কলকাতা : মুক্তি পেল লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল ব্যানার্জি পরিচালিত 'সাঁঝবাতি'-র গান । অতনু রায় চৌধুরি প্রযোজিত এই ছবিতে পাওলি দাম ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথমবার অভিনয় করতে চলেছেন দেব । এমনকী, লীনা ও শৈবালের সঙ্গেও প্রথম কাজ করছেন তিনি ।
ছবির গল্প বৃদ্ধ মা বাবার সঙ্গে ছেলের দূরত্বকে কেন্দ্র করে । আর তার সঙ্গেই যুক্ত হয় পুরোনো বাড়ি বেচে দেওয়ার মতো বিষয় । ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ট্রেলার । এবার মুক্তি পেল গান । সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব, পাওলি দাম, অনুপম রায়, লিলি চক্রবর্তী, লীলা গঙ্গোপাধ্যায়, শৈবাল ব্যানার্জি ও অতনু রায় চৌধুরি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
ছবির সংগীত প্রসঙ্গে দেব বলেন, "আজকের এই ব্যস্ততার যুগে আমরা নিজেদের জন্য একটু সময় বার করতে পারছি না । ছবিতে সবার সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে । 'সাঁঝবাতি'-র মতো একটি ছবি তৈরি হয়েছে বলে আমি খুব খুশি । সেখানে আমি অভিনয় করার সুযোগও পেয়েছি ।"
এদিকে 'সাঁঝবাতি' ছবির জন্য দেবকে একেবারেই পছন্দ হয়নি পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়ের । তবে মিউজ়িক লঞ্চ অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, "আমি যদি দেবকে ছবিতে না নিতাম তাহলে নিজেরই খারাপ লাগত । শুটিংয়ের সময় কাজের চাপে বুঝতে পারিনি । কিন্তু অভিনয় করার জন্য আমি ওকে যা যা কিছু বলেছি ও সব করেছে । আমি আর শৈবাল যখন ছবি শেষে প্রিভিউ করতে বসলাম তখন আমাদের দু'জনেরই চোখে জল ছিল । এটাই আমাদের সব থেকে বড় পাওনা ।"