মুম্বই, 28 মে : ছেলের ফিল্ম দারুণ কিছু হয়নি ৷ মত বলিউডের অভিনেতা সলমন খানের বাবা সেলিম খানের ৷ সম্প্রতি সলমনের রাধে ফিল্মের রিভিউ করতে গিয়ে এ কথা বলেছেন সেলিম খান ৷
চলতি মাসের শুরুর দিকে জি ফাইভে মুক্তি পেয়েছে রাধে ৷ তবে বলিউডের সুলতানের এই ফিল্ম মনে ধরেনি সাধারণ দর্শক ও সমালোচকদের ৷ অনেকেই বলছেন, সলমনের আগের ফিল্ম দাবাং থ্রি, রেস থ্রি, ভারত ও টাইগার জিন্দা হ্যায়ের মতো একই প্লটের পুনরাবৃত্তি দেখা গিয়েছে রাধেতে ৷ তিনিও সেটাই মনে করেন কি না, তা জানতে চাওয়া হয়েছিল সেলিম খানের কাছে ৷ জবাবে তিনি বলেন, রাধের আগে দাবাং থ্রি বেশ অন্য রকম ছিল ৷ বজরঙ্গি ভাইজানও ভালো আর যথেষ্ট অন্য রকম ছিল ৷ তবে রাধে মোটেই দারুণ কিছু হয়নি ৷ তবে কমার্শিয়াল সিনেমার একটা দায়িত্ব রয়েছে ৷ সবার টাকা মেটাতে হয় ৷ তাঁর ছেলেও ফিল্মের অভিনেতা থেকে ডিস্ট্রিবিউটর-সহ সব স্টেকহোল্ডারদের টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানান সেলিম খান ৷
আরও পড়ুন: রাধের সমালোচনার জন্য নয়, কেআরকে আইনি নোটিস পেলেন এই কারণে...
দাবাঙের মতোই রাধেতেও একজন পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয় করেছেন সলমন ৷ এই ফিল্মে তিনি ছাড়াও রয়েছেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ ও রণদীপ হুদা ৷