কলকাতা : লন্ডন থেকে ফেরার পথে এয়ারপোর্টে বিনা মাস্কে দেখা গেছিল মিমি চক্রবর্তীকে । সেই থেকে প্রশ্নের সূত্রপাত । এরপর নেটিজেনরা সন্দেহ করেন যে, তিনি কি আদৌ এয়ারপোর্টে স্ক্যানিং করিয়েছেন ? কয়েকটি সংবাদমাধ্যম এই নিয়ে খবরও তৈরি করে । কিন্তু, সত্যিটা কী ? নিজেই খোলসা করলেন মিমি ।
ইনস্টাগ্রামে ভিডিয়ো শেয়ার করে মিমি জানালেন যে, "আমি সাংসদ বা অভিনেত্রী মানে এটা নয় যে, আমার সংক্রমণ হতে পারে না ।" তিনি এটাও জানালেন যে, সমস্ত প্রক্রিয়া মেনে সঠিক পদ্ধতিতে স্ক্যানিং করা হয়েছে তাঁর ।
স্ক্যানিং করার পর মিনিস্ট্রি অফ হেল্থ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের সার্টিফিকেটও দেখালেন মিমি । সেখানে পরিষ্কার করে লেখা আছে যে, সর্দি, কাশি বা জ্বর কোনওটাই হয়নি তাঁর । কোরোনার কোনও উপসর্গ তখনও অবধি দেখা যায়নি তাঁর শরীরে ।
জনস্বার্থে সাংসদ মিমির সতর্কবার্তা, "এখন লক্ষ লক্ষ মানুষ বাড়িতে রয়েছেন । তাদের একমাত্র ভরসা সংবাদমাধ্যমগুলো । তাই দয়া করে গুজব ছড়াবেন না । আপনারা কি দেখেছেন আমি স্ক্যান করিয়েছি কি না ?"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
জিতের সঙ্গে 'বাজি' ছবির শুটিং অসমাপ্ত রেখেই লন্ডন থেকে দেশে ফিরেছেন মিমি । আপাতত সেল্ফ কোয়ারেন্টাইনে আছেন তাঁরা দু'জনেই । টানা 14 দিন থাকবেন আইসোলেশনে ।