মনে পড়ে 'শেষের কবিতা'-র অমিত-লাবণ্যকে? 'বন্ধু বিদায়' বলে অমিত ও লাবণ্য ছেড়ে গিয়েছিল একে অপরকে। আলাদা হয়ে গিয়েছিল তাঁদের রাস্তা। এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শেষের কবিতা' গল্পের সমাপ্তি। পাঠকের মনে এই প্রশ্ন জাগতেই পারে এরপর কী হল অমিত ও লাবণ্যর? সেই গল্পই বলবে 'অবশেষের গল্প' শর্ট ফিল্ম। পরিচালক অনঞ্জন মজুমদার।
'শেষের কবিতা'-র অমিত আর লাবণ্য আলাদা হয়ে যাওয়ার ২৫ বছর কেটে গেছে। তারপর কী ঘটে? এরকম একটি সূক্ষ্ম অনুভূতির গল্পই বলবে 'অবশেষের পর' শর্ট ফিল্ম। ETV Bharat-এর প্রতিনিধি কথা বললেন পরিচালক অনঞ্জন মজুমদারের সঙ্গে। তিনি বললেন, "শেষের কবিতা-র প্রতি বরাবরই একটা ভালোলাগা ছিল। শুধু মনে হত, পরবর্তীকালে কী হতে পারত অমিত ও লাবণ্যর। সেই গল্পই ফুটে উঠবে কেতকীর বয়ানে।"
![অবশেষের গল্প](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20190503-wa0041_0305newsroom_1556888163_872.jpg)
ছবিতে লাবণ্যের চরিত্রে অভিনয় করেছেন অঞ্জনা বসু, কেতকীর চরিত্রে বিদীপ্তা চক্রবর্তী, শোভনলালের চরিত্রে দেখা যাবে বাদশা মৈত্রকে। স্পর্শর চরিত্রে রয়েছেন শৌভরী চট্টোপাধ্যায় এবং পালকের চরিত্রে আরাত্রিকা সেন।
শুটিং ইতিমধ্যেই শেষ। শর্টফিল্মের প্রথম স্ক্রিনিং হবে 30 মে, রোটারি সদনে। পরিচালক বললেন, "মিডিয়ার কিছু বন্ধু এবং আমন্ত্রিত অতিথিদের জন্যই স্পেশল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করছি।"
![অবশেষের গল্প](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20190503-wa0038_0305newsroom_1556888163_650.jpg)
অনঞ্জন পেশায় একজন IT প্রফেশনাল। কম্পিউটার সায়েন্স নিয়ে পাশ করেছেন ২০১২ সালে। তবে ছোটো থেকেই সিনেমার প্রতি একটা আগ্রহ ছিল তাঁর। সত্যজিৎ রায়, বার্গম্যান, অ্যান্টোনিওনি, ফেলেনির মতো পরিচালকরা বরাবরই তাঁকে অনুপ্রেরণা দিয়েছেন। অনঞ্জনের পরিচালিত প্রথম শর্টফিল্ম 'উদ্ভিদ' মুক্তি পায় ২০১৬ সালে। এক দম্পতির জীবনের গল্প বলেছিল সেই ছবি। পরের ছবিটি 'আনকানেকটেড'। সে অর্থে 'অবশেষের গল্প' পরিচালকের তৃতীয় শর্ট ফিল্ম। এটি প্রথম নন-জিরো বাজেট ফিল্ম। অনঞ্জন মনে করেন, শর্টফিল্মটি অসম্ভব জনপ্রিয়তা লাভ করবে এবং এই ছবির হাত ধরেই তিনি দর্শকের মনের অনেক কাছাকাছি পৌঁছতে পারবেন।
![অবশেষের গল্প](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20190503-wa0044_0305newsroom_1556888163_44.jpg)