মোহালি, 4 মার্চ: শুক্রবার ক্রিকেট জীবনের এক বড় মাইলস্টোন ছুঁয়ে ফেললেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ৷ ভারতীয় ক্রিকেটার হিসাবে নিজের শততম টেস্ট খেলে ফেললেন তিনি সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, সৌরভ গঙ্গোপাধ্য়ায়, দিলীপ বেঙ্গসরকার, সুনীল গাভাস্কর, ভিভিএস লক্ষণদের সঙ্গে এক তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করলেন রান মেশিন ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে এই বিশেষ দিনে বিরাটকে সম্মানিত করল বিসিসিআই ৷ তাঁর হাতে এদিন শততম টেস্টের জন্য তৈরি বিশেষ টেস্ট ক্যাপ তুলে দেন 100র বেশি টেস্ট খেলা আরেক ভারতীয় কিংবদন্তি তথা ভারতীয় দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড় ৷
-
Why is Anushka on the ground? https://t.co/ogUmMxY4qn
— Suhas Bharadwaj (@srbharadwaj) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Why is Anushka on the ground? https://t.co/ogUmMxY4qn
— Suhas Bharadwaj (@srbharadwaj) March 4, 2022Why is Anushka on the ground? https://t.co/ogUmMxY4qn
— Suhas Bharadwaj (@srbharadwaj) March 4, 2022
যদিও এই বিশেষ দিনেও নেটিজেনদের ট্রোলিং পিছু ছাড়ল না ভারতীয় দলের এই সুপারস্টারের ৷ সম্মান জ্ঞাপন অনুষ্ঠান চলাকালীন বিরাটের সঙ্গেই মাঠে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ তাঁর এই উপস্থিতি নিয়েই প্রশ্ন তুলতে করল নেটিজেনদের একাংশ (Criticism Around Anuska Sharma Presense) ৷ তাঁদের বক্তব্য়, "অনুষ্কা শর্মা কীভাবে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুমতি পান ?"
-
Why Anushka Sharma is among the players in the ground ??? 🤔🤔🤔
— BIBHU (@CricFreakBK) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Why Anushka Sharma is among the players in the ground ??? 🤔🤔🤔
— BIBHU (@CricFreakBK) March 4, 2022Why Anushka Sharma is among the players in the ground ??? 🤔🤔🤔
— BIBHU (@CricFreakBK) March 4, 2022
তবে সকলেই যে অনুষ্কাকে নিয়ে প্রশ্ন তুলেছেন তা কিন্তু নয়, কেউ কেউ এই সেলেব দম্পতির পাশেও দাঁড়িয়েছেন ৷ নেটিজেনদের একজনই শেয়ার করেছেন ইশান্ত শর্মার শততম টেস্টের ছবি ৷ সেখানেও দেখা গিয়েছে, শততম টেস্টের বিশেষ স্মারক হাতে নিজের স্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে আছেন ইশান্ত ৷
আরও পড়ুন: সঙ্গী অনুষ্কা, ছেলেবেলার নায়কের থেকে শততম ম্যাচের স্মারক পেয়ে আপ্লুত বিরাট
-
Even Ishant Sharma's wife was there so don't cry just wanted Virat Kohli's mother to be there along with anushka pic.twitter.com/eZCKHDY5HN
— Gaurav (@Kohli4ever) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Even Ishant Sharma's wife was there so don't cry just wanted Virat Kohli's mother to be there along with anushka pic.twitter.com/eZCKHDY5HN
— Gaurav (@Kohli4ever) March 4, 2022Even Ishant Sharma's wife was there so don't cry just wanted Virat Kohli's mother to be there along with anushka pic.twitter.com/eZCKHDY5HN
— Gaurav (@Kohli4ever) March 4, 2022
এদিন এই বিশেষ সম্মান লাভের পর বিরাট বলেন, "বিসিসিআই-কে ধন্যবাদ ছেলেবেলার নায়কের হাত থেকে শততম টেস্ট ম্যাচের বিশেষ ক্যাপ সংগ্রহ করার সুযোগ দেওয়ার জন্য় ৷" প্রাক্তন অধিনায়কের গলায় উঠে এসেছিল স্ত্রী এবং পরিবারের কথাও ৷ তিনি বলেন , "আজ জীবনের বিশেষ একটা মুহূর্ত ৷ আমার স্ত্রী-ভাই সকলেই আজ স্টেডিয়ামে উপস্থিত রয়েছেন ৷ ওঁরা প্রত্যেকেই গর্বিত ৷ প্রকৃত অর্থেই এটা একটা টিম গেম আর ওঁদেরকে ছাড়া এটা কোনওভাবেই সম্ভব হত না ৷"