ETV Bharat / sitara

Nusrat Jahan: ছেলেকে নিয়ে বাড়ি ফিরে প্রথম ছবি পোস্ট নুসরতের - নুসরত জাহানের ছবি

ছেলে ঈশানকে নিয়ে বাড়ি ফিরে ইনস্টাগ্রামে প্রথম ছবি পোস্ট করলেন নুসরত জাহান (Nusrat Jahan)৷ তাঁর ছবি দেখে অনেকেই অভিনন্দন জানালেও বেশিরভাগই অভিনেত্রীর ছেলের ছবি দেখতে বেশি আগ্রহী ৷

nusrat jahan posts first picture after giving birth to her son, fans wants to see her son
ছেলেকে নিয়ে বাড়ি ফিরে প্রথম ছবি পোস্ট নুসরতের
author img

By

Published : Aug 31, 2021, 7:10 PM IST

কলকাতা, 31 অগস্ট: মা হওয়ার পর প্রথম ছবি পোস্ট করলেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) ৷ আজ সকালে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি ৷ দেখে মনে হয়েছে এটি তাঁর পুরনো কোনও ফটোশ্যুটের ছবি ৷ ছেলের জন্মের পর তিনি ফের স্বমহিমায় ফিরে এলেও তাতে মন ভরেনি নেট নাগরিকদের ৷ সবাই এখন উৎসুক নুসরতের ছেলের মুখ দেখার জন্য ৷

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে সদ্য মা হয়েছেন টলি অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান ৷ গত বৃহস্পতিবার পুত্রসন্তানের জন্ম দেন তিনি ৷ হাসপাতালে চারদিন কাটানোর পর সোমবার জন্মাষ্টমীর দিন ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছেন ৷ অবশ্য হাসপাতালে যাওয়া থেকে ফেরা - গোটা এই সফরে তাঁর পাশে ছিলেন তাঁর বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত (Yash Dasgupta)৷ এমনকী হাসপাতাল থেকে বেরনোর সময় যশেরই কোলে দেখা গিয়েছে নুসরতের ছেলে ঈশানকে ৷ গাড়িতে উঠে নুসরতের হাতে ছেলেকে দিয়ে গাড়ি চালাতে শুরু করেন যশ ৷ ছেলের বাবা কে - সে ব্যাপারে এখনও মুখ না-খুললেও, নুসরত তাঁর মাতৃত্বের প্রতিটি মুহূর্তে পাশে পেয়েছেন বর্তমান সঙ্গীকে ৷

nusrat jahan posts first picture after giving birth to her son, fans wants to see her son
ছেলেকে নিয়ে বাড়ি ফিরে প্রথম ছবি পোস্ট নুসরতের

আরও পড়ুন: Pori Moni : 26 দিন পর জামিন পেলেন পরীমণি

সোমবার বাড়ি ফেরার পর মঙ্গলবারই ফের ইনস্টাগ্রামে সক্রিয় হন অভিনেত্রী ৷ সন্তানের জন্মের দিন অস্ত্রোপচারের আগে তিনি শেষ ইনস্টা আপডেট দিয়েছিলেন ৷ হাসপাতাল থেকেই সে দিনের সকালের মেকআপবিহীন একটি ছবি পোস্ট করেছিলেন নুসরত ৷ তবে আজ তিনি যে ছবিটি পোস্ট করেছেন, সেটি পুরনো বলেই মনে হয়েছে ৷ নুসরতই জানিয়েছেন, ছবিটি চিত্রগ্রাহক সোমনাথ রায়ের তোলা ৷ নুসরতের লিভ-ইন পার্টনার নিখিল জৈন (Nikhil Jain) ও যশ দাশগুপ্তের সঙ্গে ফটোশ্যুট করতে দেখা গিয়েছে এই সোমনাথ রায়কে ৷ ছবির ক্যাপশনে নুসরত লিখেছেন, "ক্যামেরার পেছনে ৷"

আরও পড়ুন: Rituparno Ghosh Birthday: জন্মদিনে প্রিয় ঋতুকে আবেগী চিঠি বুম্বার, প্রশংসায় নেট নাগরিকরা

ছবিতে খোলা চুলে দেখা গিয়েছে অভিনেত্রীকে ৷ তাঁর পরনে সাদা-সবুজ স্ট্রাইপো পোশাক ৷ তবে চোখ ক্যামেরায় নেই ৷ এই ছবি দেখে কমেন্ট বক্সে তাঁকে মা হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন অনুরাগীরা ৷ এসেছে লাল হৃদয়ের ইমোজি ৷ তবে নুসরতের থেকে এখন তাঁর ছেলেকে দেখার জন্য আকুল আগ্রহে অপেক্ষা করছেন নেট নাগরিকরা ৷

আরও পড়ুন: Nusrat Jahan : ছেলে কোলে যশ, হাসপাতাল থেকে ছুটি নুসরতের

একজন যেমন লিখেছেন, "তোমার বেবিকে দেখতে চাই ৷" আর একজনের দাবি, "আপনার ছেলের ছবি দেখান ৷" আবার একজনের আব্দার, "দিদি তুমি আর ইয়াশদা দু'জন বাচ্চাকে কোলে নিয়ে একটা ছবি পোস্ট করো ৷" তবে অনেকে আবার তাঁকে কটাক্ষ করতেও ছাড়েননি ৷ নুসরতের সন্তানের বাবা কে, ফের তা জানতে চেয়েছেন কয়েকজন ৷ একজন লিখেছেন, "বেবির বাবার নাম কী ?" আর একজনের কটাক্ষ, "বাচ্চা কি যশ নিয়ে গিয়েছে, পাবলিক জানতে চায় ৷"

