কলকাতা : শুরু হল 'ভোরের পাখি' ছবির শুটিং । মুখ্য চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, রাজেশ শর্মা, সাহেব ভট্টাচার্য ও দুর্গা সাঁতরা । সম্প্রতি ভারত লক্ষ্মী স্টুডিয়োতে শুরু হল ছবির শুটিং । পরিচালনায় রয়েছেন পার্থসারথী জোয়ারদার ।
ছবি প্রসঙ্গে পরিচালক পার্থসারথী বলেন, " 'ভোরের পাখি' একটা অনুভূতি । একটা ভালোলাগা । আসলে সকালে পাখিদের আকাশে উড়তে দেখলে আমাদের যমন ভালোলাগে, এই ছবিও মানুষকে তেমন ভালো লাগা দেবে ।"
রাজেশ শর্মা বলেন," পার্থসারথী জোয়ারদারের পরিচালনায় এই নতুন কমেডি রোম্যান্টিক ছবিতে যিনি হিরোইন রয়েছেন তাঁর মামার চরিত্রে অভিনয় করছি আমি ।"
'ভোরের পাখি'-র চরিত্র সম্পর্কে সাহেব বলেন," একজন অভিনেতা হিসেবে প্রতিটা ছবিতে নিজেকে নতুন করে দেখতে পাওয়া একটা বিরাট ব্যাপার । অনেক ধরনের চরিত্রেই আমাদেরকে অভিনয় করতে হয় । তবে অনেকেই বলেছিল গ্যারাজে কাজ করা ব্যক্তির চরিত্রে আমাকে মানাবে না । আসলে প্রতিটা চরিত্রে যাতে মানায় সেইদিকে খেয়াল রাখতে হয় । ছবির ক্লাইম্যাক্সে আমার চরিত্রে একটা পরিবর্তন আসবে ।"
আর এই ছবিতে পাখির চরিত্রে অভিনয় করবেন দুর্গা । চরিত্র সম্পর্কে তিনি বলেন, "পাখিকে ঘিরেই এই ছবির পুরো গল্প তৈরি হয়েছে । ছবিতে দর্শকরা দেখবেন আমি একটি বড়লোক পরিবারের অনাথ মেয়ে । কারণ আমার মা বাবা আগেই মারা গেছে । মামা-মামির কাছে মানুষ হয়েছি । সাহেবের সঙ্গে সম্পর্ক তৈরি হয় । তারপর আমার জীবনে অনেক সমস্যা দেখা যাবে । ছবির শুরু থেকে শেষ পর্যন্ত পাখির গল্প তুলে ধরা হয়েছে ।"