ETV Bharat / sitara

প্রকাশ্যে 'বুড়ো সাধু'-র নতুন গান 'আশকারা' - new song launch

মুক্তি পেল 'বুড়ো সাধু'-র নতুন গান 'আশকারা' । প্রাঞ্জল দাসের সংগীত পরিচালক হিসেবে এটাই প্রথম কাজ । ছবির সঙ্গে গানেরও ভালো ভবিষ্যৎ রয়েছে বলেই মনে করেন প্রাঞ্জল ।

আশকারা
author img

By

Published : Sep 10, 2019, 3:06 PM IST

Updated : Sep 11, 2019, 9:36 AM IST

কলকাতা : মুক্তি পেল 'বুড়ো সাধু'-র নতুন গান 'আশকারা' । ছবির পরিচালক থেকে শুরু করে সংগীত পরিচালক, সিনেমাটোগ্রাফার এমন কী, গায়কও নতুন । রয়েছে একঝাঁক নতুন মুখও । দক্ষিণ কলকাতার একটি রেস্তোরাঁয় গান লঞ্চের অনুষ্ঠানও হল ।

প্রাঞ্জল দাসের সংগীত পরিচালক হিসেবে এটাই প্রথম কাজ । প্রাঞ্জল বলেন, "আশা করি সবার ভালো লাগবে । আশকারাকে সবাই আশকারা দেবেন । সবার প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, ছবির সঙ্গে গানেরও ভালো ভবিষ্যৎ রয়েছে ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

গানের গায়ক তিমিরের এই ছবিতে একটি মাত্র রবীন্দ্রসংগীত গাওয়ার কথা ছিল । তিমির বলেন, "আমার একটাই গান গাওয়ার কথা ছিল । সেটা গেয়েছি । আশকারার একটা অন্য ভার্সন আপনারা শুনতে পাবেন কিছুদিনের মধ্যেই । গানটি শোনার পর আমি বলি, আমি এই গানটা গাইতে চাই । ছবিতে গানটা কোথায় রাখা হবে আমার দেখার দরকার নেই । অ্যালবামে হলেও থাকুক । তাতে ওঁরা রাজি হন । তৈরি হয় অন্য ভার্সন । পরে ছবিতেও ব্যবহার করা হয় । আমি খুব এক্সাইটেড । মনে হচ্ছে আমার নিজেরই ছবির কাজ করছি । আমি ছবিটার সঙ্গে ভীষণভাবে জড়িয়ে পড়েছি ।"

দেখুন ভিডিয়ো

কলকাতা : মুক্তি পেল 'বুড়ো সাধু'-র নতুন গান 'আশকারা' । ছবির পরিচালক থেকে শুরু করে সংগীত পরিচালক, সিনেমাটোগ্রাফার এমন কী, গায়কও নতুন । রয়েছে একঝাঁক নতুন মুখও । দক্ষিণ কলকাতার একটি রেস্তোরাঁয় গান লঞ্চের অনুষ্ঠানও হল ।

প্রাঞ্জল দাসের সংগীত পরিচালক হিসেবে এটাই প্রথম কাজ । প্রাঞ্জল বলেন, "আশা করি সবার ভালো লাগবে । আশকারাকে সবাই আশকারা দেবেন । সবার প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, ছবির সঙ্গে গানেরও ভালো ভবিষ্যৎ রয়েছে ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

গানের গায়ক তিমিরের এই ছবিতে একটি মাত্র রবীন্দ্রসংগীত গাওয়ার কথা ছিল । তিমির বলেন, "আমার একটাই গান গাওয়ার কথা ছিল । সেটা গেয়েছি । আশকারার একটা অন্য ভার্সন আপনারা শুনতে পাবেন কিছুদিনের মধ্যেই । গানটি শোনার পর আমি বলি, আমি এই গানটা গাইতে চাই । ছবিতে গানটা কোথায় রাখা হবে আমার দেখার দরকার নেই । অ্যালবামে হলেও থাকুক । তাতে ওঁরা রাজি হন । তৈরি হয় অন্য ভার্সন । পরে ছবিতেও ব্যবহার করা হয় । আমি খুব এক্সাইটেড । মনে হচ্ছে আমার নিজেরই ছবির কাজ করছি । আমি ছবিটার সঙ্গে ভীষণভাবে জড়িয়ে পড়েছি ।"

