ETV Bharat / sitara

মাদক মামলায় ফের সুশান্তের দেহরক্ষীকে সমন NCB-র - সুশান্তের দেহরক্ষী

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় তাঁর দেহরক্ষীকে ফের সমন পাঠাল এনসিবি ৷ গ্রেফতার করা হয়েছে হরিশ খান নামে আর এক মাদক পাচারকারীকে ৷

ncb-again summons-sushant-singh-rajputs-bodyguard-in-drug-case
মাদক মামলায় ফের সুশান্তের দেহরক্ষীকে সমন NCB-র
author img

By

Published : Jun 3, 2021, 5:35 PM IST

মুম্বই, 3 জুন : বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় তাঁর দেহরক্ষীকে পরপর দু দিন সমন পাঠাল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ বুধবারই তাঁকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে NCB ৷

এ ছাড়াও মাদক মামলায় হরিশ খান নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে এনসিবি ৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সুশান্তের প্রাক্তন পরিচারক নীরজ ও কেশবকেও ৷

গত 26 মে সুশান্তে বন্ধু তথা রুমমেট সিদ্ধার্থ পিঠানিকে তাঁর হায়দরাবাদের বাড়ি থেকে গ্রেফতার করে এনসিবি ৷ তেলাঙ্গানার আদালত থেকে ট্রানসিট ওয়ারেন্ট নিয়ে তাঁকে মুম্বইয়ে নিয়ে যাওয়া হয় ৷ নানা ধারায় অভিযোগ আনা হয়েছে পিঠানির বিরুদ্ধে ৷ মুম্বইয়ের চিফ মেট্রেপলিটান ম্যাজিস্ট্রেট কোর্ট পিঠানিকে 1 জুন পর্যন্ত এনসিবি-র হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ৷

আরও পড়ুন: মাদক মামলায় গ্রেফতার সুশান্তের রুমমেট সিদ্ধার্থ পিঠানি

গত বছর 14 জুন, যে দিন মুম্বইয়ের বাড়ি থেকে সুশান্তের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়, সে দিন সেখানে যে চার জন উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে ছিলেন পিঠানিও ৷ সুশান্তের মৃত্যু মামলায় পিঠানিকে এর আগে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ ও সিবিআই ৷ অভিনেতার মৃত্যুর আগে প্রায় এক বছর ওই ফ্ল্যাটেই ছিলেন তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রের আধিকারিক পিঠানি ৷ তাঁকে বুদ্ধ বলে ডাকতেন ছিঁছোরে স্টার ৷ গত সেপ্টেম্বরে পিঠানিকে প্রায় 6 বার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷

মুম্বই, 3 জুন : বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় তাঁর দেহরক্ষীকে পরপর দু দিন সমন পাঠাল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ বুধবারই তাঁকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে NCB ৷

এ ছাড়াও মাদক মামলায় হরিশ খান নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে এনসিবি ৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সুশান্তের প্রাক্তন পরিচারক নীরজ ও কেশবকেও ৷

গত 26 মে সুশান্তে বন্ধু তথা রুমমেট সিদ্ধার্থ পিঠানিকে তাঁর হায়দরাবাদের বাড়ি থেকে গ্রেফতার করে এনসিবি ৷ তেলাঙ্গানার আদালত থেকে ট্রানসিট ওয়ারেন্ট নিয়ে তাঁকে মুম্বইয়ে নিয়ে যাওয়া হয় ৷ নানা ধারায় অভিযোগ আনা হয়েছে পিঠানির বিরুদ্ধে ৷ মুম্বইয়ের চিফ মেট্রেপলিটান ম্যাজিস্ট্রেট কোর্ট পিঠানিকে 1 জুন পর্যন্ত এনসিবি-র হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ৷

আরও পড়ুন: মাদক মামলায় গ্রেফতার সুশান্তের রুমমেট সিদ্ধার্থ পিঠানি

গত বছর 14 জুন, যে দিন মুম্বইয়ের বাড়ি থেকে সুশান্তের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়, সে দিন সেখানে যে চার জন উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে ছিলেন পিঠানিও ৷ সুশান্তের মৃত্যু মামলায় পিঠানিকে এর আগে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ ও সিবিআই ৷ অভিনেতার মৃত্যুর আগে প্রায় এক বছর ওই ফ্ল্যাটেই ছিলেন তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রের আধিকারিক পিঠানি ৷ তাঁকে বুদ্ধ বলে ডাকতেন ছিঁছোরে স্টার ৷ গত সেপ্টেম্বরে পিঠানিকে প্রায় 6 বার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.