ETV Bharat / sitara

Mouni Roy To Marry Soon : আবার বিয়ে বলিউডে! চলতি মাসেই গোয়ায় সাত পাকে বাঁধা পড়ছেন মৌনি

প্রাথমিকভাবে দুবাইয়ে হওয়ার কথা থাকলেও সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে পরিকল্পনায় বদল হয়েছে বলে জানিয়েছে দেশের একটি প্রথমসারির সংবাদমাধ্যম ৷ ওয়েডিং ডেস্টিনেশন হিসেবে গোয়াকেই বেছে নিয়েছেন দু'জনে (Mouni and Suraj wedding ceremony will be in Goa) ৷

Mouni Roy To Marry Soon
আবার বিয়ে বলিউডে! চলতি মাসেই গোয়ায় সাত পাকে বাঁধা পড়ছেন মৌনি
author img

By

Published : Jan 12, 2022, 10:43 PM IST

মুম্বই, 12 জানুয়ারি : করোনা আবহে আবারও খুশির খবর বলিউডে ৷ এবার টক অফ দ্য টাউন মৌনি রায় ৷ জল্পনায় সিলমোহর দিয়ে প্রেমিক শিল্পপতি সূরজ নাম্বিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন বাঙালি অভিনেত্রী (Mouni Roy To Tie The Knot With Boyfriend Suraj Nambiar) ৷ আগামী 27 জানুয়ারি সৈকত রাজ্য গোয়ায় বিয়ে সারবেন মৌনি-সূরজ (Mouni and Suraj wedding ceremony will be in Goa) ৷ খবর তেমনই ৷

প্রাথমিকভাবে দুবাইয়ে হওয়ার কথা থাকলেও সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে পরিকল্পনায় বদল হয়েছে বলে জানিয়েছে দেশের একটি প্রথমসারির সংবাদমাধ্যম ৷ ওয়েডিং ডেস্টিনেশন হিসেবে গোয়াকেই বেছে নিয়েছেন দু'জনে ৷ ইতিমধ্যে গোয়ার হোটেলে আমন্ত্রিতরা পৌঁছতে শুরু করেছেন বলেও ওই সংবাদমাধ্যমের রিপোর্টে প্রকাশ ৷

Mouni Roy To Marry Soon
আবার বিয়ে বলিউডে! চলতি মাসেই গোয়ায় সাত পাকে বাঁধা পড়ছেন মৌনি

তবে বলি ডিভার বিবাহ অনুষ্ঠান নিয়ে তেমন কেউ রা কাটছেন না ৷ কোভিড-আবহে বিয়ের অনুষ্ঠানে ভ্যাকসিনেশন সার্টিফিকেট নিয়ে হাজির হওয়ারও নির্দেশিকা রয়েছে ৷ গোয়ার ভাগাতোর সৈকতে সম্প্রতি ব্যাচেলর পার্টিতে মজেছিলেন মৌনি ৷ সেই হোটেলেই অভিনেত্রী বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন বলেই খবর ৷

Mouni Roy To Marry Soon
আবার বিয়ে বলিউডে! চলতি মাসেই গোয়ায় সাত পাকে বাঁধা পড়ছেন মৌনি

আরও পড়ুন : VicKat Wedding : ভাইরাল একাধিক ছবি, কনের সাজে ক্যাটকে দেখতে আকুল আমজনতা

পরিচালক করণ জোহার, একতা কাপুর, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা রয়েছেন আমন্ত্রিতের তালিকায় (Karan Johar, Ekta Kapoor, Manish Malhotra are the confirm guests for the wedding) ৷ অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট অভিনীত আসন্ন 'ব্রহ্মাস্ত্র' ছবিতে দেখা যাবে বাঙালি অভিনেত্রীকে ৷

মুম্বই, 12 জানুয়ারি : করোনা আবহে আবারও খুশির খবর বলিউডে ৷ এবার টক অফ দ্য টাউন মৌনি রায় ৷ জল্পনায় সিলমোহর দিয়ে প্রেমিক শিল্পপতি সূরজ নাম্বিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন বাঙালি অভিনেত্রী (Mouni Roy To Tie The Knot With Boyfriend Suraj Nambiar) ৷ আগামী 27 জানুয়ারি সৈকত রাজ্য গোয়ায় বিয়ে সারবেন মৌনি-সূরজ (Mouni and Suraj wedding ceremony will be in Goa) ৷ খবর তেমনই ৷

প্রাথমিকভাবে দুবাইয়ে হওয়ার কথা থাকলেও সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে পরিকল্পনায় বদল হয়েছে বলে জানিয়েছে দেশের একটি প্রথমসারির সংবাদমাধ্যম ৷ ওয়েডিং ডেস্টিনেশন হিসেবে গোয়াকেই বেছে নিয়েছেন দু'জনে ৷ ইতিমধ্যে গোয়ার হোটেলে আমন্ত্রিতরা পৌঁছতে শুরু করেছেন বলেও ওই সংবাদমাধ্যমের রিপোর্টে প্রকাশ ৷

Mouni Roy To Marry Soon
আবার বিয়ে বলিউডে! চলতি মাসেই গোয়ায় সাত পাকে বাঁধা পড়ছেন মৌনি

তবে বলি ডিভার বিবাহ অনুষ্ঠান নিয়ে তেমন কেউ রা কাটছেন না ৷ কোভিড-আবহে বিয়ের অনুষ্ঠানে ভ্যাকসিনেশন সার্টিফিকেট নিয়ে হাজির হওয়ারও নির্দেশিকা রয়েছে ৷ গোয়ার ভাগাতোর সৈকতে সম্প্রতি ব্যাচেলর পার্টিতে মজেছিলেন মৌনি ৷ সেই হোটেলেই অভিনেত্রী বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন বলেই খবর ৷

Mouni Roy To Marry Soon
আবার বিয়ে বলিউডে! চলতি মাসেই গোয়ায় সাত পাকে বাঁধা পড়ছেন মৌনি

আরও পড়ুন : VicKat Wedding : ভাইরাল একাধিক ছবি, কনের সাজে ক্যাটকে দেখতে আকুল আমজনতা

পরিচালক করণ জোহার, একতা কাপুর, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা রয়েছেন আমন্ত্রিতের তালিকায় (Karan Johar, Ekta Kapoor, Manish Malhotra are the confirm guests for the wedding) ৷ অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট অভিনীত আসন্ন 'ব্রহ্মাস্ত্র' ছবিতে দেখা যাবে বাঙালি অভিনেত্রীকে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.