কলকাতা : আবির চট্টোপাধ্যায় ও ইন্দ্রদীপ দাশগুপ্তর সামনে দাঁড়িয়ে রোগা চেহারার এক বৃদ্ধা । হাতে লাঠি, মাথায় পাকা চুল । এক ঝলকে এই মহিলাকে সত্যিই কোনও বৃদ্ধা বলেই মনে হবে । কিন্তু, আসলে তিনি টলিউড অভিনেত্রী সোহিনী সরকার । আর এভাবেই সামনে এসেছে 'আগন্তুক' ছবিতে সোহিনীর লুকের আরও একটি ছবি ।
এটি একটি থ্রিলার ছবি । আসলে শোভারানি বসু নামে এক বৃদ্ধাকে নিয়ে তৈরি ছবিটি । হঠাৎ একদিন সকালে নিজের ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় তার দেহ । এভাবেই শুরু হয় গল্প । তবে সেটা খুন নাকি অ্যাক্সিডেন্ট তা নিয়েই তৈরি ছবিটি । গল্পের সঙ্গে খুলবে রহস্যের জট । ছবিতে সোহিনীর জীবনের তিনটি পর্যায়কে তুলে ধরা হবে । ব্যোমকেশের পর এই ছবিতে আবিরের সঙ্গে জুটি বাঁধলেন সোহিনী ।
কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল ছবিতে সোহিনীর ফার্স্টলুক পোস্টার । সেখানে দরজার ফাঁক থেকে উঁকি মারতে দেখা গিয়েছিল তাঁকে । আর তাঁর পিছনেই ছিলেন আবির চ্যাটার্জি ।
'আগন্তুক' ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন আবির চ্যাটার্জি ও সোহিনী সেনগুপ্ত । ছবির অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নীল, দেবপ্রতিম দাশগুপ্ত, পদ্মনাভ দাশগুপ্ত, সিধু, মৌসুমি ও পায়েল ।
সব ঠিক থাকলে চলতি বছরের এপ্রিলে মুক্তি পাবে 'আগন্তুক' ।