ETV Bharat / sitara

মুক্তি পেল 'সাঁঝবাতি'-র গান - deb in sanjhbati

অতনু রায় চৌধুরি প্রযোজিত এই ছবিতে পাওলি দাম ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথমবার অভিনয় করতে চলেছেন দেব । এমনকী, লীনা ও শৈবালের সঙ্গেও প্রথম কাজ করছেন তিনি ।

gf
dfg
author img

By

Published : Dec 6, 2019, 5:46 PM IST

কলকাতা : মুক্তি পেল লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল ব্যানার্জি পরিচালিত 'সাঁঝবাতি'-র গান । অতনু রায় চৌধুরি প্রযোজিত এই ছবিতে পাওলি দাম ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথমবার অভিনয় করতে চলেছেন দেব । এমনকী, লীনা ও শৈবালের সঙ্গেও প্রথম কাজ করছেন তিনি ।

ছবির গল্প বৃদ্ধ মা বাবার সঙ্গে ছেলের দূরত্বকে কেন্দ্র করে । আর তার সঙ্গেই যুক্ত হয় পুরোনো বাড়ি বেচে দেওয়ার মতো বিষয় । ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ট্রেলার । এবার মুক্তি পেল গান । সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব, পাওলি দাম, অনুপম রায়, লিলি চক্রবর্তী, লীলা গঙ্গোপাধ্যায়, শৈবাল ব্যানার্জি ও অতনু রায় চৌধুরি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ছবির সংগীত প্রসঙ্গে দেব বলেন, "আজকের এই ব্যস্ততার যুগে আমরা নিজেদের জন্য একটু সময় বার করতে পারছি না । ছবিতে সবার সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে । 'সাঁঝবাতি'-র মতো একটি ছবি তৈরি হয়েছে বলে আমি খুব খুশি । সেখানে আমি অভিনয় করার সুযোগও পেয়েছি ।"

এদিকে 'সাঁঝবাতি' ছবির জন্য দেবকে একেবারেই পছন্দ হয়নি পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়ের । তবে মিউজ়িক লঞ্চ অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, "আমি যদি দেবকে ছবিতে না নিতাম তাহলে নিজেরই খারাপ লাগত । শুটিংয়ের সময় কাজের চাপে বুঝতে পারিনি । কিন্তু অভিনয় করার জন্য আমি ওকে যা যা কিছু বলেছি ও সব করেছে । আমি আর শৈবাল যখন ছবি শেষে প্রিভিউ করতে বসলাম তখন আমাদের দু'জনেরই চোখে জল ছিল । এটাই আমাদের সব থেকে বড় পাওনা ।"

দেথুন ভিডিয়ো

কলকাতা : মুক্তি পেল লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল ব্যানার্জি পরিচালিত 'সাঁঝবাতি'-র গান । অতনু রায় চৌধুরি প্রযোজিত এই ছবিতে পাওলি দাম ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথমবার অভিনয় করতে চলেছেন দেব । এমনকী, লীনা ও শৈবালের সঙ্গেও প্রথম কাজ করছেন তিনি ।

ছবির গল্প বৃদ্ধ মা বাবার সঙ্গে ছেলের দূরত্বকে কেন্দ্র করে । আর তার সঙ্গেই যুক্ত হয় পুরোনো বাড়ি বেচে দেওয়ার মতো বিষয় । ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ট্রেলার । এবার মুক্তি পেল গান । সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব, পাওলি দাম, অনুপম রায়, লিলি চক্রবর্তী, লীলা গঙ্গোপাধ্যায়, শৈবাল ব্যানার্জি ও অতনু রায় চৌধুরি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ছবির সংগীত প্রসঙ্গে দেব বলেন, "আজকের এই ব্যস্ততার যুগে আমরা নিজেদের জন্য একটু সময় বার করতে পারছি না । ছবিতে সবার সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে । 'সাঁঝবাতি'-র মতো একটি ছবি তৈরি হয়েছে বলে আমি খুব খুশি । সেখানে আমি অভিনয় করার সুযোগও পেয়েছি ।"

