ETV Bharat / sitara

'মুক্তধারা'র পর এবার নন্দিতা-শিবুর 'গোত্র'তে নাইজেল - Shiboprasad Mukhopadhyay

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'মুক্তধারা'তে প্রথমবারের জন্য অভিনয় করেছিলেন নাইজেল আকারা। তারপর তাঁকে দেখা গিয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'রাজকাহিনী' বা রাজ চক্রবর্তী পরিচালিত 'যোদ্ধা'-র মতো ছবিতে। এবার ফের নন্দিতা-শিবপ্রসাদের ছবিতে দেখা যাবে তাঁকে। ETV Bharat সিতারাকে সেই খবরই জানাল প্রযোজনা সংস্থা উইন্ডোজ়।

নাইজেল আকারা
author img

By

Published : Jun 24, 2019, 7:34 PM IST

Updated : Jun 25, 2019, 6:03 PM IST

কলকাতা : নাইজেল আকারাকে দেখা যাবে নন্দিতা-শিবপ্রসাদের পরবর্তী ছবি 'গোত্র'-তে। চরিত্রের নাম তারেক আলি। 'গোত্র' দেশের সাম্প্রদায়িক পরিস্থিতির দিকে আঙুল তোলে। এই সামাজিক ও ধর্মীয় পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ছবি।


বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন নাইজেল। এছাড়াও অভিনয় করছেন অনুসূয়া মজুমদার। ছবিটি মুক্তি পাচ্ছে এই বছর অগাস্ট মাসে জন্মাষ্টমীর দিন।

নাইজেল আকারা
ছবির লোগো

সম্প্রতি সুপারহিট হয়েছে 'কণ্ঠ'। এখনও সেই ছবির রেশ কাটেনি দর্শকের। আর তার মধ্যেই এই সুখবর দিলেন নন্দিতা-শিবপ্রসাদ। কথা ছিল 'বেলাশুরু' মুক্তি পাবে আগে। তবে 'গোত্র' ছবির বিষয়বস্তুই এই ছবির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

কলকাতা : নাইজেল আকারাকে দেখা যাবে নন্দিতা-শিবপ্রসাদের পরবর্তী ছবি 'গোত্র'-তে। চরিত্রের নাম তারেক আলি। 'গোত্র' দেশের সাম্প্রদায়িক পরিস্থিতির দিকে আঙুল তোলে। এই সামাজিক ও ধর্মীয় পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ছবি।


বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন নাইজেল। এছাড়াও অভিনয় করছেন অনুসূয়া মজুমদার। ছবিটি মুক্তি পাচ্ছে এই বছর অগাস্ট মাসে জন্মাষ্টমীর দিন।

নাইজেল আকারা
ছবির লোগো

সম্প্রতি সুপারহিট হয়েছে 'কণ্ঠ'। এখনও সেই ছবির রেশ কাটেনি দর্শকের। আর তার মধ্যেই এই সুখবর দিলেন নন্দিতা-শিবপ্রসাদ। কথা ছিল 'বেলাশুরু' মুক্তি পাবে আগে। তবে 'গোত্র' ছবির বিষয়বস্তুই এই ছবির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

Intro:নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি মুক্তধারায় প্রথমবারের মতো অভিনয় করেছিলেন নাইজেল আকারা। তারপর তাকে দেখা গিয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত রাজকাহিনী ছবিতে। এবার ফের নন্দিতা-শিবপ্রসাদের ছবিতে দেখা যাবে তাঁকে। ETV Bharat সিতারাকে সেই খবরই জানালো প্রযোজনা সংস্থা উইন্ডোজ।


Body:নাইজেলকে দেখা যাবে নন্দিতা-শিবপ্রসাদের পরবর্তী ছবি গোত্রতে। চরিত্রের নাম তারক আলি। গোত্র দেশের সাম্প্রদায়িক পরিস্থিতির দিকে আঙ্গুল তোলে। তা অবশ্য নাইজেলের চরিত্রটির নাম দেখলেই বোঝা যায়।




Conclusion:একদিকে তারক, অন্যদিকে আলি। যেন হিন্দু-মুসলমানের মেলবন্ধন। গোত্র ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনুসূয়া মজুমদার। ছবিটি মুক্তি পাচ্ছে এই বছর অগাস্ট মাসে জন্মাষ্টমীর দিন।
Last Updated : Jun 25, 2019, 6:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.