ETV Bharat / sitara

Vinod Kapri Viral Video: আর্মিতে যোগ দিতে মধ্যরাতে দৌড়ের অনুশীলন তরুণের, পরিচালকের ভাইরাল ভিডিয়োয় নেটিজেনদের কুর্নিশ - Yuoth hails from Uttarakhand

উনিশ বছর বয়সি এক তরুণ চমকে দিলেন পরিচালক বিনোদ কাপরিকে ৷ মাঝরাতে রাস্তায় তাঁকে দৌড়াতে দেখে গাড়িতে উঠে আসার অনুরোধ জানিয়েছিলেন বিনোদ ৷ কিন্তু তাঁর অনুরোধ ফিরিয়ে দিয়ে ছেলেটি জানান, তিনি আর্মিতে যোগদানের জন্য অনুশীলন করছেন ৷ এমনিতে তিনি ম্যাকডোনাল্ড কোম্পানিতে কাজ করেন ৷ দৌড়ানোর সময় পায় না (video of this boy running away with a bag) ৷ তাই এভাবেই অনুশীলন সারছেন ৷ ছেলেটির অধ্যবসায় মুগ্ধ করে পরিচালককে ৷

Vinod Kapri Viral Video
নেটিজেনরা স্যালুট করছে মাঝরাতের এই স্বপ্নের পিছনে ছোটা তরুণকে
author img

By

Published : Mar 21, 2022, 5:37 PM IST

নয়ডা, 21 মার্চ : সম্প্রতি পরিচালক বিনোদ কাপরির পোস্ট করা ভিডিয়ো ভীষণ ভাইরাল হয়েছে ৷ ভিডিয়োর মূল নায়ক 19 বছরের এক তরুণকে এখন রীতিমত স্যালুট জানাচ্ছেন নেটিজেনরা ৷ কী এমন উঠে এসেছে এই ভিডিয়োতে ? আসলে রবিবার মধ্যরাতে নিজের গাড়ি নিয়ে ফিরছিলেন বিনোদ ৷ সেসময় তিনি দেখেন একটি তরুণ রাস্তায় দৌড়াচ্ছেন ৷ তাঁকে নিজের গাড়িতে উঠে আসার অনুরোধ জানান তিনি, জানান সে যেখানে বলবেন তিনি তাঁকে সেখানেই নামিয়ে দেবেন ৷

ছেলেটি রাজি হয় না ৷ বিনোদ বারবার অনুরোধ করার পর শেষমেষ কারণ জানতে চাইলে, ছেলেটি জানান, তিনি আর্মিতে যোগদানের জন্য অনুশীলন করছেন ৷ তিনি ম্যাকডোনাল্ড কোম্পানিতে কাজ করেন ৷ দৌড়ানোর সময় পান না (boy running away with a bag on the streets of Noida) ৷ তাই এখনই দৌড়ে বাড়ি ফিরতে হচ্ছে তাঁকে ৷ বিনোদ ছেলেটির সঙ্গে আরও কথা বলতে গিয়ে জানতে পারেন, যুবকের নাম প্রদীপ মেহতা ৷ তিনি তাঁকে তাঁর সঙ্গে ডিনারের জন্যও নিমন্ত্রণ করেন ৷ কিন্তু প্রদীপ জানান, তিনি বাড়িতে গিয়ে দাদার জন্য রান্না করবে ৷ দাদার নাইট ডিউটি থাকে, না হলে দাদা খেতে পাবে না ৷

  • This is PURE GOLD❤️❤️

    नोएडा की सड़क पर कल रात 12 बजे मुझे ये लड़का कंधे पर बैग टांगें बहुत तेज़ दौड़ता नज़र आया

    मैंने सोचा
    किसी परेशानी में होगा , लिफ़्ट देनी चाहिए

    बार बार लिफ़्ट का ऑफ़र किया पर इसने मना कर दिया

    वजह सुनेंगे तो आपको इस बच्चे से प्यार हो जाएगा ❤️😊 pic.twitter.com/kjBcLS5CQu

    — Vinod Kapri (@vinodkapri) March 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:মা হতে চলেছেন অনিল কন্যা সোনম

এভাবেই ছেলেটির সঙ্গে নানা কথা বলতে বলতে বিনোদ জানতে পারেন, প্রদীপের মা হাসপাতালে ভর্তি ৷ তবু তারা দু'ভাই মিলে লড়াই ছাড়েনি ৷ এরপর ছেলেটিকে শুভেচ্ছা জানিয়ে চলে আসেন তিনি ৷ প্রদীপের জীবন কাহিনি শুনে আবেগী হয়ে পড়েছিলেন বিনোদ নিজেও ৷ তাই তিনি বলেন, "একটি 19 বছর বয়সি ছেলে যেভাবে দায়িত্ব এবং স্বপ্নের ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলেছে, তা অবশ্যই আপনার মুখে একটা মিষ্টি হাসি নিয়ে আসবে ।" শুধু বিনোদ নয়, ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় আসতে না আসতেই প্রদীপকে শুভেচ্ছা জানাচ্ছেন সকলেই ৷

