ETV Bharat / sitara

Aryan Khan : বিচারবিভাগীয় হেফাজতে আরিয়ানরা, কাল শাহরুখ-পুত্রের জামিনের শুনানি

মুক্তি পেলেন না আরিয়ান খান (Aryan Khan) ৷ তিনি, আরবাজ মার্চেন্ট ও মাদক মামলায় (Mumbai Cruise Drugs Case) ধৃত আরও 6 জনকে 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে (Judicial Custody) পাঠাল মুম্বইয়ের আদালত ৷

Mumbai cruise drugs case: Aryan Khan get bail
আরিয়ান খান
author img

By

Published : Oct 7, 2021, 7:08 PM IST

Updated : Oct 7, 2021, 7:41 PM IST

মুম্বই, 7 অক্টোবর: মাদক মামলায় (Mumbai Cruise Drugs Case) আপাতত মুক্তি পেলেন না আরিয়ান খান (Aryan Khan) ৷ তিনি, আরবাজ মার্চেন্ট ও মাদক মামলায় ধৃত আরও 6 জনকে 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে (Judicial Custody) পাঠাল মুম্বইয়ের আদালত ৷ এই মামলার শুনানি এ বার থেকে বিশেষ এনডিপিএস আদালতে হবে বলে জানিয়েছে এসপ্ল্যানেড আদালত ৷ তবে আরিয়ান খানের জামিনের আবেদনের শুনানি আগামিকাল বেলা 11টায় হবে বলে জানিয়েছে ম্যাজিস্ট্রেট কোর্ট ৷ এনসিবিকে সেই সময়ের মধ্যে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে ৷

আজ আদালতে আরিয়ানের আইনজীবী সতীশ মানেশিণ্ডে বলেন, "ওরা নিজেদের ঘরে বা দলবলের সঙ্গে পার্টি করছিল ৷ যদি তাজমহল হোটেলের একটি ঘর থেকে মাদক উদ্ধার হয়, তাহলে হোটেলের সবাই এই চক্রের সঙ্গে জড়িত তা ভাবা ঠিক হবে না ৷" আরিয়ানের দাবি, "আমি শনিবার ক্রুজ টার্মিনালে গিয়েছিলাম, যেখানে আরবাজ ছিল ৷ আমি যেহেতু ওকে চিনি, আমরা একসঙ্গে হেঁটে জাহাজের দিকে যাচ্ছিলাম, তখনই আমাদের ধরা হয় ৷ আমায় জিজ্ঞেস করা হয়, আমার কাছে মাদক আছে কি না ৷ আমি বলি, না ৷ ওরা আমার ব্যাগে তল্লাশি চালায় ৷ এরপর আমার তল্লাশি নেয় ৷ কিন্তু কিছু পায়নি ৷ আরবাজের সঙ্গে আমার বন্ধুত্বের কথা আমি অস্বীকার করছি না ৷ কিন্তু ওর কর্মকাণ্ড সম্পর্কে আমার কোনও ধারণা ছিল না ৷ এনসিবি আমার ফোন থেকে সবকিছু ডাউনলোড করে নিয়েছে ৷ তার উপর ভিত্তি করে আমায় জেরা করেছে ৷ তাতে আমার কোনও অভিযোগ নেই ৷ আমার সব চ্যাট ওদের কাছে আছে ৷ আমি সেগুলি আর বিকৃত করতেও পারব না ৷ এগুলি ফরেনসিককে ইতিমধ্যেই দেওয়া হয়েছে ৷"

আরও পড়ুন: Hrithik Kangana: বলিউডের মাফিয়া পাপ্পুরা আরিয়ানের পাশে, হৃত্বিকের খোলা চিঠিতে বিস্ফোরণ কঙ্গনার

আরিয়ানের এই বক্তব্যই আদালতে তুলে ধরেছেন তাঁর আইনজীবী সতীশ মানেশিণ্ডে ৷ তিনি শাহরুখ-পুত্রের জামিন চেয়ে বলেন, গত 2 রাত এনসিবি আরিয়ানকে জেরাও করেননি ৷ মানেশিণ্ডের দাবি, ওই ক্রুজ পার্টির গ্ল্যামার বাড়াতেই আরিয়ানকে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ আরিয়ানের কথায়, "প্রতীক নামে আমার এক বন্ধু আমায় জানিয়েছিল যে, আমায় ভিভিআইপি হিসেবে ওই পার্টিতে আমন্ত্রণ জানানো হবে ৷ ক্রুজে 1300 জন ছিলেন, কিন্তু 8 জনকে গ্রেফতার করা হল ৷"

আরও পড়ুন: NCB Chief on Aryaan Khan: ফিল্মের কেউ জড়ালেও তদন্ত নিরপেক্ষ হবে, আরিয়ান-কাণ্ডে দাবি এনসিবি প্রধানের

তবে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অনিল সিং আদালতে বলেন, "আদালতের সময় নষ্ট না-করে বলতে চাই যে, আমি আরিয়ানের এনসিবি হেফাজতের দাবি জানাচ্ছি ৷ একজনকে সবার থেকে আলাদা ভাবে দেখা হোক, সেটা আমি চাই না ৷ আমি ওদের সবাইকে একসঙ্গে নিয়ে তদন্ত করতে চাই ৷"

