ETV Bharat / sitara

মুক্তি পেল 'মুখোশ'-এর গান - mukhosh

এই থ্রিলার ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত, পায়েল সরকার, শান্তিলাল মুখার্জি, প্রান্তিক ও অমৃতা হালদার । ছবির সংগীত পরিচালনা করেন নীলাঞ্জন ঘোষ ।

df
dgf
author img

By

Published : Dec 22, 2019, 6:16 PM IST

কলকাতা : মুক্তি পেল অর্ঘ্যদীপ চ্যাটার্জি পরিচালিত 'মুখোশ' ছবির গান । এই থ্রিলার ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত, পায়েল সরকার, শান্তিলাল মুখার্জি, প্রান্তিক ও অমৃতা হালদার । ছবির সংগীত পরিচালনা করেন নীলাঞ্জন ঘোষ ।

এক বোনের তার দিদিকে খোঁজা দিয়ে শুরু হয় 'মুখোশ' ছবির গল্প । এরপর এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয় যা অনেকের জীবনকে তছনছ করে দেয় । অন্যদিকে আবার কিছু মানুষের ভালো মানুষের মুখোশ খুলে যায় ।

চরিত্র সম্পর্কে পায়েল সরকার বলেন, "কার বা কাদের মুখোশ খুলছে সেটা জানার জন্য অবশ্যই ছবিটা দেখতে হবে । ইতিমধ্যেই অনলাইনে ছবির গান মুক্তি পেয়েছে, তা দর্শকদের খুবই ভালো লেগেছে । তিনটে আলাদা ধরনের গান এই ছবিকে অন্য মাত্রা দেবে ।"

ছবির মুক্তি প্রসঙ্গে পরিচালক অর্ঘ্যদীপ বলেন,"থ্রিলার আমার অত্যন্ত পছন্দের একটি সাবজেক্ট । আমি এই ধরনের গল্প লিখতে ভালোবাসি । বাঙালিদের সঙ্গে থ্রিলারের একটা আত্মিক সম্পর্ক রয়েছে । ছবিতে ভালো চরিত্রর পাশাপাশি তাদের কিছু খারাপ চরিত্রও দেখা যাবে । তবে শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে তা জানতে ছবিটা দেখতে হবে । ছবির গানগুলো এমনভাবে সাজানো হয়েছে, যে তিনটে গানের মাধ্যমে দর্শকরা চরিত্রদের অনেকটাই জানতে পারবেন । আর নীলাঞ্জনের সঙ্গে এটা আমার তৃতীয় কাজ ।"

দেখুন ভিডিয়ো

কলকাতা : মুক্তি পেল অর্ঘ্যদীপ চ্যাটার্জি পরিচালিত 'মুখোশ' ছবির গান । এই থ্রিলার ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত, পায়েল সরকার, শান্তিলাল মুখার্জি, প্রান্তিক ও অমৃতা হালদার । ছবির সংগীত পরিচালনা করেন নীলাঞ্জন ঘোষ ।

এক বোনের তার দিদিকে খোঁজা দিয়ে শুরু হয় 'মুখোশ' ছবির গল্প । এরপর এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয় যা অনেকের জীবনকে তছনছ করে দেয় । অন্যদিকে আবার কিছু মানুষের ভালো মানুষের মুখোশ খুলে যায় ।

চরিত্র সম্পর্কে পায়েল সরকার বলেন, "কার বা কাদের মুখোশ খুলছে সেটা জানার জন্য অবশ্যই ছবিটা দেখতে হবে । ইতিমধ্যেই অনলাইনে ছবির গান মুক্তি পেয়েছে, তা দর্শকদের খুবই ভালো লেগেছে । তিনটে আলাদা ধরনের গান এই ছবিকে অন্য মাত্রা দেবে ।"

ছবির মুক্তি প্রসঙ্গে পরিচালক অর্ঘ্যদীপ বলেন,"থ্রিলার আমার অত্যন্ত পছন্দের একটি সাবজেক্ট । আমি এই ধরনের গল্প লিখতে ভালোবাসি । বাঙালিদের সঙ্গে থ্রিলারের একটা আত্মিক সম্পর্ক রয়েছে । ছবিতে ভালো চরিত্রর পাশাপাশি তাদের কিছু খারাপ চরিত্রও দেখা যাবে । তবে শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে তা জানতে ছবিটা দেখতে হবে । ছবির গানগুলো এমনভাবে সাজানো হয়েছে, যে তিনটে গানের মাধ্যমে দর্শকরা চরিত্রদের অনেকটাই জানতে পারবেন । আর নীলাঞ্জনের সঙ্গে এটা আমার তৃতীয় কাজ ।"

দেখুন ভিডিয়ো
Intro:অমিত চক্রবর্তী,কলকাতা: মুক্তি পেল অর্ঘ্যদীপ চ্যাটার্জি পরিচালিত মুখোশ ছবির মিউজিক। মুখোশ ছবির গল্প এক বোনের তার দিদিকে খোঁজা দিয়ে শুরু হলেও, এরপর ঘটনা পরম্পরায় এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হয় যা অনেক মানুষের জীবনকে যেমন তছনছ করে দেয়। অন্যদিকে কিছু মানুষের ভালো মানুষের মুখোশ খুলে যায়। থ্রিলারধর্মী এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রজতাভ দত্ত,পায়েল সরকার,শান্তিলাল মুখার্জি, প্রান্তিক ও নবাগতা অমৃতা হালদার কে। ছবির মুক্তি পেতে বাকি এখনো আরো কিছুদিন,তার আগেই মুক্তি পেল ছবির গান। এদিনের অনুষ্ঠানে ছবির কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন পায়েল সরকার, অমৃত হালদার প্রান্তিক ও ছবির পরিচালক অর্ঘ্যদীপ চ্যাটার্জিসহ ছবির সংগীত পরিচালক নীলাঞ্জন ঘোষ।


Body:থ্রিলার ধর্মী মুখোশ ছবির গল্প এবং তার চরিত্র প্রসঙ্গে অভিনেত্রী পায়েল সরকার জানালেন,"কার বা কাকাদের মুখোশ খুলছে সেটা জানবার জন্য অবশ্যই ছবিটা দেখতে হবে। ইতিমধ্যেই অনলাইনে ছবির গান মুক্তি পেয়েছে সেখান থেকে দর্শকদের ভালো লেগেছে। আর নিরাঞ্জন খুব সুন্দর ভাবেই মুখোশ ছবির জন্য গানগুলোকে সাজিয়েছে। তিনটে আলাদা ধরনের গান এই ছবিকে অন্যমাত্রা দেবে"।

ছবির মুক্তি প্রসঙ্গে পরিচালক অর্ঘ্যদীপ জানান," থ্রিলার আমার অত্যন্ত পছন্দের একটি সাবজেক্ট।আমি এই ধরনের গল্প লিখতে ভালবাসি আর বাঙ্গালীদের সঙ্গে সবসময় থ্রিলারর একটা আত্মিক সম্পর্ক আছে। ছবিতে একদিকে যেমন ভালো চরিত্র দের দেখা যাবে,তেমনি আরেক দিকে কিছু খারাপ চরিত্র দেখা যাবে কিন্তু শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে সেটা অবশ্য ছবিটা দেখলে জানা যাবে। ছবির গানগুলো এমন ভাবে সাজানো হয়েছে, যে তিনটে গানের মাধ্যমে দর্শকরা চরিত্রে অনেকেই জানতে পারবেন। আর নীলাঞ্জন এর সঙ্গে এটা আমার তৃতীয় কাজ"।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.