কলকাতা : অরিন্দম শীলের নয়া ছবি 'মায়াকুমারী' এখন টলিপাড়ার পাখির চোখ । এর প্রেক্ষাপট বেশ গবেষণাভিত্তিক । বাংলা ছবির 100 বছরের বিপুল সময়কে বড়পরদায় তুলে ধরতে চলেছেন অরিন্দম । হয়ে গেল ছবির শুভ মহরত । 17 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ছবির শুটিং ।
এখানে মায়াকুমারীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত । তারপর প্রেক্ষাপট চলে আসে এই বর্তমান সময়ে । ছবিতে রয়েছে বিপুল কাস্ট । গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চ্যাটার্জি, রজতাভ দত্ত, ইন্দ্রাশিস আচার্য, ফলক রশিদ রায়, অরুণিমা ঘোষ এবং শুভশ্রী কর। ছবিতে সংগীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ ।