ETV Bharat / sitara

সেলুলয়েডে শীর্ষেন্দুর গল্প, পরিচালনায় নীতিশ রায় - Nitish Ray directed film Nonoga

বিখ্যাত আর্ট ডিরেক্টর নীতিশ রায়ের পরবর্তী ছবি 'নোনোগা' । ছবিটি তিনি তৈরি করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস 'গোলমাল'এর উপর ভিত্তি করে। ছবি সম্পর্কে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন নীতিশ।

Nitish Ray directed film Nonoga
Nitish Ray directed film Nonoga
author img

By

Published : Jan 27, 2020, 7:11 PM IST

কলকাতা : উপন্যাসের গল্প অবলম্বনে ছবি তৈরি হওয়া নতুন কিছু নয় । কিন্তু, নীতিশ বলেছেন, এটা গল্প অবলম্বনে নয় । সরাসরি গল্পটাই নেওয়া হয়েছে ছবি তৈরির ক্ষেত্রে । তাঁর আগের ছবি 'বুদ্ধুভুতুম' অ্যানিমেশন ভিত্তিক । আর 'নোনোগা' হতে চলেছে একটি সায়েন্স ফিকশন ।

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি । অন্যান্য চরিত্রে রয়েছেন ব্রাত্য বসু, খরাজ মুখার্জি, কনীনিকা ব্যানার্জি, ভাস্কর ব্যানার্জি, বিশ্বনাথ বসু, বিশ্বজিৎ চক্রবর্তী, সায়ন্তনী গুহঠাকুরতা, রজত গাঙ্গুলী, সঞ্জীব সরকার, ভোলা তামাং, জিয়ানা ডেজানোভিচ ।

Nitish Ray directed film Nonoga
ছবির ক্লিপিং

'নোনোগা'-র চিত্রনাট্য ও সংলাপ দেবাদিত্য দত্তর । কলকাতার VFX স্টুডিয়ো 15-তে কাজ হয়েছে এই ছবির । ছবির সম্পাদক রবিরঞ্জন মৈত্র । অনেকদিন আগে শুরু হয়েছিল ছবির কাজ । তারপর বন্ধ হয়ে যায় মাঝে । তারপর নীতিশ ফের শুরু করে শেষ করলেন ছবির কাজ । আগামী মে মাসে মুক্তি পেতে পারে 'নোনোগা' ।

কলকাতা : উপন্যাসের গল্প অবলম্বনে ছবি তৈরি হওয়া নতুন কিছু নয় । কিন্তু, নীতিশ বলেছেন, এটা গল্প অবলম্বনে নয় । সরাসরি গল্পটাই নেওয়া হয়েছে ছবি তৈরির ক্ষেত্রে । তাঁর আগের ছবি 'বুদ্ধুভুতুম' অ্যানিমেশন ভিত্তিক । আর 'নোনোগা' হতে চলেছে একটি সায়েন্স ফিকশন ।

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি । অন্যান্য চরিত্রে রয়েছেন ব্রাত্য বসু, খরাজ মুখার্জি, কনীনিকা ব্যানার্জি, ভাস্কর ব্যানার্জি, বিশ্বনাথ বসু, বিশ্বজিৎ চক্রবর্তী, সায়ন্তনী গুহঠাকুরতা, রজত গাঙ্গুলী, সঞ্জীব সরকার, ভোলা তামাং, জিয়ানা ডেজানোভিচ ।

Nitish Ray directed film Nonoga
ছবির ক্লিপিং

'নোনোগা'-র চিত্রনাট্য ও সংলাপ দেবাদিত্য দত্তর । কলকাতার VFX স্টুডিয়ো 15-তে কাজ হয়েছে এই ছবির । ছবির সম্পাদক রবিরঞ্জন মৈত্র । অনেকদিন আগে শুরু হয়েছিল ছবির কাজ । তারপর বন্ধ হয়ে যায় মাঝে । তারপর নীতিশ ফের শুরু করে শেষ করলেন ছবির কাজ । আগামী মে মাসে মুক্তি পেতে পারে 'নোনোগা' ।

Intro:'নোনোগা'। বিখ্যাত আর্ট ডিরেক্টর নীতিশ রায়ের পরবর্তী ছবির নাম। তাঁর আগের ছবিটি ছিল 'বুদ্ধুভুতুম'। ছবিটি তিনি তৈরি করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস 'গোলমাল'এর উপর ভিত্তি করে। ছবি সম্পর্কে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন নীতিশ।


Body:উপন্যাসের গল্প অবলম্বনে ছবি তৈরি হওয়া নতুন কিছু নয়। কিন্তু নীতিশ বলেছেন, এটা গল্প অবলম্বনে নয়। সরাসরি গল্পটাই নেওয়া হয়েছে ছবি তৈরির ক্ষেত্রে। আগেরটা ছিল এনিমেশন ভিত্তিক। এটা সায়েন্স ফিকশন।

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি। অন্যান্য চরিত্রে রয়েছেন ব্রাত্য বসু, খরাজ মুখার্জি, কনীনিকা ব্যানার্জি, ভাস্কর ব্যানার্জি, বিশ্বনাথ বসু, বিশ্বজিৎ চক্রবর্তী, সায়ন্তনী গুহঠাকুরতা, রজত গাঙ্গুলী, সঞ্জীব সরকার, ভোলা তামাং, জিয়ানা ডেজানোভিচ।

ছবির চিত্রনাট্য ও সংলাপ দেবাদিত্য দত্তর। কলকাতার VFX স্টুডিও ১৫তে কাজ হয়েছে। ছবির সম্পাদক রবিরঞ্জন মৈত্র। অনেকদিন আগে শুরু হয়েছিল ছবির কাজ। তারপর বন্ধ হয়ও গিয়েছিল মাঝে। তারপর নীতিশ ফের শুরু করে শেষ করলেন ছবির কাজ। আগামী মে মাসে মুক্তি পেতে পারে ছবিটি।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.