হায়দরাবাদ, 8 ডিসেম্বর: বিয়ের সানাই বেজে গিয়েছে ৷ মেহন্দি, সঙ্গীতের পর আজ গায়ে হলুদ ৷ সোয়াই মাধোপুরে সিক্স সেনসেস ফোর্টে বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়ছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ (no honeymoon for vicky katrina)৷ ধুমধাম করে রাজকীয় বিয়ের পর অবশ্য এখনই মধুচন্দ্রিমায় (No honeymoon for VicKat ) যাওয়া হচ্ছে না বলিউডের তারকা জুটির ৷ ব্যস্ত শিডিউল ৷ বিয়ের পর্ব মিটিয়ে শিগগিরই শুটিং-এ ফিরবেন ভিক্যাট (VicKat) ৷
বিয়ের আগেও প্রস্তুতির জন্য কাজ থেকে বিরতি নেননি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ (vicky kaushal katrina kaif latest news) ৷ লক্ষ্মণ উটেকরের আপকামিং ফিল্মের শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি ৷ রোম্যান্টিক কমেডি ফিল্মে তাঁর বিপরীতে দেখা যাবে সারা আলি খানকে ৷ ভিকির মতোই শুটিং (couple to resume shoots)-এর ব্যস্ততা ছিল ক্যাটসুন্দরীরও (Vicky Kaushal Katrina Kaif wedding) ৷ বিয়ে করতে রাজস্থান উড়ে যাওয়ার আগের দিন পর্যন্ত তাঁকে সেটেই পাওয়া গিয়েছে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: Vicky Katrina wedding: মেহন্দি-সঙ্গীতের জমজমাট পর্বের পর আজ গায়ে হলুদ ভিক্যাটের
কর্মক্ষেত্রে তাঁদের দুজনের হাতেই এখন রয়েছে বেশ কয়েকটি কাজ ৷ বিভিন্ন ছবির প্রোডাকশনের কাজ মাঝপথে থমকে রয়েছে ৷ কাজেই বিয়ের জন্য নেওয়া বিরতির পর আর মধুচন্দ্রিমার (VicKat honeymoon) জন্য ছুটি নেওয়ার অবকাশ আপাতত নেই ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও খবর: Vickat wedding: ভিক্যাটের বিয়ের এক্সক্লুসিভ ফুটেজের দাম 100 কোটি ! নিকইয়াঙ্কার থেকেও বেশি
শোনা যাচ্ছে যে, বিয়ের পরপরই সারার সঙ্গে ছবির শুটিং-এ ফিরবেন ভিকি (vicky katrina latest updates) ৷ মধ্যপ্রদেশের ছোট শহরের ভালোবাসার গল্প নিয়ে তৈরি এই ফিল্ম ৷ সামনের বছর ছবিটি মুক্তি পাবে ৷ অপরদিকে, ক্যাটরিনা বিয়ের পর প্রথম শুটিং করবেন তামিল সুপারস্টার বিজয় সেতুপথির ফিল্মে ৷ ছবির নাম মেরি ক্রিসমাস ৷ রমেশ তৌরানি প্রযোজিত ছবিটির পরিচালনা করবেন শ্রীরাম রাঘবন ৷
আরও পড়ুন: Vicky Katrina wedding: কড়াকড়ি সত্ত্বেও ফাঁস ভিক্যাটের বিবাহবাসরের সাজসজ্জা, ভাইরাল ভিডিয়ো