ETV Bharat / sitara

6 জুলাই থেকে শুরু 'SOS কলকাতা'-র শুটিং - nusrat jahan

6 জুলাই থেকে শুরু হচ্ছে 'SOS কলকাতা'-র শুটিং । মুখ্য চরিত্রে অভিনয় করছেন দুই তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহান ।

sdf
df
author img

By

Published : Jul 1, 2020, 10:40 PM IST

কলকাতা : ছবির নাম 'SOS কলকাতা'। প্রযোজনায় এনা সাহা । মুখ্য চরিত্রে অভিনয় করছেন দুই তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহান । রয়েছেন যশ দাশগুপ্তও । পরিচালনায় আয়ুষ্মান প্রত্যুষ । সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি । ছবির কেন্দ্রবিন্দু সন্ত্রাসবাদ । 6 জুলাই থেকে শুরু হচ্ছে ছবির শুটিং । কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং হবে । উত্তরবঙ্গেও শুটিং হওয়ার কথা রয়েছে ।

ধারাবাহিকের শুটিং শুরু হয়ে গিয়েছে 11 জুন থেকে । 15 জুন থেকে শুরু হয়েছে নতুন এপিসোডের সম্প্রচার । ফিল্ম এবং ওয়েব সিরিজ়ও ধীরে ধীরে শুরু করছে শুটিংয়ের কাজ । বাংলা বিনোদন জগতের বড় বড় তারকারাও শুটিং ফ্লোরে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন । আর তার মাঝেই 6 জুলাই থেকে শুরু হচ্ছে এই ছবির শুটিং ।

asd
.

ছবি প্রসঙ্গে নানা কথা ETV ভারতের সঙ্গে ভাগ করে নিলেন যশ । তিনি বলেন, "সন্ত্রাসবাদ নিয়ে তৈরি হচ্ছে ছবিটি । রয়েছে বোম ব্লাস্টের দৃশ্যও ।"

কোথায় কোথায় শুটিং হবে তা নিয়েও কথা বলেন যশ । বলেন, "অনেকগুলো লোকেশনে শুটিং হবে । সবই কলকাতার মধ্যে । ফ্লোর ও রাস্তা সব জায়গাতেই শুটিং হবে । অনুমতির উপর অনেক কিছু নির্ভর করছে । এখন তো অনেক নতুন নিয়ম চালু হয়েছে । নর্থ বেঙ্গলেও আমাদের শুটিং হওয়ার কথা আছে । এখনই কনফার্ম করতে পারছি না । আমরা জানি না সেখানে অনুমতি পাব কি না ।"

এই ছবিতে অ্যান্টি টেররিস্ট স্কয়্যাডের একজন অফিসারের চরিত্রে দেখা যাবে যশকে । এই চরিত্রটিতে নিজেকে মানানসই করে তুলতে 8 কেজি ওজন কমিয়েছেন তিনি । বাংলা ছবির ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ।

হিন্দি ছবি 'বেবি' কিংবা 'উরি' যে ধরনের ছবি, 'SOS কলকাতা'-ও সেই ঘরানার ছবি হতে চলেছে । আজকের প্রজন্মের জন্য উপযুক্ত একটি বিষয়বস্তুকে তুলে আনা হয়েছে এই ছবির মাধ্যমে । যশ, মিমি, নুসরত ছাড়াও ছবিতে অভিনয় করতে চলেছেন প্রযোজক এনা সাহা নিজে । এছাড়াও থাকবেন শান্তিলাল মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, রূপা ভট্টাচার্যর মতো তারকারা । "আমরা চেষ্টা করছি নতুন কিছু করার", একথা বলেন যশ ।

কলকাতা : ছবির নাম 'SOS কলকাতা'। প্রযোজনায় এনা সাহা । মুখ্য চরিত্রে অভিনয় করছেন দুই তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহান । রয়েছেন যশ দাশগুপ্তও । পরিচালনায় আয়ুষ্মান প্রত্যুষ । সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি । ছবির কেন্দ্রবিন্দু সন্ত্রাসবাদ । 6 জুলাই থেকে শুরু হচ্ছে ছবির শুটিং । কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং হবে । উত্তরবঙ্গেও শুটিং হওয়ার কথা রয়েছে ।

ধারাবাহিকের শুটিং শুরু হয়ে গিয়েছে 11 জুন থেকে । 15 জুন থেকে শুরু হয়েছে নতুন এপিসোডের সম্প্রচার । ফিল্ম এবং ওয়েব সিরিজ়ও ধীরে ধীরে শুরু করছে শুটিংয়ের কাজ । বাংলা বিনোদন জগতের বড় বড় তারকারাও শুটিং ফ্লোরে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন । আর তার মাঝেই 6 জুলাই থেকে শুরু হচ্ছে এই ছবির শুটিং ।

asd
.

ছবি প্রসঙ্গে নানা কথা ETV ভারতের সঙ্গে ভাগ করে নিলেন যশ । তিনি বলেন, "সন্ত্রাসবাদ নিয়ে তৈরি হচ্ছে ছবিটি । রয়েছে বোম ব্লাস্টের দৃশ্যও ।"

কোথায় কোথায় শুটিং হবে তা নিয়েও কথা বলেন যশ । বলেন, "অনেকগুলো লোকেশনে শুটিং হবে । সবই কলকাতার মধ্যে । ফ্লোর ও রাস্তা সব জায়গাতেই শুটিং হবে । অনুমতির উপর অনেক কিছু নির্ভর করছে । এখন তো অনেক নতুন নিয়ম চালু হয়েছে । নর্থ বেঙ্গলেও আমাদের শুটিং হওয়ার কথা আছে । এখনই কনফার্ম করতে পারছি না । আমরা জানি না সেখানে অনুমতি পাব কি না ।"

এই ছবিতে অ্যান্টি টেররিস্ট স্কয়্যাডের একজন অফিসারের চরিত্রে দেখা যাবে যশকে । এই চরিত্রটিতে নিজেকে মানানসই করে তুলতে 8 কেজি ওজন কমিয়েছেন তিনি । বাংলা ছবির ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ।

হিন্দি ছবি 'বেবি' কিংবা 'উরি' যে ধরনের ছবি, 'SOS কলকাতা'-ও সেই ঘরানার ছবি হতে চলেছে । আজকের প্রজন্মের জন্য উপযুক্ত একটি বিষয়বস্তুকে তুলে আনা হয়েছে এই ছবির মাধ্যমে । যশ, মিমি, নুসরত ছাড়াও ছবিতে অভিনয় করতে চলেছেন প্রযোজক এনা সাহা নিজে । এছাড়াও থাকবেন শান্তিলাল মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, রূপা ভট্টাচার্যর মতো তারকারা । "আমরা চেষ্টা করছি নতুন কিছু করার", একথা বলেন যশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.