কৃষ্ণনগর, 19 ফেব্রুয়ারি : নিজের মনের ব্য়থা-বেদনা, ভালবাসা সমস্তটাই নিজের শিল্পের মধ্য়ে দিয়ে প্রকাশ একজন শিল্পী ৷ কেউ সুর দিয়ে নিজের মনের কথা পৌঁছে দেন নিজের মনের কথা, কেউ তুলে নেন কলম, কারও হাতে থাকে রং-তুলি, কেউবা আবার মাটিকেই মাধ্য়ম বানিয়ে গড়ে তোলেন মূর্তি ৷ মাত্র দশদিনের ব্য়বধানে তিন কিংবদন্তি শিল্পীকে হারিয়ে মর্মাহত সঙ্গীত জগত ৷ একদিকে যেমন সঙ্গীতপ্রেমীদের কাঁদিয়ে চলে গিয়েছেন লতা মঙ্গেশকর, তেমনই চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন গীতশ্রী সন্ধ্য়া মুখোপাধ্য়ায় এবং ডিস্কো রাজা বাপ্পি লাহিড়ী ৷ এই তিন কিংবদন্তি শিল্পীকে নিজের মত সম্মান জানাতে চেয়েছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মৃৎশিল্পী তথা ভাস্কর সুবীর পাল (Subir Pal makes statue of Sandhya Mukherjee and Bappi Lahiri) ।
সত্তর, আশি অথবা নব্বই দশকে সারা দেশকে মাতিয়ে রাখা এই শিল্পীদের তাঁদের আবক্ষ মৃৎ প্রতিমা নির্মাণ করলেন সুবীর । তিনি বলেন, "আমি ছোটবেলা থেকেই এঁদের গান শুনে বড় হয়েছি । নিজের শিল্পীসত্ত্বার মধ্যে দিয়ে যদি তাঁদের কিছুটা সম্মান জানাতে পারি সেই উদ্দেশ্যেই তাঁদের আবক্ষ মূর্তি তৈরি করা ।" লতা মঙ্গেশকরের সঙ্গে একবার ছোটবেলায় তাঁর একবার দেখা হয়েছিল বলেও জানান শিল্পী ৷ সেসময় সামনে থেকে নিজের তাঁকে কাজ দেখানোর এবং আশীর্বাদ পাওয়ারও সুযোগ পেয়েছিলেন সুবীর ৷
আরও পড়ুন: চম্বলের সঙ্গে বিশেষ আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ছিলেন বাপ্পি লাহিড়ি
যদিও সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বাপ্পি লাহিড়ীর সঙ্গে তাঁর কখনও সাক্ষাৎ হয়নি। সে বিষয়ে আক্ষেপ করে তিনি বলেন, "এমন নক্ষত্র হয়তো আর পৃথিবীতে ফিরে আসবে না । অন্তর থেকে অনেক শ্রদ্ধা জানাই তাঁদের ।"