ETV Bharat / sitara

"মিসেস উওম্যান ইউনিভার্স"-এ তৃতীয় কলকাতার অপ্সরা - mrs woman universe second runner up

"মিসেস উওম্যান অফ দা ইউনিভার্স" বিভাগে তৃতীয় স্থান অধিকারের পাশাপাশি “মিসেস ফোটোজেনিক ফেস’ এবং “মিসেস ই-ভোট”-এর খেতাবও পেয়েছেন অপ্সরা গুহঠাকুরতা ।

ছবি
author img

By

Published : Oct 20, 2019, 7:44 PM IST

Updated : Oct 21, 2019, 8:13 AM IST

কলকাতা : দশদিক সামলাতে হয় তাঁকে । সংসারের পাশাপাশি নিজের ক্যারিয়ার নিয়েও যথেষ্ট সচেতন তিনি । সবটুকুই একাহাতে সামলান । আর ইচ্ছে থাকলেই যে সব কিছু করা সম্ভব সেটাই আরও একবার বুঝিয়ে দিয়েছেন দক্ষিণ কলকাতার বাসিন্দা অপ্সরা গুহঠাকুরতা । ডমিনিকান রিপাবলিকে আয়োজিত "মিসেস উওম্যান অফ দা ইউনিভার্স" বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন তিনি ।

এর আগে ২০১৮ সালে “মিসেস ইন্ডিয়া ইউনিভার্স আর্থ”-এর খেতাব জিতছিলেন অপ্সরা । আর এবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করলেন তিনি । "মিসেস উওম্যান অফ দা ইউনিভার্স" বিভাগে তৃতীয় স্থান অধিকারের পাশাপাশি “মিসেস ফোটোজেনিক ফেস’ এবং “মিসেস ই-ভোট”-এর খেতাবও পেয়েছেন ।

প্রতিযোগিতায় যাওয়ার আগে ETV ভারত সিতারাকে একান্ত সাক্ষাৎকার দিয়েছিলেন অপ্সরা । সেখানে উঠে এসেছিল তাঁর প্রতিযোগিতার প্রস্তুতি থেকে ব্যক্তিগত জীবন সবটাই । জানিয়েছিলেন কীভাবে একা হাতে সব দিক সামলান তিনি ।

ছোটো থেকেই মডেলিংয়ের নেশা ছিল তাঁর । কিন্তু, অভিভাবকদের কথআ মতো আগে পড়াশোনায় মন দিতে হয়েছিল তাঁকে । তবে নিজের স্বপ্নকে কখনও হাতছাড়া হতে দেননি তিনি । বিয়ের পর স্বামীর থেকেও সেই উৎসাহ পেয়েছেন । মডেলিং ছাড়াও তিনি একজন সমাজসেবী ও ব্যবসায়ী ।

প্রতিযোগিতার জন্য অপ্সরা এখন জার্মানিতে । সেখান থেকেই সরাসরি আমাদের সঙ্গে প্রতিযোগিতার অভিজ্ঞতা শেয়ার করে নেন তিনি ।

দেখুন ভিডিয়ো

কলকাতা : দশদিক সামলাতে হয় তাঁকে । সংসারের পাশাপাশি নিজের ক্যারিয়ার নিয়েও যথেষ্ট সচেতন তিনি । সবটুকুই একাহাতে সামলান । আর ইচ্ছে থাকলেই যে সব কিছু করা সম্ভব সেটাই আরও একবার বুঝিয়ে দিয়েছেন দক্ষিণ কলকাতার বাসিন্দা অপ্সরা গুহঠাকুরতা । ডমিনিকান রিপাবলিকে আয়োজিত "মিসেস উওম্যান অফ দা ইউনিভার্স" বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন তিনি ।

এর আগে ২০১৮ সালে “মিসেস ইন্ডিয়া ইউনিভার্স আর্থ”-এর খেতাব জিতছিলেন অপ্সরা । আর এবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করলেন তিনি । "মিসেস উওম্যান অফ দা ইউনিভার্স" বিভাগে তৃতীয় স্থান অধিকারের পাশাপাশি “মিসেস ফোটোজেনিক ফেস’ এবং “মিসেস ই-ভোট”-এর খেতাবও পেয়েছেন ।

প্রতিযোগিতায় যাওয়ার আগে ETV ভারত সিতারাকে একান্ত সাক্ষাৎকার দিয়েছিলেন অপ্সরা । সেখানে উঠে এসেছিল তাঁর প্রতিযোগিতার প্রস্তুতি থেকে ব্যক্তিগত জীবন সবটাই । জানিয়েছিলেন কীভাবে একা হাতে সব দিক সামলান তিনি ।

ছোটো থেকেই মডেলিংয়ের নেশা ছিল তাঁর । কিন্তু, অভিভাবকদের কথআ মতো আগে পড়াশোনায় মন দিতে হয়েছিল তাঁকে । তবে নিজের স্বপ্নকে কখনও হাতছাড়া হতে দেননি তিনি । বিয়ের পর স্বামীর থেকেও সেই উৎসাহ পেয়েছেন । মডেলিং ছাড়াও তিনি একজন সমাজসেবী ও ব্যবসায়ী ।

প্রতিযোগিতার জন্য অপ্সরা এখন জার্মানিতে । সেখান থেকেই সরাসরি আমাদের সঙ্গে প্রতিযোগিতার অভিজ্ঞতা শেয়ার করে নেন তিনি ।

দেখুন ভিডিয়ো
Intro:আন্তর্জাতিক মঞ্চে ভারতবর্ষের নাম উজ্জ্বল করলেন দক্ষিণ কলকাতার বাঙালি বধূ অপ্সরা গুহঠাকুরতা। ডমিনিকান রিপাবলিকে আয়োজিত ওম্যান অফ দি ইউনিভার্সের মিসেস বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন তিনি। সেই সঙ্গে জিতেছেন মিসেস ফোটোজেনিক ও ওম্যান অফ দি ইউনিভার্স ইভোটের মতো সাবটাইটেলের খেতাবও।


Body:প্রতিযোগিতায় যাওয়ার আগে অপ্সরার একটি বিশেষ সাক্ষাৎকার আমরা প্রকাশ করেছিলাম ETV ভারত সিতারায়। সেখানে নিজের সম্পর্কে অনেক কথাই জানিয়েছিলেন তিনি।

অপ্সরা এখন পৌঁছেছেন জার্মানিতে। সেখান থেকে সরাসরি কথা বললেন আমাদের সঙ্গে। ভাগ করে নিলেন তাঁর অভিজ্ঞতার কথাও।




Conclusion:এই প্রথমবার কোনও সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন না অপ্সরা। ২০১৮ সালেই মিসেস ইন্ডিয়া ইউনিভার্স আর্থের মুকুট উঠেছে তাঁর মাথায়। এক সন্তানের জননী, ভারতীয় নৃত্যে পারদর্শী, সমাজসেবী, বিজনেসওম্যান অপ্সরা এভাবেই ভারতের মুখ উজ্জ্বল করুন, আমরা সেই কামনাই করি। এই সাফল্যের জন্য ETV ভারত সিতারার পক্ষ থেকে অনেক অভিনন্দন অপ্সরাকে।
Last Updated : Oct 21, 2019, 8:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.