ETV Bharat / sitara

21 দিনের লকডাউন, পথ কুকুরদের সাহায্য করার আর্জি মিমির - Mimi Chakrabarty latest news

দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী । এই পরিস্থিতিতে অত্যাবশকীয় সামগ্রী ছাড়া বাকি দোকানপাট, রেস্তোরাঁ, হোটেল সব বন্ধ । তাই সবাইকে একটু উদ্যোগ নিয়ে পথ কুকুরদের সাহায্যের আর্জি জানালেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী ।

mimi chakrabarty on street dogs
mimi chakrabarty on street dogs
author img

By

Published : Mar 25, 2020, 10:24 AM IST

কলকাতা : নিজে দুই কুকুরের মা মিমি চক্রবর্তী । হ্য়াঁ, বাড়ির পোষ্যদের তিনি নিজের চারপেয়ে সন্তান বলেই পরিচয় দেন । তবে শুধু বাড়ির কুকুর নয়, পথ কুকুরদের নিয়েও সমান দরদী মিমি । সাংসদ হওয়ার আগে ও পরে তিনি ওই অসহায় কুকুরদের জন্য অনেককিছু ভেবেছেন, করেছেন । সারা দেশ জুড়ে যখন লকডাউন, তখনও তাই মিমি চুপ থাকলেন না । পথকুকুরদের একটু সাহায্য করার আর্জি জানালেন সোশাল মিডিয়ায় ।

বললেন, "আমার একটা ছোট্ট অনুরোধ আছে, সেটা আপনাদের রাখতে বলব । এখন এখটা লকডাউন চলছে । ওষুধের দোকান, মুদিখানার দোকান, সবজীর দোকান এগুলো ছাড়া বেশিরভাগ দোকান বন্ধ । রেস্টুরেন্ট, ফুড স্টল সবই বন্ধ রয়েছে । তাই রাস্তার কুকুরগুলো এইসব রেস্টুরেন্ট বা ফুড স্টল থেকে যে খাবার খেত বা আমরা বাড়ির বাইরে গিয়ে যে খাবার দিয়ে আসতাম, সেগুলো বন্ধ ।"

নব সাংসদের অনুরোধ, বাড়িতে তৈরি খাবার যদি আমরা সবাই সেই পথ কুকুরদের জন্য় একটু এগিয়ে দিই ,তাহলে ওই অসহায় প্রাণীগুলো বেঁচে যায় । যারা তাদের ক্ষুধা-তৃষ্ণা প্রকাশ করতে পারে না তাদের জন্য একটু জল বা একটু খাবারের ব্যবস্থা করার আর্জি মিমির ।

মিমি এটাও জানালেন যে, কুকুরদের মাধ্যমে কোরোনা ছড়ানোর যে খবর রটেছিল তা সম্পূ্র্ণ মিথ্য়ে । বাড়ির পোষ্য়দের মাধ্যমে আমাদের দেহে যেমন কোরোনা আসতে পারে না, তেমনভাবেই আমাদের শরীর থেকে ওদের শরীরেও এই জীবাণু যেতে পারে না, দাবি মিমির । তাই বাড়ির সেই সদস্যটিকে বের করে না দেওয়ার অনুরোধ জানালেন তিনি ।

মিমির এই উদ্যোগে প্রশংসা নেটিজেনদের । দেখে নিন ভিডিয়ো...

কলকাতা : নিজে দুই কুকুরের মা মিমি চক্রবর্তী । হ্য়াঁ, বাড়ির পোষ্যদের তিনি নিজের চারপেয়ে সন্তান বলেই পরিচয় দেন । তবে শুধু বাড়ির কুকুর নয়, পথ কুকুরদের নিয়েও সমান দরদী মিমি । সাংসদ হওয়ার আগে ও পরে তিনি ওই অসহায় কুকুরদের জন্য অনেককিছু ভেবেছেন, করেছেন । সারা দেশ জুড়ে যখন লকডাউন, তখনও তাই মিমি চুপ থাকলেন না । পথকুকুরদের একটু সাহায্য করার আর্জি জানালেন সোশাল মিডিয়ায় ।

বললেন, "আমার একটা ছোট্ট অনুরোধ আছে, সেটা আপনাদের রাখতে বলব । এখন এখটা লকডাউন চলছে । ওষুধের দোকান, মুদিখানার দোকান, সবজীর দোকান এগুলো ছাড়া বেশিরভাগ দোকান বন্ধ । রেস্টুরেন্ট, ফুড স্টল সবই বন্ধ রয়েছে । তাই রাস্তার কুকুরগুলো এইসব রেস্টুরেন্ট বা ফুড স্টল থেকে যে খাবার খেত বা আমরা বাড়ির বাইরে গিয়ে যে খাবার দিয়ে আসতাম, সেগুলো বন্ধ ।"

নব সাংসদের অনুরোধ, বাড়িতে তৈরি খাবার যদি আমরা সবাই সেই পথ কুকুরদের জন্য় একটু এগিয়ে দিই ,তাহলে ওই অসহায় প্রাণীগুলো বেঁচে যায় । যারা তাদের ক্ষুধা-তৃষ্ণা প্রকাশ করতে পারে না তাদের জন্য একটু জল বা একটু খাবারের ব্যবস্থা করার আর্জি মিমির ।

মিমি এটাও জানালেন যে, কুকুরদের মাধ্যমে কোরোনা ছড়ানোর যে খবর রটেছিল তা সম্পূ্র্ণ মিথ্য়ে । বাড়ির পোষ্য়দের মাধ্যমে আমাদের দেহে যেমন কোরোনা আসতে পারে না, তেমনভাবেই আমাদের শরীর থেকে ওদের শরীরেও এই জীবাণু যেতে পারে না, দাবি মিমির । তাই বাড়ির সেই সদস্যটিকে বের করে না দেওয়ার অনুরোধ জানালেন তিনি ।

মিমির এই উদ্যোগে প্রশংসা নেটিজেনদের । দেখে নিন ভিডিয়ো...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.