মুম্বই, 28 ডিসেম্বর: তাঁর পুত্র নাগা চৈতন্য এবং পুত্রবধূ সামান্তা রুথ প্রভুর বিবাহবিচ্ছেদের বিষয়ে তাঁর যে মন্তব্য আলোড়ন তুলেছে তা, ‘একবারেই মিথ্যা’, স্পষ্টভাষায় একথা জানিয়ে দিলেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুন ৷ একই সঙ্গে সংবাদ মাধ্য়মকেও ভুয়ো খবর না ছড়ানোর জন্য অনুরোধ করলেন তিনি ৷ 2021 সালের অক্টোবর মাসে নিজেদের বিবাহবিচ্ছেদের কথা স্য়োশাল মিডিয়ার মাধ্যমে সকলকে জানান নাগা চৈতন্য এবং সামান্তা ৷ শেষ হয়ে যায় তাঁদের 5 বছরের দীর্ঘ দাম্পত্যজীবন ৷ তার কয়েক মাস পরেই খবরে দাবি করা হয় এই নিয়ে মুখ খুলেছেন নাগার্জুন ৷
রিপোর্টে বলা হয় যে, নাগার্জুন জানিয়েছেন, সামান্তাই বিবাহ বিচ্ছেদের জন্য চাপ দিতে শুরু করেছিল চৈতন্য নয় ৷ চৈতন্য নিজের পরিবারের মানসম্মান নিয়ে যথেষ্ট চিন্তিত ছিল ৷ সংবাদে এটিকে তাঁর বক্তব্য় বলে দাবি করা হলেও এবার তা একেবারেই মিথ্যা বলে জানালেন দক্ষিণী অভিনেতা ৷ নিজের টুইটার হ্যান্ডেল থেকে তিনি লেখেন," নাগা চৈতন্য এবং সামান্তাকে নিয়ে আমার যে মন্তব্যটি স্য়োশাল মিডিয়ায় এবং ইলেকট্রনিক সংবাদ মাধ্য়মে ঘুরছে তা একেবারেই মিথ্য়া ৷ "
-
The news in social media and electronic media quoting my statement about Samantha & Nagachaitanya is completely false and absolute nonsense!!
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) January 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
I request media friends to please refrain from posting rumours as news. #GiveNewsNotRumours
">The news in social media and electronic media quoting my statement about Samantha & Nagachaitanya is completely false and absolute nonsense!!
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) January 27, 2022
I request media friends to please refrain from posting rumours as news. #GiveNewsNotRumoursThe news in social media and electronic media quoting my statement about Samantha & Nagachaitanya is completely false and absolute nonsense!!
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) January 27, 2022
I request media friends to please refrain from posting rumours as news. #GiveNewsNotRumours
আরও পড়ুন: রিয়েল লাইফে জুটি বাঁধলেন অভিনেত্রী মৌনি রায় এবং সুরজ নাম্বিয়ার
একইসঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধেও একহাত নেন অভিনেতা (Nagarjuna slams media for cooking up his comment) ৷ তিনি লেখেন, "আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব দয়া করে গুজবকে সংবাদ হিসাবে পরিবেশন করা থেকে রিরত থাকুন ৷ খবর দিন গুজব নয় ৷" যদিও বহু তেলগু সংবাদ মাধ্যমই দাবি করেছিল, তাঁর পুত্র এবং পুত্রবধূর বিবাহবিচ্ছেদের বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেছিলেন নাগার্জুন ৷