আরও পড়ুন: Batmobile Car : স্ত্রীকে জন্মদিনে 3 কোটির ব্যাটমোবাইল গাড়ি উপহার বাগি থ্রি পরিচালকের

কলকাতা, 31 অগস্ট: মা হওয়ার পর প্রথম ছবি পোস্ট করলেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) ৷ আজ সকালে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি ৷ দেখে মনে হয়েছে এটি তাঁর পুরনো কোনও ফটোশ্যুটের ছবি ৷ ছেলের জন্মের পর তিনি ফের স্বমহিমায় ফিরে এলেও তাতে মন ভরেনি নেট নাগরিকদের ৷ সবাই এখন উৎসুক নুসরতের ছেলের মুখ দেখার জন্য ৷

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে সদ্য মা হয়েছেন টলি অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান ৷ গত বৃহস্পতিবার পুত্রসন্তানের জন্ম দেন তিনি ৷ হাসপাতালে চারদিন কাটানোর পর সোমবার জন্মাষ্টমীর দিন ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছেন ৷ অবশ্য হাসপাতালে যাওয়া থেকে ফেরা - গোটা এই সফরে তাঁর পাশে ছিলেন তাঁর বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত (Yash Dasgupta)৷ এমনকী হাসপাতাল থেকে বেরনোর সময় যশেরই কোলে দেখা গিয়েছে নুসরতের ছেলে ঈশানকে ৷ গাড়িতে উঠে নুসরতের হাতে ছেলেকে দিয়ে গাড়ি চালাতে শুরু করেন যশ ৷ ছেলের বাবা কে - সে ব্যাপারে এখনও মুখ না-খুললেও, নুসরত তাঁর মাতৃত্বের প্রতিটি মুহূর্তে পাশে পেয়েছেন বর্তমান সঙ্গীকে ৷

nusrat jahan posts first picture after giving birth to her son, fans wants to see her son
ছেলেকে নিয়ে বাড়ি ফিরে প্রথম ছবি পোস্ট নুসরতের

আরও পড়ুন: Pori Moni : 26 দিন পর জামিন পেলেন পরীমণি

সোমবার বাড়ি ফেরার পর মঙ্গলবারই ফের ইনস্টাগ্রামে সক্রিয় হন অভিনেত্রী ৷ সন্তানের জন্মের দিন অস্ত্রোপচারের আগে তিনি শেষ ইনস্টা আপডেট দিয়েছিলেন ৷ হাসপাতাল থেকেই সে দিনের সকালের মেকআপবিহীন একটি ছবি পোস্ট করেছিলেন নুসরত ৷ তবে আজ তিনি যে ছবিটি পোস্ট করেছেন, সেটি পুরনো বলেই মনে হয়েছে ৷ নুসরতই জানিয়েছেন, ছবিটি চিত্রগ্রাহক সোমনাথ রায়ের তোলা ৷ নুসরতের লিভ-ইন পার্টনার নিখিল জৈন (Nikhil Jain) ও যশ দাশগুপ্তের সঙ্গে ফটোশ্যুট করতে দেখা গিয়েছে এই সোমনাথ রায়কে ৷ ছবির ক্যাপশনে নুসরত লিখেছেন, "ক্যামেরার পেছনে ৷"

আরও পড়ুন: Rituparno Ghosh Birthday: জন্মদিনে প্রিয় ঋতুকে আবেগী চিঠি বুম্বার, প্রশংসায় নেট নাগরিকরা

ছবিতে খোলা চুলে দেখা গিয়েছে অভিনেত্রীকে ৷ তাঁর পরনে সাদা-সবুজ স্ট্রাইপো পোশাক ৷ তবে চোখ ক্যামেরায় নেই ৷ এই ছবি দেখে কমেন্ট বক্সে তাঁকে মা হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন অনুরাগীরা ৷ এসেছে লাল হৃদয়ের ইমোজি ৷ তবে নুসরতের থেকে এখন তাঁর ছেলেকে দেখার জন্য আকুল আগ্রহে অপেক্ষা করছেন নেট নাগরিকরা ৷

আরও পড়ুন: Nusrat Jahan : ছেলে কোলে যশ, হাসপাতাল থেকে ছুটি নুসরতের

একজন যেমন লিখেছেন, "তোমার বেবিকে দেখতে চাই ৷" আর একজনের দাবি, "আপনার ছেলের ছবি দেখান ৷" আবার একজনের আব্দার, "দিদি তুমি আর ইয়াশদা দু'জন বাচ্চাকে কোলে নিয়ে একটা ছবি পোস্ট করো ৷" তবে অনেকে আবার তাঁকে কটাক্ষ করতেও ছাড়েননি ৷ নুসরতের সন্তানের বাবা কে, ফের তা জানতে চেয়েছেন কয়েকজন ৷ একজন লিখেছেন, "বেবির বাবার নাম কী ?" আর একজনের কটাক্ষ, "বাচ্চা কি যশ নিয়ে গিয়েছে, পাবলিক জানতে চায় ৷"

আরও পড়ুন: Batmobile Car : স্ত্রীকে জন্মদিনে 3 কোটির ব্যাটমোবাইল গাড়ি উপহার বাগি থ্রি পরিচালকের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.