কলকাতা : মুক্তি পেল 'মিতিন মাসি'-র নতুন গান 'বরসাত সাওয়ান' । গান মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, অভিনেত্রী কোয়েল মল্লিক, রিয়া বণিক, শুভ্রজিৎ দত্ত, সংগীত পরিচালক বিক্রম ঘোষ, উস্তাদ রশিদ খান ও গায়িকা মধুবন্তী বাগচী ।
অনুষ্ঠানে লাইভ পারফর্ম করেন মধুবন্তী, রশিদ খান ও বিক্রম ঘোষ । আরও একটি গান কিছুদিনের মধ্যে দর্শকের সামনে আসছে বলেও জানালেন ছবি নির্মাতারা । গানটি ছবিতে একটা আলাদা প্রভাব ফেলবে বলেই মনে করছেন সকলে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
ছবি মুক্তি পাচ্ছে পুজোর সময় । সুচিত্রা ভট্টাচার্যর লেখা 'মিতিন মাসি' সিরিজ়ের 'হাতে মাত্র তিনটে দিন' গল্প অবলম্বনে পরিচালক অরিন্দম শীল তৈরি করেছেন ছবিটি । ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন কোয়েল মল্লিক ।