কলকাতা : নুসরত জাহানের হাসপাতালে ভরতি হওয়া নিয়ে শোরগোল পড়ে গেছে টলি পাড়ায়। গতকাল রাত থেকে এক বেসরকারি হাসপাতালে ভরতি তিনি। আর সেই থেকে নুসরতের সঙ্গেই হাসপাতালে রয়েছেন নিখিল।
IANS সূত্রে জানা যাচ্ছে যে, নুসরত এখন সুস্থ এবং সজ্ঞানে আছেন। আজই কিছু ঘণ্টার মধ্যে তাঁকে ডিসচার্জ করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ বেশ গোপনীয়তা বজায় রেখেছে অভিনেত্রীর ব্যাপারে। কড়া নিরাপত্তায় রাখা হয়েছে তাঁকে।
কী কারণে এই অসুস্থতা ? জানা গেল সেই কারণও। অ্যাজ়মার সমস্যা বরাবরই ছিল নুসরতের। সেটাই একটু বাড়াবাড়ির আকার নেয় গতরাতে। জোর জল্পনা চলছিল যে, ঘুমের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় অসুস্থ হয়েছেন তিনি। কিন্তু, ড্রাগ ওভারডোজ়ের কারণে কিছু হয়নি বলে জানা গেল একই সূত্রের মাধ্যমে।
কাজের ক্ষেত্রে, আপাতত পাভেল পরিচালিত 'অসুর' ছবিতে অভিনয় করছেন নুসরত। অনেকদিন পর তাঁক আবার বড় পরদায় দেখা যাবে আসন্ন শীতকালে।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">