কলকাতা, 19 জুলাই: আবারও মা হতে চলেছেন অভিনেত্রী নেহা ধুপিয়া (Neha Dhupia) ৷ তিনি ও তাঁর হাবি অঙ্গদ বেদী (Angad Bedi) তাঁদের দ্বিতীয় সন্তানের আগমনের কথা সোমবার ঘোষণা করলেন ৷ এ কথা জানানোর পরই শুভেচ্ছার বন্যায় ভেসেছে সোশ্যাল মিডিয়া ৷
2018 সালে প্রথম সন্তানের জন্ম দেন নেহা ধুপিয়া ৷ তাঁর কোল আলো করে আসে ফুটফুটে এক কন্যাসন্তান ৷ আবারও সন্তানসম্ভবা 40 বছরের অভিনেত্রী ৷ নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন সেলেব দম্পতি ৷ কন্যাকে নিয়ে গোটা পরিবারের একটি ছবি পোস্ট করেছেন তাঁরা ৷ সেই ছবিতে দেখা যাচ্ছে নেহার বেবি বাম্প (Baby Bump) ৷ পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "ক্য়াপশন দেওয়ার জন্য আমাদের দু দিন নিতে হয়েছে...সেরা যেটা আমাদের মনে হয়েছে...ঈশ্বর তোমাকে ধন্যবাদ ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
একই ছবি পোস্ট করেছেন অঙ্গদও ৷ তিনি ক্যাপশনে লিখেছেন, "নতুন হোম প্রোডাকশন শিগগিরই আসছে...ওয়াহেগুরু মেহর করে ৷"
2018 সালে দিল্লিতে ঘরোয়াভাবেই বিবাহবন্ধনে আবদ্ধ হন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী ৷ তাঁদের 2 বছরের কন্যার নাম মেহর ৷
38 বছরের অঙ্গদকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 2020 সালে, গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল ছবিতে ৷ আর নেহাকে 2018 সালে কাজলের হেলিকপ্টার এলাতে শেষ দেখা গিয়েছিল ৷