ETV Bharat / sitara

Nagarjuna on Samantha Naga Chaitanya divorce: পুত্রের বিবাহবিচ্ছেদের বিষয়ে সংবাদ মাধ্যমে তাঁর নামে মিথ্যা খবর, দাবি নাগার্জুনের - পুত্র এবং পুত্রবধুর বিবাহবিচ্ছেদের বিষয়ে তাঁর যে মন্তব্য ঘুরছে সংবাদ মাধ্যমে তা মিথ্যা জানালেন নাগার্জুন

পুত্র নাগা চৈতন্য এবং পুত্রবধু সামান্তা রুথ প্রভুর বিবাহবিচ্ছেদ সম্পর্কে তাঁর যে মন্তব্য ঘুরে বেড়াচ্ছে সংবাদ মাধ্যমে, তাকে সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে দাবি করলেন দক্ষিণী অভিনেতা নাগার্জুন (Nagarjuna says media quoting his statement about Samantha & Nagachaitanya is false) ৷

Nagarjuna slams media for cooking up his comment on Samantha-Naga Chaitanya divorce
পুত্র এবং পুত্রবধুর বিবাহবিচ্ছেদের বিষয়ে তাঁর যে মন্তব্য ঘুরছে সংবাদ মাধ্যমে তা মিথ্যা জানালেন নাগার্জুন
author img

By

Published : Jan 28, 2022, 12:44 PM IST

মুম্বই, 28 ডিসেম্বর: তাঁর পুত্র নাগা চৈতন্য এবং পুত্রবধূ সামান্তা রুথ প্রভুর বিবাহবিচ্ছেদের বিষয়ে তাঁর যে মন্তব্য আলোড়ন তুলেছে তা, ‘একবারেই মিথ্যা’, স্পষ্টভাষায় একথা জানিয়ে দিলেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুন ৷ একই সঙ্গে সংবাদ মাধ্য়মকেও ভুয়ো খবর না ছড়ানোর জন্য অনুরোধ করলেন তিনি ৷ 2021 সালের অক্টোবর মাসে নিজেদের বিবাহবিচ্ছেদের কথা স্য়োশাল মিডিয়ার মাধ্যমে সকলকে জানান নাগা চৈতন্য এবং সামান্তা ৷ শেষ হয়ে যায় তাঁদের 5 বছরের দীর্ঘ দাম্পত্যজীবন ৷ তার কয়েক মাস পরেই খবরে দাবি করা হয় এই নিয়ে মুখ খুলেছেন নাগার্জুন ৷

রিপোর্টে বলা হয় যে, নাগার্জুন জানিয়েছেন, সামান্তাই বিবাহ বিচ্ছেদের জন্য চাপ দিতে শুরু করেছিল চৈতন্য নয় ৷ চৈতন্য নিজের পরিবারের মানসম্মান নিয়ে যথেষ্ট চিন্তিত ছিল ৷ সংবাদে এটিকে তাঁর বক্তব্য় বলে দাবি করা হলেও এবার তা একেবারেই মিথ্যা বলে জানালেন দক্ষিণী অভিনেতা ৷ নিজের টুইটার হ্যান্ডেল থেকে তিনি লেখেন," নাগা চৈতন্য এবং সামান্তাকে নিয়ে আমার যে মন্তব্যটি স্য়োশাল মিডিয়ায় এবং ইলেকট্রনিক সংবাদ মাধ্য়মে ঘুরছে তা একেবারেই মিথ্য়া ৷ "

  • The news in social media and electronic media quoting my statement about Samantha & Nagachaitanya is completely false and absolute nonsense!!
    I request media friends to please refrain from posting rumours as news. #GiveNewsNotRumours

    — Nagarjuna Akkineni (@iamnagarjuna) January 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রিয়েল লাইফে জুটি বাঁধলেন অভিনেত্রী মৌনি রায় এবং সুরজ নাম্বিয়ার

একইসঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধেও একহাত নেন অভিনেতা (Nagarjuna slams media for cooking up his comment) ৷ তিনি লেখেন, "আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব দয়া করে গুজবকে সংবাদ হিসাবে পরিবেশন করা থেকে রিরত থাকুন ৷ খবর দিন গুজব নয় ৷" যদিও বহু তেলগু সংবাদ মাধ্যমই দাবি করেছিল, তাঁর পুত্র এবং পুত্রবধূর বিবাহবিচ্ছেদের বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেছিলেন নাগার্জুন ৷

মুম্বই, 28 ডিসেম্বর: তাঁর পুত্র নাগা চৈতন্য এবং পুত্রবধূ সামান্তা রুথ প্রভুর বিবাহবিচ্ছেদের বিষয়ে তাঁর যে মন্তব্য আলোড়ন তুলেছে তা, ‘একবারেই মিথ্যা’, স্পষ্টভাষায় একথা জানিয়ে দিলেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুন ৷ একই সঙ্গে সংবাদ মাধ্য়মকেও ভুয়ো খবর না ছড়ানোর জন্য অনুরোধ করলেন তিনি ৷ 2021 সালের অক্টোবর মাসে নিজেদের বিবাহবিচ্ছেদের কথা স্য়োশাল মিডিয়ার মাধ্যমে সকলকে জানান নাগা চৈতন্য এবং সামান্তা ৷ শেষ হয়ে যায় তাঁদের 5 বছরের দীর্ঘ দাম্পত্যজীবন ৷ তার কয়েক মাস পরেই খবরে দাবি করা হয় এই নিয়ে মুখ খুলেছেন নাগার্জুন ৷

রিপোর্টে বলা হয় যে, নাগার্জুন জানিয়েছেন, সামান্তাই বিবাহ বিচ্ছেদের জন্য চাপ দিতে শুরু করেছিল চৈতন্য নয় ৷ চৈতন্য নিজের পরিবারের মানসম্মান নিয়ে যথেষ্ট চিন্তিত ছিল ৷ সংবাদে এটিকে তাঁর বক্তব্য় বলে দাবি করা হলেও এবার তা একেবারেই মিথ্যা বলে জানালেন দক্ষিণী অভিনেতা ৷ নিজের টুইটার হ্যান্ডেল থেকে তিনি লেখেন," নাগা চৈতন্য এবং সামান্তাকে নিয়ে আমার যে মন্তব্যটি স্য়োশাল মিডিয়ায় এবং ইলেকট্রনিক সংবাদ মাধ্য়মে ঘুরছে তা একেবারেই মিথ্য়া ৷ "

  • The news in social media and electronic media quoting my statement about Samantha & Nagachaitanya is completely false and absolute nonsense!!
    I request media friends to please refrain from posting rumours as news. #GiveNewsNotRumours

    — Nagarjuna Akkineni (@iamnagarjuna) January 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রিয়েল লাইফে জুটি বাঁধলেন অভিনেত্রী মৌনি রায় এবং সুরজ নাম্বিয়ার

একইসঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধেও একহাত নেন অভিনেতা (Nagarjuna slams media for cooking up his comment) ৷ তিনি লেখেন, "আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব দয়া করে গুজবকে সংবাদ হিসাবে পরিবেশন করা থেকে রিরত থাকুন ৷ খবর দিন গুজব নয় ৷" যদিও বহু তেলগু সংবাদ মাধ্যমই দাবি করেছিল, তাঁর পুত্র এবং পুত্রবধূর বিবাহবিচ্ছেদের বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেছিলেন নাগার্জুন ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.