কলকাতা : লকডাউনে সবাই বাড়িতে । চারিদিকে একটা আশঙ্কার পরিবেশ, একটা চাপা উদ্বেগ । আর এর মধ্যেই পয়লা বৈশাখ এসে দরজায় কড়া নাড়ছে । তবে সেটা সেলিব্রেট করার মতো সুযোগ বা মানসিকতা নেই কারও । কী উপায় ? ভার্চুয়াল দুনিয়াতেই হবে উদযাপন । দেখালেন মিমি ।
মিমি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন । সাদা টি-শার্টে বেশ ফ্রেশ লাগছে তাঁকে । ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "ওয়েটিং ফর বাংলা নিউ ইয়ার । আর প্ল্যান ?"
এই লিখে, মোবাইলের ইমোজি সেকশনে যতরকম খাবারের ইমোজি রয়েছে সব শেয়ার করেছেন অভিনেত্রী । লকডাউনে এর থেকে ভালো সেলিব্রেশন আর কী হতে পারে ? বাস্তবে না হোক, ভার্চুয়ালি তো জমিয়ে পেটপুজো হবে সবার...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন মিমি । তা সত্ত্বেও নিজের লোকসভা কেন্দ্র যাদবপুরের যাবতীয় কাজ সারছেন তিনি । ব্যবস্থা করেছেন বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দেওয়ার, বিলিয়েছেন স্যানিটাইজ়ার-মাস্ক, ভাইরাল চা-কাকুর বাড়ি পৌঁছে দিয়েছেন চা সহ অন্যান্য সামগ্রী ।