ETV Bharat / sitara

নতুন গ্যাজেট হাতে পেয়ে হাসি থামছে না মিমির - Mimi chakrabarty social media

নতুন গ্যাজেট হাতে পেয়ে হাসি থামছে না মিমি চক্রবর্তীর । কী সেই বস্তু ?

Mimi chakrabarty new gadget
Mimi chakrabarty new gadget
author img

By

Published : Jan 30, 2021, 1:21 PM IST

Updated : Jan 30, 2021, 1:45 PM IST

কলকাতা : অভিনয়ের পাশাপাশি গানও করেন মিমি চক্রবর্তী । নিজের ইউটিউব চ্যানেলে একাধিক মিউজ়িক ভিডিয়ো আপলোড করেছেন তিনি, যেগুলো তাঁর নিজের গাওয়া । একটি মাইক হাতে পেয়ে তাই গান না করে থাকতে পারলেন না মিমি ।

একটি কর্ডলেস মাইক কিনেছেন মিমি । গোলাপি রঙের সেই মাইক হাতে নিয়ে হাসি আর ধরছে না তাঁর ।

নতুন গ্যাজেট পেয়েই নিজের গাওয়া একটি গান গেয়ে ফেললেন মিমি । 'মন জানে না' ছবিতে তাঁরই প্লেব্যাক করা গান 'কেন যে তোকে' গাইলেন মিমি । দু'লাইন গেয়েই হেসে ফেললেন তিনি, তাই গান আর কন্টিনিউ করা গেল না ।

দেখে নিন সেই ভিডিয়ো...

কলকাতা : অভিনয়ের পাশাপাশি গানও করেন মিমি চক্রবর্তী । নিজের ইউটিউব চ্যানেলে একাধিক মিউজ়িক ভিডিয়ো আপলোড করেছেন তিনি, যেগুলো তাঁর নিজের গাওয়া । একটি মাইক হাতে পেয়ে তাই গান না করে থাকতে পারলেন না মিমি ।

একটি কর্ডলেস মাইক কিনেছেন মিমি । গোলাপি রঙের সেই মাইক হাতে নিয়ে হাসি আর ধরছে না তাঁর ।

নতুন গ্যাজেট পেয়েই নিজের গাওয়া একটি গান গেয়ে ফেললেন মিমি । 'মন জানে না' ছবিতে তাঁরই প্লেব্যাক করা গান 'কেন যে তোকে' গাইলেন মিমি । দু'লাইন গেয়েই হেসে ফেললেন তিনি, তাই গান আর কন্টিনিউ করা গেল না ।

দেখে নিন সেই ভিডিয়ো...

Last Updated : Jan 30, 2021, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.