ETV Bharat / sitara

হোয়াটসঅ্যাপে প্রেসক্রিপশন পাঠালেই বাড়িতে পৌঁছে যাবে ওষুধ, নতুন উদ্যোগ মিমির

সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর নতুন ও অভিনব উদ্যোগ । লকডাউনে বাড়ি থেকে বেরোনোর প্রয়োজন কমাতে একেবারে দোরগোড়ায় ওষুধ পৌঁছে দেওয়ার পদক্ষেপ মিমির ।

mimi chakrabarty initiative in corona days
mimi chakrabarty initiative in corona days
author img

By

Published : Apr 1, 2020, 2:42 PM IST

কলকাতা : লকডাউনে বাড়িতে থাকার কথা বলা হচ্ছে সব জায়গায় । কিন্তু এমন কিছু প্রয়োজন আছে, যেগুলোর জন্য বাইরে বেরোতে বাধ্য হন সাধারণ মানুষ । ওষুধ তার মধ্যে অন্যতম । এবার সেই প্রয়োজন কমাতে উদ্যোগ নিলেন মিমি চক্রবর্তী । হোয়াটসঅ্যাপের মাধ্য়মে প্রেসক্রিপশন পাঠিয়ে দিলেই বাড়ির দোরগোড়ায় মিলবে ওষুধ, জানালেন অভিনেত্রী-সাংসদ ।

মিমি তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেছেন একটি বিজ্ঞপ্তি । সেখানে একটি নম্বর দেওয়া রয়েছে । নম্বরটিতে প্রেস্ক্রিপশন পাঠিয়ে দিলে এক সাংসদ প্রতিনিধি বাড়ি গিয়ে পৌঁছে দেবে ওষুধ । এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে বলেও উল্লেখ করা সেই বিজ্ঞপ্তিতে ।

পাটুলি, গড়িয়া, সোনারপুর, নরেন্দ্রপুর সংলগ্ন এলাকায় মিলবে এই পরিষেবা । মিমির এই উদ্যোগে সামিল হওয়ার জন্য স্বেচ্ছাসেবীরাও যোগাযোগ করতে পারেন সেই একই নম্বরে, এমনটাও উল্লেখ করা সেখানে ।

mimi chakrabarty initiative in corona days
সৌজন্যে মিমির ইনস্টাস্টোরি

কয়েকদিন আগে পথকুকুরদের জন্য খাবার ব্যবস্থা করার আর্জি জানান মিমি । তিনি নিজেও মাস্ক পরে রাত্তিরবেলা কুকুরদের খাওয়াচ্ছেন প্রতিদিন, শেয়ার করেছিলেন ভিডিয়ো । এবার তাঁর উদ্যোগ অসহায় মানুষদের জন্য, যাদের হয়তো ওষুধ ছাড়া চলে না, বিশেষ করে বয়স্ক মানুষরা, যাঁরা ওষুধ নির্ভর জীবন কাটান ।

সাংসদের এই উদ্য়োগে খুশি তাঁর কেন্দ্রের মানুষজন ।

কলকাতা : লকডাউনে বাড়িতে থাকার কথা বলা হচ্ছে সব জায়গায় । কিন্তু এমন কিছু প্রয়োজন আছে, যেগুলোর জন্য বাইরে বেরোতে বাধ্য হন সাধারণ মানুষ । ওষুধ তার মধ্যে অন্যতম । এবার সেই প্রয়োজন কমাতে উদ্যোগ নিলেন মিমি চক্রবর্তী । হোয়াটসঅ্যাপের মাধ্য়মে প্রেসক্রিপশন পাঠিয়ে দিলেই বাড়ির দোরগোড়ায় মিলবে ওষুধ, জানালেন অভিনেত্রী-সাংসদ ।

মিমি তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেছেন একটি বিজ্ঞপ্তি । সেখানে একটি নম্বর দেওয়া রয়েছে । নম্বরটিতে প্রেস্ক্রিপশন পাঠিয়ে দিলে এক সাংসদ প্রতিনিধি বাড়ি গিয়ে পৌঁছে দেবে ওষুধ । এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে বলেও উল্লেখ করা সেই বিজ্ঞপ্তিতে ।

পাটুলি, গড়িয়া, সোনারপুর, নরেন্দ্রপুর সংলগ্ন এলাকায় মিলবে এই পরিষেবা । মিমির এই উদ্যোগে সামিল হওয়ার জন্য স্বেচ্ছাসেবীরাও যোগাযোগ করতে পারেন সেই একই নম্বরে, এমনটাও উল্লেখ করা সেখানে ।

mimi chakrabarty initiative in corona days
সৌজন্যে মিমির ইনস্টাস্টোরি

কয়েকদিন আগে পথকুকুরদের জন্য খাবার ব্যবস্থা করার আর্জি জানান মিমি । তিনি নিজেও মাস্ক পরে রাত্তিরবেলা কুকুরদের খাওয়াচ্ছেন প্রতিদিন, শেয়ার করেছিলেন ভিডিয়ো । এবার তাঁর উদ্যোগ অসহায় মানুষদের জন্য, যাদের হয়তো ওষুধ ছাড়া চলে না, বিশেষ করে বয়স্ক মানুষরা, যাঁরা ওষুধ নির্ভর জীবন কাটান ।

সাংসদের এই উদ্য়োগে খুশি তাঁর কেন্দ্রের মানুষজন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.