কলকাতা : বাংলা ছবির জগতে জনপ্রিয় মুখ এনা সাহা। ধারাবাহিক ছাড়াও ২১টি বাংলা ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। সেই সঙ্গে কাজ করেছেন দক্ষিণী ছবিতেও। তাঁর একটি তেলুগু এবং দুটি মালয়ালাম ছবি ইতিমধ্যেই মুক্তি পেয়ে গেছে। আগামীকাল মুক্তি পাচ্ছে এনা অভিনীত ছবি 'ভূত চতুর্দশী'। এই ছবির মুক্তির পর একটি লম্বা ছুটি কাটিয়ে এনা প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়বেন তাঁর প্রথম তামিল ছবির প্রচারের কাজে। ETV ভারতের সঙ্গে এনা শেয়ার করলেন তাঁর দক্ষিণী ছবিতে অভিনয়ের অভিজ্ঞতার কথা।
দক্ষিণ ভারতীয় ছবির কনসেপ্টগুলো খুব ভালো হয়। আর সেখানে এনাকে একেবারে রাজকুমারীর মতো ট্রিট করা হয়। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে এনার। তিনি বললেন, "খুব ইন্টারেস্টিং গল্প, একটা থ্রিলার। প্রথমবার তামিল ইন্ডাস্ট্রিতে আমার ছবি রিলিজ় করছে। দেখা যাক কী হয়। আমি খুব এক্সাইটেড।"
আরও পড়ুন : Interview : 'ভূত চতুর্দশী'-র ডেবিউটেন্ট পরিচালক সাব্বির মালিক
তিনি আরও বলেন, "ওখানকার লোকেরা সিনেমাকে পুজো করে। আমাদের এখানকার থেকে অনেকটা আলাদা। এখানকার দর্শক খুব ভালো, কিন্তু এখানে আমরা অনেক ভাষা ব্যবহার করি। এখানে হিন্দি, মারোয়ারি, ইংরেজি, উড়িয়া, বিহারী, সবই আছে। আমরা বাংলার থেকে ইংরেজিতে বেশি কথা বলি অনেক সময়ে। এখানে মিক্স অডিয়েন্স। ওখানে কিন্তু তা নয়। ওখানে ওঁরা ওঁদের ভাষা ছাড়া অন্য কোনও ভাষাকে প্রাধান্য দেয় না। অন্য কোনও ভাষায় কথাও বলে না।"
শুনে নিন এনার বক্তব্য...