দেখুন ভিডিয়ো
Intro:'বুড়ো সাধু' ছবির নতুন গান 'আশকারা' সামনে এল। ছবির পরিচালক নতুন, সংগীত পরিচালক নতুন, সিনেমাটোগ্রাফার নতুন, এমনকী নতুন গায়কও। ঋত্বিক চক্রবর্তী, চিরঞ্জিৎ, মিশমী দাস, ইশা সাহা অভিনীত বুড়ো সাধু ছবিতে একঝাঁক নতুন মুখ। সামনে এল ছবির প্রথম গান আশকারা। দক্ষিণ কলকাতার একটি রেস্তোরাঁয় ছিল গানের লঞ্চ। সেখানে উপস্থিত ছিল ETV ভারত সিতারাও।


Body:ছবির সংগীত পরিচালক প্রাঞ্জল দাস এই প্রথম সঙ্গীত পরিচালনার কাজে হাত দিয়েছেন। তাঁর পরিচালিত প্রথম গান আশকারা এখন সকলের সামনে। প্রাঞ্জল বললেন, "আশা করি সবার ভালো লাগবে। আশকারাকে সবাই আশকারা দেবেন। এখানে আমি সবার যা প্রতিক্রিয়া পাচ্ছি, তাতে মনে হচ্ছে ছবির সঙ্গে গানেরও ভালো ভবিষ্যৎ আছে।"

গানের গায়ক তিমিরের এই ছবিতে একটি মাত্র রবীন্দ্র সংগীত গাওয়ার কথা ছিল। তিমির বললেন, "আমার একটা রবীন্দ্র সংগীত গাওয়ার কথা ছিল এই ছবিতে। সেটা গেয়েওছি। সেটাই আমার গাওয়ার কথা ছিল আরকী। আমি যেদিন শুটে আসি, গোটা টিমের সঙ্গে ভালো বন্ডিং হয়ে যায়। নবারুণ অ্যারেঞ্জ করেছে পুরো ব্যাপারটা। নবারুণই প্রাঞ্জলের সঙ্গে আলাপ করিয়ে দেয়। ভিকের সঙ্গে আলাপ হয়। আশকারার একটা অন্য ভার্শান আপনারা শুনতে পাবেন কিছুদিনের মধ্যেই। সেটা শোনার পর আমি বলি, আমি এই গানটা গাইতে চাই। সেটা কোথায় রাখা হবে আমার দেখার দরকার নেই। অ্যালবামে হলেও থাকুক। আমি বলেছিলাম, এর জন্য আমাকে কোনও পারিশ্রমিক দিতে হবে না। তাতে ওঁরা রাজি হয়ে যায়। অন্যরকম ভার্শান তৈরি হয়। পরবর্তীকালে ছবিতে ব্যবহার করা হয়। সব মিলে আমি খুব এক্সাইটেড। মনে হচ্ছে আমার নিজেরই ছবির কাজ করছি। আমি বুড়ো সাধু সঙ্গে ভীষণভাবে জড়িয়ে পড়েছি।"







Conclusion:বুড়ো সাধু ছবির গান লঞ্চের বিভিন্ন মুহূর্ত ধরা পড়েছে ETV ভারত সিতারার ক্যামেরায়। বাকিরাও ব্যক্ত করলেন তাঁদের মনের কথা। দেখুন সেই ভিডিও :
Last Updated : Sep 11, 2019, 9:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.