কলকাতা : সরকারি অনুষ্ঠানে ধর্মীয় স্লোগান দেওয়ার বিতর্ক এখনও চলছে । নেতাজির জন্মজয়ন্তীর দিন কলকাতায় হয়ে যাওয়া মোদি-মমতা সংঘাত জায়গা করে নিয়েছে সর্বভারতীয় স্তরে । এবার আরও একটি বিতর্ক দানা বাঁধছে, সেটা দূষণ সম্পর্কিত ।
ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি জাতীয় হেরিটেজ ভবন । অনেক নিয়মকানন মেনে সেখানে প্রবেশ করতে হয় । কিন্তু এহেন হেরিটেজেই যত্রতত্র পড়ে রয়েছে খাবারের বাক্স, প্লাস্টিকের প্যাকেট সহ নানা আবর্জনা । সৌজন্যে নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠান ।
এই দেখেই সোশাল মিডিয়ায় সরব মিমি চক্রবর্তী । তিনি প্রশ্ন তুলেছেন, "যখন আপনারা জাতীয় হেরিটেজে একটি অনুষ্ঠানের আয়োজন করছেন, তখন অনুষ্ঠান শেষে জায়গাটা পরিষ্কার করে যাচ্ছেন না কেন ? এটাকে দায়িত্ববোধ বলে ।"
তিনি আরও লিখেছেন, "আমি যতদূর জানি, ভিক্টোরিয়া মেমোরিয়ালে খাবার নিয়ে ঢোকা যায় না । আপনারা শাসকদল বলে কি সমস্ত নিয়ম ভাঙার অধিকার পেয়ে গেছেন ?"
দেখে নিন মিমির পোস্ট..
-
If you are organising a programme take that initiative to clean the national heritage too when you are done.This is called being responsible.All i knew getting food inside Victoria memorial is not allowed but only bcoz u are you rules can be broken right?? pic.twitter.com/v4iD1JI51Y
— Mimssi (@mimichakraborty) January 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">If you are organising a programme take that initiative to clean the national heritage too when you are done.This is called being responsible.All i knew getting food inside Victoria memorial is not allowed but only bcoz u are you rules can be broken right?? pic.twitter.com/v4iD1JI51Y
— Mimssi (@mimichakraborty) January 25, 2021If you are organising a programme take that initiative to clean the national heritage too when you are done.This is called being responsible.All i knew getting food inside Victoria memorial is not allowed but only bcoz u are you rules can be broken right?? pic.twitter.com/v4iD1JI51Y
— Mimssi (@mimichakraborty) January 25, 2021
তবে মিমি এটাও স্মরণ করিয়ে দিয়েছেন যে, তাঁর এই মন্তব্য নিয়ে যেন রাজনীতি করা না হয় । মিমির এই পোস্ট শুধুমাত্র প্রাকৃতিক দূষণের বিষয়, যে ক্ষতিটা হয়তো আটকানো যেত ।