ETV Bharat / sitara

ফের শ্রীঘরে ? রিয়ার জামিনে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এনসিবি - সুপ্রিম কোর্ট

অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জামিনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল এনসিবি ৷ আগামী 18 মার্চ এই মামলার শুনানি হবে ৷

NCB challenged Rhea Chakraborty's bail given by Bombay HC in drugs case, approached in Supreme Court
রিয়ার জামিনে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এনসিবি
author img

By

Published : Mar 16, 2021, 1:57 PM IST

নয়াদিল্লি, 16 মার্চ: আবারও কি শ্রীঘরের পথ ধরতে হবে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে ? সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় মাদকযোগে গ্রেফতার হওয়ার পর তাঁকে জামিনে মুক্তি দিয়েছিল বম্বে হাইকোর্ট ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ আগামী 18 মার্চ প্রধান বিচারপতি এসএ বোবদে, বিচারপতি এএস বোপান্না ও ভি রামাসুব্রমনিয়ানের বেঞ্চে এই মামলার শুনানি হবে ৷

গত বছর 7 অক্টোবর এক লাখ টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে রিয়া চক্রবর্তীর জামিন মঞ্জুর করেছিল বম্বে হাইকোর্ট ৷ যদিও এই মামলায় অপর অভিযুক্ত শৌভিক চক্রবর্তী ও মাদক পাচারের অভিযোগে ধৃত আবদেল বসিত পারিহারের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল আদালত ৷

আরও পড়ুন: অস্কারে মনোনীত প্রিয়াঙ্কা-রাজকুমারের 'দ্য হোয়াইট টাইগার'

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় মাদক যোগে গত বছর সেপ্টেম্বর মাসে রিয়া, তাঁর ভাই শৌভিক ও অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার করেছিল এনসিবি ৷ রিয়া ও অপর দুজনকে জামিন দেওয়ার সময় তাঁদের পাসপোর্ট এনসিবি-র কাছে জমা রাখতে নির্দেশ দিয়েছিল আদালত ৷ বিশেষ এনডিপিএস আদালতের অনুমতি ছাড়া তাঁদের দেশ ছাড়তে নিষেধ করা হয়েছিল ৷ পাশাপাশি রিয়াকে এক লাখ টাকার বন্ড জামা দেওয়ার নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট ৷ রিয়াকে আগামী 6 মাস প্রতি মাসের প্রথম দিন বেলা 11টার সময় এনসিবি-র অফিসে হাজিরাও দিতে বলা হয়েছিল ৷ এমনকী মুম্বইয়ের বাইরে যেতে গেলে তাঁদের এনসিবি-র অনুমতি নিতে হবে বলে জানিয়ে দেয় আদালত ৷

নয়াদিল্লি, 16 মার্চ: আবারও কি শ্রীঘরের পথ ধরতে হবে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে ? সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় মাদকযোগে গ্রেফতার হওয়ার পর তাঁকে জামিনে মুক্তি দিয়েছিল বম্বে হাইকোর্ট ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ আগামী 18 মার্চ প্রধান বিচারপতি এসএ বোবদে, বিচারপতি এএস বোপান্না ও ভি রামাসুব্রমনিয়ানের বেঞ্চে এই মামলার শুনানি হবে ৷

গত বছর 7 অক্টোবর এক লাখ টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে রিয়া চক্রবর্তীর জামিন মঞ্জুর করেছিল বম্বে হাইকোর্ট ৷ যদিও এই মামলায় অপর অভিযুক্ত শৌভিক চক্রবর্তী ও মাদক পাচারের অভিযোগে ধৃত আবদেল বসিত পারিহারের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল আদালত ৷

আরও পড়ুন: অস্কারে মনোনীত প্রিয়াঙ্কা-রাজকুমারের 'দ্য হোয়াইট টাইগার'

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় মাদক যোগে গত বছর সেপ্টেম্বর মাসে রিয়া, তাঁর ভাই শৌভিক ও অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার করেছিল এনসিবি ৷ রিয়া ও অপর দুজনকে জামিন দেওয়ার সময় তাঁদের পাসপোর্ট এনসিবি-র কাছে জমা রাখতে নির্দেশ দিয়েছিল আদালত ৷ বিশেষ এনডিপিএস আদালতের অনুমতি ছাড়া তাঁদের দেশ ছাড়তে নিষেধ করা হয়েছিল ৷ পাশাপাশি রিয়াকে এক লাখ টাকার বন্ড জামা দেওয়ার নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট ৷ রিয়াকে আগামী 6 মাস প্রতি মাসের প্রথম দিন বেলা 11টার সময় এনসিবি-র অফিসে হাজিরাও দিতে বলা হয়েছিল ৷ এমনকী মুম্বইয়ের বাইরে যেতে গেলে তাঁদের এনসিবি-র অনুমতি নিতে হবে বলে জানিয়ে দেয় আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.