ETV Bharat / sitara

"তুমিই বদলে গেলে, আমি একই আছি" - নুসরত জাহানের খবর

প্রেমের দিবসে সোশাল মিডিয়া পোস্টে লিখলেন নুসরত জাহানের স্বামী নিখিল জৈন । তাঁর ইঙ্গিত কি নুসরতের দিকেই ? প্রশ্ন নেটিজেনদের ।

nikhil jain heartbroken on nusrat
nikhil jain heartbroken on nusrat
author img

By

Published : Feb 14, 2021, 5:21 PM IST

কলকাতা : গতবছর আজকের দিনে নিখিলের জন্য হার্ট শেপের কেক বানিয়েছিলেন নুসরত । সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে নিখিল লিখেছিলেন, "আমার জীবনে সবচেয়ে সেরা অধ্যায় তুমি ।" এবছর কিন্তু নিখিল একা ।

পাহাড়ের কোলে বসে একটি ছবি শেয়ার করেছেন নিখিল । উদাসীন দৃষ্টি ঢেকে রয়েছে সানগ্লাসে । তবে নজর কেড়েছে তাঁর লেখা ক্যাপশনটি ।

নিখিল লিখেছেন, "তুমি আমায় যা প্রমিস করেছিলে, আমি সত্যি বলে ধরে নিয়েছিলাম । আজ তো একজন অন্য মানুষ হয়ে গেছে । যা-ই হোক..আমি সেই একই আছি ।"

নুসরত আর নিখিলের সম্পর্কে নাকি ভাঙন ধরেছে । 'ডিকশনারি'-র প্রিমিয়ারে নিখিলের বদলে রিউমর্ড বয়ফ্রেন্ড যশ দাশগুপ্তের সঙ্গে দেখা গেছে অভিনেত্রীকে । এদিকে নিখিলের পোশাক বিপননীর উদ্বোধনে নুসরতের বদলে লাইমলাইট কেড়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্য়ায় ।

সব মিলিয়ে একটা টালমাটালের মধ্যে দিয়ে যাচ্ছে নুসরত-নিখিলের দাম্পত্য জীবন । তারই ইঙ্গিত কি এই পোস্ট ?

কলকাতা : গতবছর আজকের দিনে নিখিলের জন্য হার্ট শেপের কেক বানিয়েছিলেন নুসরত । সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে নিখিল লিখেছিলেন, "আমার জীবনে সবচেয়ে সেরা অধ্যায় তুমি ।" এবছর কিন্তু নিখিল একা ।

পাহাড়ের কোলে বসে একটি ছবি শেয়ার করেছেন নিখিল । উদাসীন দৃষ্টি ঢেকে রয়েছে সানগ্লাসে । তবে নজর কেড়েছে তাঁর লেখা ক্যাপশনটি ।

নিখিল লিখেছেন, "তুমি আমায় যা প্রমিস করেছিলে, আমি সত্যি বলে ধরে নিয়েছিলাম । আজ তো একজন অন্য মানুষ হয়ে গেছে । যা-ই হোক..আমি সেই একই আছি ।"

নুসরত আর নিখিলের সম্পর্কে নাকি ভাঙন ধরেছে । 'ডিকশনারি'-র প্রিমিয়ারে নিখিলের বদলে রিউমর্ড বয়ফ্রেন্ড যশ দাশগুপ্তের সঙ্গে দেখা গেছে অভিনেত্রীকে । এদিকে নিখিলের পোশাক বিপননীর উদ্বোধনে নুসরতের বদলে লাইমলাইট কেড়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্য়ায় ।

সব মিলিয়ে একটা টালমাটালের মধ্যে দিয়ে যাচ্ছে নুসরত-নিখিলের দাম্পত্য জীবন । তারই ইঙ্গিত কি এই পোস্ট ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.