এদিকে 'সাঁঝবাতি' ছবির জন্য দেবকে একেবারেই পছন্দ হয়নি পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়ের । তবে মিউজ়িক লঞ্চ অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, "আমি যদি দেবকে ছবিতে না নিতাম তাহলে নিজেরই খারাপ লাগত । শুটিংয়ের সময় কাজের চাপে বুঝতে পারিনি । কিন্তু অভিনয় করার জন্য আমি ওকে যা যা কিছু বলেছি ও সব করেছে । আমি আর শৈবাল যখন ছবি শেষে প্রিভিউ করতে বসলাম তখন আমাদের দু'জনেরই চোখে জল ছিল । এটাই আমাদের সব থেকে বড় পাওনা ।"

দেথুন ভিডিয়ো
Intro:অমিত চক্রবর্তী,কলকাতা: মুক্তি পেল লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল ব্যানার্জি পরিচালিত সাঁঝবাতি ছবির গান।অতনু রায়চৌধুরী প্রযোজিত এই ছবিতে অনেক কিছুই প্রথমবার ঘটতে চলেছে, যেমন এই প্রথমবার দর্শকরা দেখবেন দেব- পাওলি জুটিকে,এই প্রথমবার সৌমিত্র-দেব একসঙ্গে অভিনয় করলেন,এই প্রথমবার লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল ব্যানার্জি অভিনেতা দেবের সঙ্গে কাজ করলেন। ছবির গল্প বৃদ্ধ বয়সে মা বাবার সঙ্গে ছেলের দূরত্ব কে কেন্দ্র করে। যার সঙ্গে যুক্ত হয় পারিবারিক ঐতিহ্যের সেই বাড়ি কে টিকিয়ে রাখবে না বেচে দেওয়া হবে। ইতিমধ্যেই ছবির ট্রেলার দর্শকরা দেখে ফেলেছেন এবং প্রত্যেকেরই ভালো লেগেছে। গতকাল অনুষ্ঠিত হলো ছবির গ্র্যান্ড মিউজিক লঞ্চ। যেখানে উপস্থিত ছিলেন দেব, পাওলি, অনুপম রায়, লিলি চক্রবর্তী, লীলা গঙ্গোপাধ্যায়,শৈবাল ব্যানার্জি ও অতনু রায় চৌধুরী।


Body:সাঁঝবাতি ছবির সংগীত প্রসঙ্গে দেব জানালেন,"আজকের এই ব্যস্ততার যুগে আমরা নিজেদের জন্য একটু সময় বার করতে পারছি না। আজকে মঞ্চে যারা যারা উপস্থিত ছিলেন এবং যাদের সঙ্গে একটু মন খুলে নাচতে পারলাম তাদের সঙ্গে কাজ করতে খুবই ভালো লেগেছে। আর আমি খুবই খুশি হয়েছি সাঁঝবাতির মতন একটি ছবি তৈরি হয়েছে এবং তাতে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি"।

সাজবাতি ছবিতে যাকে প্রথমে পছন্দ হয়নি পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়ের সেই তিনি ছবি তৈরীর পর গতকাল মিউজিক লঞ্চ অনুষ্ঠানে সে প্রসঙ্গে জানালেন," এই ছবির সঙ্গে আমাদের অ্যাসোসিয়েশন টা খুবই ব্যক্তিগত।কেন না আমাদের প্রত্যেকের জীবনে এমন কেউ না কেউ আছে যাদের আমরা সম্পূর্ণভাবে খেয়াল রাখতে পারি না। আর এখন আমার মনে হচ্ছে আমি যদি দেবকে এই ছবিতে না নিতাম, তাহলে আমার নিজেরই আফসোস হত। শুটিংয়ের সময় কাজের চাপে বুঝতে পারিনি। কিন্তু অভিনয় করার জন্য আমি ওকে যা যা কিছু বলেছি ও সমস্ত কিছু করেছে। এবং আমি আর শৈবাল যখন ছবি শেষে প্রিভিউ করতে বসলাম তখন আমাদের দুজনেরই চোখে জল ছিল। এটাই বোঝায় আমাদের সব থেকে বড় পাওনা"।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.