalkar & Savarkar sided with the British and refused to join the freedom struggle in India! https://t.co/kUN4zApss7 https://t.co/GSs06IR1Lg
এরপর মমতাকে 'পিসি' বলে সম্বোধন করে তিনি লেখেন, "আপনি কাদের শোষণ করতে চাইছেন পিসি ? পশ্চিমবঙ্গ এমনিতেই ভুগছে !"
এই টুইটের পরই মালব্যকে আক্রমণ করেন নুসরত । তিনি লেখেন, "হ্যাঁ কাকু ! সেই একই ঔপনিবেশিক অতীত যেখানে আপনার ও বিজেপির আদর্শগত গুরুরা হেগড়েওয়ার, গোলওয়াকর ও সাভারকর ব্রিটিশদের পক্ষ নিয়েছিলেন আর ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে অস্বীকার করেছিলেন ।" যদিও এরপর নুসরতকে কোনও জবাব দেননি মালব্য ।