কলকাতা : মুক্তি পেল অর্ঘ্যদীপ চ্যাটার্জি পরিচালিত 'মুখোশ' ছবির গান । এই থ্রিলার ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত, পায়েল সরকার, শান্তিলাল মুখার্জি, প্রান্তিক ও অমৃতা হালদার । ছবির সংগীত পরিচালনা করেন নীলাঞ্জন ঘোষ ।
এক বোনের তার দিদিকে খোঁজা দিয়ে শুরু হয় 'মুখোশ' ছবির গল্প । এরপর এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয় যা অনেকের জীবনকে তছনছ করে দেয় । অন্যদিকে আবার কিছু মানুষের ভালো মানুষের মুখোশ খুলে যায় ।
চরিত্র সম্পর্কে পায়েল সরকার বলেন, "কার বা কাদের মুখোশ খুলছে সেটা জানার জন্য অবশ্যই ছবিটা দেখতে হবে । ইতিমধ্যেই অনলাইনে ছবির গান মুক্তি পেয়েছে, তা দর্শকদের খুবই ভালো লেগেছে । তিনটে আলাদা ধরনের গান এই ছবিকে অন্য মাত্রা দেবে ।"
ছবির মুক্তি প্রসঙ্গে পরিচালক অর্ঘ্যদীপ বলেন,"থ্রিলার আমার অত্যন্ত পছন্দের একটি সাবজেক্ট । আমি এই ধরনের গল্প লিখতে ভালোবাসি । বাঙালিদের সঙ্গে থ্রিলারের একটা আত্মিক সম্পর্ক রয়েছে । ছবিতে ভালো চরিত্রর পাশাপাশি তাদের কিছু খারাপ চরিত্রও দেখা যাবে । তবে শেষ পর্যন্ত কার মুখোশ খুলবে তা জানতে ছবিটা দেখতে হবে । ছবির গানগুলো এমনভাবে সাজানো হয়েছে, যে তিনটে গানের মাধ্যমে দর্শকরা চরিত্রদের অনেকটাই জানতে পারবেন । আর নীলাঞ্জনের সঙ্গে এটা আমার তৃতীয় কাজ ।"