ETV Bharat / sitara

এক মায়ের চাওয়া পাওয়া নিয়ে তৈরি 'মোনালিসা' - মোনালিসা

ছবির নাম - মোনালিসা, পরিচালনা- সত্যজিৎ দত্ত, গল্প- সত্যজিৎ দত্ত

fg
author img

By

Published : Nov 14, 2019, 10:18 PM IST

একজন গৃহিণীর জীবনের চাওয়া-পাওয়া ও সুখ-দুঃখই হল ছবির মূল বিষয় । গৃহিণীর পাশাপাশি তিনি একজন মা । আর সেই মায়ের জীবনে কথা তুলে ধরা হয়েছে ছবিতে ।

প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপরূপা বন্দ্যোপাধ্যায় । প্রত্যেকটি পরিবারে একজন মা থাকেন যিনি পুরো সংসারটিকে একসূত্রে বেঁধে রাখেন । কিন্তু, সংসারের অন্যদের চাহিদা বা আবদার মেটাতে সে কোথাও কি নিজের চাওয়া পাওয়াগুলোকে একেবারে ভুলে যেতে থাকে ? তার নিজের ইচ্ছেগুলো, ভালোলাগাগুলো কোথাও যেন আটকা পড়ে যায় ।

পরিচালক সত্যজিৎ দত্ত বলেন, "আমি আমার মাকেও দেখেছি তার নিজের শখ-আহ্লাদ দেখিনি । সবসময় মায়ের একটা হাসি মুখ দেখেছি । কিন্তু মায়েদের হাসিমুখের পিছনে যে কত ছোটো ছোটো ত্যাগ, বড় দায়িত্ব ও কষ্ট লুকিয়ে থাকে সেটা বোধহয় আমরা কেউই দেখতে পাই না ।"

ছবির নামকরণ প্রসঙ্গে তিনি বলেন, "লিওনার্দো দা ভিঞ্চির কালজয়ী আঁকা মোনালিসা চিত্রটির থেকে অনুপ্রাণিত হয়ে ছবির নাম রেখেছি 'মোনালিসা'। এখানে মোনালিসা অভিব্যক্তি দেখলে আমরা আজও বুঝতে পারি না যে সে দুঃখিত, না সে আনন্দিত না কি তার মধ্যে কোনও যন্ত্রণা রয়েছে । আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যেন সে মৃদু হাসি মুখ করে রয়েছে । হয়তো এই হাসিমুখের পিছনে লুকিয়ে আছে অনেক যন্ত্রণা, অনেক ত্যাগ । সেটা কেউ কোনও দিন হয়তো জানবে না ।"

দেখুন ভিডিয়ো

একজন গৃহিণীর জীবনের চাওয়া-পাওয়া ও সুখ-দুঃখই হল ছবির মূল বিষয় । গৃহিণীর পাশাপাশি তিনি একজন মা । আর সেই মায়ের জীবনে কথা তুলে ধরা হয়েছে ছবিতে ।

প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপরূপা বন্দ্যোপাধ্যায় । প্রত্যেকটি পরিবারে একজন মা থাকেন যিনি পুরো সংসারটিকে একসূত্রে বেঁধে রাখেন । কিন্তু, সংসারের অন্যদের চাহিদা বা আবদার মেটাতে সে কোথাও কি নিজের চাওয়া পাওয়াগুলোকে একেবারে ভুলে যেতে থাকে ? তার নিজের ইচ্ছেগুলো, ভালোলাগাগুলো কোথাও যেন আটকা পড়ে যায় ।

পরিচালক সত্যজিৎ দত্ত বলেন, "আমি আমার মাকেও দেখেছি তার নিজের শখ-আহ্লাদ দেখিনি । সবসময় মায়ের একটা হাসি মুখ দেখেছি । কিন্তু মায়েদের হাসিমুখের পিছনে যে কত ছোটো ছোটো ত্যাগ, বড় দায়িত্ব ও কষ্ট লুকিয়ে থাকে সেটা বোধহয় আমরা কেউই দেখতে পাই না ।"

ছবির নামকরণ প্রসঙ্গে তিনি বলেন, "লিওনার্দো দা ভিঞ্চির কালজয়ী আঁকা মোনালিসা চিত্রটির থেকে অনুপ্রাণিত হয়ে ছবির নাম রেখেছি 'মোনালিসা'। এখানে মোনালিসা অভিব্যক্তি দেখলে আমরা আজও বুঝতে পারি না যে সে দুঃখিত, না সে আনন্দিত না কি তার মধ্যে কোনও যন্ত্রণা রয়েছে । আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যেন সে মৃদু হাসি মুখ করে রয়েছে । হয়তো এই হাসিমুখের পিছনে লুকিয়ে আছে অনেক যন্ত্রণা, অনেক ত্যাগ । সেটা কেউ কোনও দিন হয়তো জানবে না ।"

দেখুন ভিডিয়ো
Intro:একনজরে ছবিটি

ছবির নাম মোনালিসা
ছবি দৈর্ঘ্য 119 মিনিট
রঙিন ছবি
পরিচালনা সত্যজিৎ দত্ত
গল্প সত্যজিৎ দত্ত
অভিনয় অপরুপা বন্দ্যোপাধ্যায়/দৃপটানশু দত্ত


Body:একজন হোমমেকার বা গৃহিনী যিনি একজন মাও বটে তাঁর জীবনের চাওয়া-পাওয়া, সুখ-দুঃখই হল ছবির মূল উপপাদ্য। একজন মায়ের জীবনের কথা তুলে ধরা হয়েছে এখানে।

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপরুপা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটি পরিবারে একজন মা থাকেন যিনি পুরো সংসারটিকে একসূত্রে বেঁধে রাখেন। কিন্তু সংসারের অন্যান্যদের চাহিদা বা আবদার মেটাতে মেটাতে সে কথাও কি নিজের নারী সত্তা বা নিজের চাওয়া পাওয়া গুলো কে একেবারে ভুলে যেতে থাকে? তার নিজের ইচ্ছেগুলো, ভালোলাগাগুলো কোথাও যেন আটকা পড়ে যায়।

পরিচালক সত্যজিৎ দত্ত বলেন, "আমি আমার মাকেও দেখেছি তার নিজের শখ-আহ্লাদ দেখিনি। সবসময় মায়ের একটা হাসি মুখ দেখেছি। কিন্তু মায়েদের হাসিমুখের পিছনে যে কত ছোট ছোট ত্যাগ, বড় বড় দায়িত্ব ও কষ্ট লুকিয়ে থাকে সেটা বোধহয় আমরা কেউই দেখতে পাইনা।"


Conclusion:ছবির নামকরণের কথা বলতে গিয়ে তিনি বলেন, "ইতালিয়ান রেনেসাঁসের কিংবদন্তি চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির কালজয়ী আঁকা মোনালিসা চিত্রটির থেকে অনুপ্রাণিত হয়ে ছবির নাম মোনালিসা। এখানে মোনালিসা অভিব্যক্তি দেখলে আমরা আজও বুঝতে পারি না যে সে দুঃখিত, না সে আনন্দিত না কি সে কোনও যন্ত্রনায় রয়েছে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যেন সে মৃদু হাসি মুখ করে রয়েছে, কিন্তু হয়তো এই হাসিমুখের পেছনে লুকিয়ে আছে অনেক যন্ত্রণা অনেক ও ত্যাগ। সেটা কেউ কোনও দিন ও হয়তো জানবে না।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.