  • This is PURE GOLD❤️❤️

    नोएडा की सड़क पर कल रात 12 बजे मुझे ये लड़का कंधे पर बैग टांगें बहुत तेज़ दौड़ता नज़र आया

    मैंने सोचा
    किसी परेशानी में होगा , लिफ़्ट देनी चाहिए

    बार बार लिफ़्ट का ऑफ़र किया पर इसने मना कर दिया

    वजह सुनेंगे तो आपको इस बच्चे से प्यार हो जाएगा ❤️😊 pic.twitter.com/kjBcLS5CQu

    — Vinod Kapri (@vinodkapri) March 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নয়ডা, 21 মার্চ : সম্প্রতি পরিচালক বিনোদ কাপরির পোস্ট করা ভিডিয়ো ভীষণ ভাইরাল হয়েছে ৷ ভিডিয়োর মূল নায়ক 19 বছরের এক তরুণকে এখন রীতিমত স্যালুট জানাচ্ছেন নেটিজেনরা ৷ কী এমন উঠে এসেছে এই ভিডিয়োতে ? আসলে রবিবার মধ্যরাতে নিজের গাড়ি নিয়ে ফিরছিলেন বিনোদ ৷ সেসময় তিনি দেখেন একটি তরুণ রাস্তায় দৌড়াচ্ছেন ৷ তাঁকে নিজের গাড়িতে উঠে আসার অনুরোধ জানান তিনি, জানান সে যেখানে বলবেন তিনি তাঁকে সেখানেই নামিয়ে দেবেন ৷

ছেলেটি রাজি হয় না ৷ বিনোদ বারবার অনুরোধ করার পর শেষমেষ কারণ জানতে চাইলে, ছেলেটি জানান, তিনি আর্মিতে যোগদানের জন্য অনুশীলন করছেন ৷ তিনি ম্যাকডোনাল্ড কোম্পানিতে কাজ করেন ৷ দৌড়ানোর সময় পান না (boy running away with a bag on the streets of Noida) ৷ তাই এখনই দৌড়ে বাড়ি ফিরতে হচ্ছে তাঁকে ৷ বিনোদ ছেলেটির সঙ্গে আরও কথা বলতে গিয়ে জানতে পারেন, যুবকের নাম প্রদীপ মেহতা ৷ তিনি তাঁকে তাঁর সঙ্গে ডিনারের জন্যও নিমন্ত্রণ করেন ৷ কিন্তু প্রদীপ জানান, তিনি বাড়িতে গিয়ে দাদার জন্য রান্না করবে ৷ দাদার নাইট ডিউটি থাকে, না হলে দাদা খেতে পাবে না ৷

  • This is PURE GOLD❤️❤️

    नोएडा की सड़क पर कल रात 12 बजे मुझे ये लड़का कंधे पर बैग टांगें बहुत तेज़ दौड़ता नज़र आया

    मैंने सोचा
    किसी परेशानी में होगा , लिफ़्ट देनी चाहिए

    बार बार लिफ़्ट का ऑफ़र किया पर इसने मना कर दिया

    वजह सुनेंगे तो आपको इस बच्चे से प्यार हो जाएगा ❤️😊 pic.twitter.com/kjBcLS5CQu

    — Vinod Kapri (@vinodkapri) March 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:মা হতে চলেছেন অনিল কন্যা সোনম

এভাবেই ছেলেটির সঙ্গে নানা কথা বলতে বলতে বিনোদ জানতে পারেন, প্রদীপের মা হাসপাতালে ভর্তি ৷ তবু তারা দু'ভাই মিলে লড়াই ছাড়েনি ৷ এরপর ছেলেটিকে শুভেচ্ছা জানিয়ে চলে আসেন তিনি ৷ প্রদীপের জীবন কাহিনি শুনে আবেগী হয়ে পড়েছিলেন বিনোদ নিজেও ৷ তাই তিনি বলেন, "একটি 19 বছর বয়সি ছেলে যেভাবে দায়িত্ব এবং স্বপ্নের ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলেছে, তা অবশ্যই আপনার মুখে একটা মিষ্টি হাসি নিয়ে আসবে ।" শুধু বিনোদ নয়, ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় আসতে না আসতেই প্রদীপকে শুভেচ্ছা জানাচ্ছেন সকলেই ৷

  • This is PURE GOLD❤️❤️

    नोएडा की सड़क पर कल रात 12 बजे मुझे ये लड़का कंधे पर बैग टांगें बहुत तेज़ दौड़ता नज़र आया

    मैंने सोचा
    किसी परेशानी में होगा , लिफ़्ट देनी चाहिए

    बार बार लिफ़्ट का ऑफ़र किया पर इसने मना कर दिया

    वजह सुनेंगे तो आपको इस बच्चे से प्यार हो जाएगा ❤️😊 pic.twitter.com/kjBcLS5CQu

    — Vinod Kapri (@vinodkapri) March 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.