ETV Bharat / sitara

'মায়াকুমারী'র শুভ মহরত ! - undefined

হয়ে গেল 'মায়াকুমারী'-র শুভ মহরত । 17 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ছবির শুটিং ।

gf
dfg
author img

By

Published : Dec 15, 2019, 8:05 PM IST

Updated : Dec 15, 2019, 8:20 PM IST

কলকাতা : অরিন্দম শীলের নয়া ছবি 'মায়াকুমারী' এখন টলিপাড়ার পাখির চোখ । এর প্রেক্ষাপট বেশ গবেষণাভিত্তিক । বাংলা ছবির 100 বছরের বিপুল সময়কে বড়পরদায় তুলে ধরতে চলেছেন অরিন্দম । হয়ে গেল ছবির শুভ মহরত । 17 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ছবির শুটিং ।

f
সৌরসেনী মৈত্র
অরিন্দম এখন পরপর ছবি তৈরি করছেন ক্যামেলিয়া প্রোডাকশনের সঙ্গে । অরিন্দমের পরিচালনায় ক্যামেলিয়া প্রোডাকশনের থেকে পুজোর সময় মুক্তি পেয়েছিল 'মিতিনমাসি'। 'মায়াকুমারী'র প্রযোজকও ক্যামেলিয়ার । 1940-র সময় মায়াকুমারী (ঋতুপর্ণা সেনগুপ্ত) এবং কাননকুমার (আবীর চট্টোপাধ্যায়) রুপোলি পরদা রোমান্টিক জুটি হিসেবে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল । তারপর একদিন মায়াকুমারী অন্তরালে চলে যায় ।
fd
আবির চ্যাটার্জি

এখানে মায়াকুমারীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত । তারপর প্রেক্ষাপট চলে আসে এই বর্তমান সময়ে । ছবিতে রয়েছে বিপুল কাস্ট । গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চ্যাটার্জি, রজতাভ দত্ত, ইন্দ্রাশিস আচার্য, ফলক রশিদ রায়, অরুণিমা ঘোষ এবং শুভশ্রী কর। ছবিতে সংগীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ ।

কলকাতা : অরিন্দম শীলের নয়া ছবি 'মায়াকুমারী' এখন টলিপাড়ার পাখির চোখ । এর প্রেক্ষাপট বেশ গবেষণাভিত্তিক । বাংলা ছবির 100 বছরের বিপুল সময়কে বড়পরদায় তুলে ধরতে চলেছেন অরিন্দম । হয়ে গেল ছবির শুভ মহরত । 17 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ছবির শুটিং ।

f
সৌরসেনী মৈত্র
অরিন্দম এখন পরপর ছবি তৈরি করছেন ক্যামেলিয়া প্রোডাকশনের সঙ্গে । অরিন্দমের পরিচালনায় ক্যামেলিয়া প্রোডাকশনের থেকে পুজোর সময় মুক্তি পেয়েছিল 'মিতিনমাসি'। 'মায়াকুমারী'র প্রযোজকও ক্যামেলিয়ার । 1940-র সময় মায়াকুমারী (ঋতুপর্ণা সেনগুপ্ত) এবং কাননকুমার (আবীর চট্টোপাধ্যায়) রুপোলি পরদা রোমান্টিক জুটি হিসেবে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল । তারপর একদিন মায়াকুমারী অন্তরালে চলে যায় ।
fd
আবির চ্যাটার্জি

এখানে মায়াকুমারীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত । তারপর প্রেক্ষাপট চলে আসে এই বর্তমান সময়ে । ছবিতে রয়েছে বিপুল কাস্ট । গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চ্যাটার্জি, রজতাভ দত্ত, ইন্দ্রাশিস আচার্য, ফলক রশিদ রায়, অরুণিমা ঘোষ এবং শুভশ্রী কর। ছবিতে সংগীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ ।

Intro:অরিন্দম শীলের নয়া ছবি 'মায়াকুমারী' এখন টলিপাড়ার পাখির চোখ। এর প্রেক্ষাপট বেশ গবেষণাভিত্তিক। বাংলা ছবির ১০০ বছরের বিপুল সময়কে বড়পর্দায় তুলে ধরতে চলেছেন অরিন্দম। হয়ে গেল ছবির শুভ মহরত। ১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ছবির শুটিং।


Body:অরিন্দম এখন পরপর ছবি তৈরি করছেন ক্যামেলিয়া প্রোডাকশন্সের সঙ্গে। অরিন্দমের পরিচালনায় ক্যামেলিয়া প্রোডাকশনের থেকে পুজোর সময় মুক্তি পেয়েছিল 'মিতিনমাসি'। 'মায়াকুমারী'র প্রযোজকও ক্যামেলিয়াই। ১৯৪০এর সময় মায়াকুমারী (ঋতুপর্ণা সেনগুপ্ত) এবং কাননকুমার (আবীর চট্টোপাধ্যায়) রুপোলি পর্দার রোমান্টিক জুটি হিসেবে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। তারপর একদিন মায়াকুমারী অন্তরালে চলে যায়। এখানে মায়াকুমারীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত। তারপর প্রেক্ষাপট চলে আসে এই বর্তমান সময়ে। ছবিতে রয়েছে বিপুল কাস্ট। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চ্যাটার্জি, রজতাভ দত্ত, ইন্দ্রাশিস আচার্য, ফলক রশিদ রায়, অরুণিমা ঘোষ এবং শুভশ্রী কর। ছবিতে সংগীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ।


Conclusion:
Last Updated : Dec 15, 2019, 8:20 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.