আরও পড়ুন: Aryaan Khan: ক্রুজে মাদক পার্টি থেকে আটক শাহরুখ-পুত্র-সহ 8 জনকে জেরা এনসিবি-র

মুম্বই, 7 অক্টোবর: মাদক মামলায় (Mumbai Cruise Drugs Case) আপাতত মুক্তি পেলেন না আরিয়ান খান (Aryan Khan) ৷ তিনি, আরবাজ মার্চেন্ট ও মাদক মামলায় ধৃত আরও 6 জনকে 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে (Judicial Custody) পাঠাল মুম্বইয়ের আদালত ৷ এই মামলার শুনানি এ বার থেকে বিশেষ এনডিপিএস আদালতে হবে বলে জানিয়েছে এসপ্ল্যানেড আদালত ৷ তবে আরিয়ান খানের জামিনের আবেদনের শুনানি আগামিকাল বেলা 11টায় হবে বলে জানিয়েছে ম্যাজিস্ট্রেট কোর্ট ৷ এনসিবিকে সেই সময়ের মধ্যে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে ৷

আজ আদালতে আরিয়ানের আইনজীবী সতীশ মানেশিণ্ডে বলেন, "ওরা নিজেদের ঘরে বা দলবলের সঙ্গে পার্টি করছিল ৷ যদি তাজমহল হোটেলের একটি ঘর থেকে মাদক উদ্ধার হয়, তাহলে হোটেলের সবাই এই চক্রের সঙ্গে জড়িত তা ভাবা ঠিক হবে না ৷" আরিয়ানের দাবি, "আমি শনিবার ক্রুজ টার্মিনালে গিয়েছিলাম, যেখানে আরবাজ ছিল ৷ আমি যেহেতু ওকে চিনি, আমরা একসঙ্গে হেঁটে জাহাজের দিকে যাচ্ছিলাম, তখনই আমাদের ধরা হয় ৷ আমায় জিজ্ঞেস করা হয়, আমার কাছে মাদক আছে কি না ৷ আমি বলি, না ৷ ওরা আমার ব্যাগে তল্লাশি চালায় ৷ এরপর আমার তল্লাশি নেয় ৷ কিন্তু কিছু পায়নি ৷ আরবাজের সঙ্গে আমার বন্ধুত্বের কথা আমি অস্বীকার করছি না ৷ কিন্তু ওর কর্মকাণ্ড সম্পর্কে আমার কোনও ধারণা ছিল না ৷ এনসিবি আমার ফোন থেকে সবকিছু ডাউনলোড করে নিয়েছে ৷ তার উপর ভিত্তি করে আমায় জেরা করেছে ৷ তাতে আমার কোনও অভিযোগ নেই ৷ আমার সব চ্যাট ওদের কাছে আছে ৷ আমি সেগুলি আর বিকৃত করতেও পারব না ৷ এগুলি ফরেনসিককে ইতিমধ্যেই দেওয়া হয়েছে ৷"

আরও পড়ুন: Hrithik Kangana: বলিউডের মাফিয়া পাপ্পুরা আরিয়ানের পাশে, হৃত্বিকের খোলা চিঠিতে বিস্ফোরণ কঙ্গনার

আরিয়ানের এই বক্তব্যই আদালতে তুলে ধরেছেন তাঁর আইনজীবী সতীশ মানেশিণ্ডে ৷ তিনি শাহরুখ-পুত্রের জামিন চেয়ে বলেন, গত 2 রাত এনসিবি আরিয়ানকে জেরাও করেননি ৷ মানেশিণ্ডের দাবি, ওই ক্রুজ পার্টির গ্ল্যামার বাড়াতেই আরিয়ানকে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ আরিয়ানের কথায়, "প্রতীক নামে আমার এক বন্ধু আমায় জানিয়েছিল যে, আমায় ভিভিআইপি হিসেবে ওই পার্টিতে আমন্ত্রণ জানানো হবে ৷ ক্রুজে 1300 জন ছিলেন, কিন্তু 8 জনকে গ্রেফতার করা হল ৷"

আরও পড়ুন: NCB Chief on Aryaan Khan: ফিল্মের কেউ জড়ালেও তদন্ত নিরপেক্ষ হবে, আরিয়ান-কাণ্ডে দাবি এনসিবি প্রধানের

তবে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অনিল সিং আদালতে বলেন, "আদালতের সময় নষ্ট না-করে বলতে চাই যে, আমি আরিয়ানের এনসিবি হেফাজতের দাবি জানাচ্ছি ৷ একজনকে সবার থেকে আলাদা ভাবে দেখা হোক, সেটা আমি চাই না ৷ আমি ওদের সবাইকে একসঙ্গে নিয়ে তদন্ত করতে চাই ৷"

আরও পড়ুন: Aryaan Khan: ক্রুজে মাদক পার্টি থেকে আটক শাহরুখ-পুত্র-সহ 8 জনকে জেরা এনসিবি-র

Last Updated : Oct 7, 2021, 7:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.