ETV Bharat / sitara

এবার সিনেমা হলে 100 শতাংশ দর্শক, ঘোষণা মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Jan 8, 2021, 6:27 PM IST

এই অনুষ্ঠানে সিনেমা হলের আসন সংখ্যা প্রসঙ্গে তিনি বলেন, "কোরোনা পরিস্থিতির জেরে হলের দর্শক আসন 50 থেকে বাড়িয়ে 100 শতাংশ করা হল । তবে মাস্ক ও স্যানিটাইজ়ার বাধ্যতামূলক । একটা শো হয়ে যাওয়ার পর হল স্যানিটাইজ় করতে হবে ।"

োে্
োে্

কলকাতা, 8 জানুয়ারি : কোরোনা পরিস্থিতির মধ্যে সংক্রমণ ঠেকাতে সিনেমা হলে আসন সংখ্যার 50 শতাংশ পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছিল । তবে এখন থেকে 100 শতাংশ আসনে বসতে পারবেন দর্শকরা । 26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে আজ একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

নবান্ন সভাঘর থেকে আজ বিকেলে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয় । উপস্থিত ছিলেন টলিউডের একাধিক প্রথম সারির তারকারা । অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরমব্রত চ্যাটার্জি ও জুন মালিয়া । এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড পরিচালক অনুভব সিনহা । তবে সশরীরে অনুষ্ঠানে যোগ দিতে না পারলেও ভার্চুয়াল মাধ্যমে মুম্বই থেকে যোগ দিয়েছিলেন শাহরুখ খান ।

50 শতাংশ নয়, 100 শতাংশ দর্শক নিয়ে এবার থেকে সিনেমা দেখানো হবে বলে আজ এই অনুষ্ঠানে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "কোরোনা পরিস্থিতির জেরে হলের 50 শতাংশ আসনে দর্শকরা বসতে পারতেন । এবার 100 শতাংশে আসনেই বসার ব্যবস্থা করা হল । তবে মাস্ক ও স্যানিটাইজ়ার বাধ্যতামূলক । একটা শো হয়ে যাওয়ার পর হল স্যানিটাইজ় করতে হবে ।"

সিনেমা হলে এবার থেকে 100 শতাংশ আসনেই দর্শক

এরপর তারকাদের উদ্দেশে তিনি বলেন, "কোরোনার জন্য তারকারা কয়েকটা দিন পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ পেয়েছেন । তা না হলে তো প্রতিটাদিনই কাজ করতে হয় । যে কোনও পরিস্থিতির মধ্যেই কাজ করতে হয় সবাইকে । কখনও সারা রাত শুটিং চলে ।"

তবে কোরোনা পরিস্থিতির মধ্যে এবার ছোটো করে চলচ্চিত্র উৎসব পালন করা হচ্ছে । মাত্র আটটি হলে সিনেমা দেখানো হবে । পাশাপাশি ই টিকিটের ব্যবস্থাও থাকছে । এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "এবার চলচ্চিত্র উৎসব ছোটো করে করা হচ্ছে ঠিকই । কিন্তু, আমরা করতে তো পারছি । অনেকে তো করতেই পারেননি । আসলে অনেকে করার সাহসই পাননি ।"

খুব শীঘ্রই টলিউড বিশ্বে এক নম্বরে হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "আজ অথবা আগামীদিনে বাণিজ্য়িক বিনিয়োগে এক নম্বর গেটওয়ে হতে চলেছে বাংলা । তাই সিনেমা এর বাইরে থাকতে পারে না । খুব শীঘ্রই হলিউড ও বলিউডকে পাল্লা দিয়ে গোটা বিশ্বে টলিউডই এক নম্বরে থাকবে বলে আমার বিশ্বাস ।" আর এই অনুষ্ঠানেও উপস্থিত সব অতিথিকে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে নেওয়ার অনুরোধ করেন তিনি ।

কলকাতা, 8 জানুয়ারি : কোরোনা পরিস্থিতির মধ্যে সংক্রমণ ঠেকাতে সিনেমা হলে আসন সংখ্যার 50 শতাংশ পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছিল । তবে এখন থেকে 100 শতাংশ আসনে বসতে পারবেন দর্শকরা । 26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে আজ একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

নবান্ন সভাঘর থেকে আজ বিকেলে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয় । উপস্থিত ছিলেন টলিউডের একাধিক প্রথম সারির তারকারা । অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরমব্রত চ্যাটার্জি ও জুন মালিয়া । এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড পরিচালক অনুভব সিনহা । তবে সশরীরে অনুষ্ঠানে যোগ দিতে না পারলেও ভার্চুয়াল মাধ্যমে মুম্বই থেকে যোগ দিয়েছিলেন শাহরুখ খান ।

50 শতাংশ নয়, 100 শতাংশ দর্শক নিয়ে এবার থেকে সিনেমা দেখানো হবে বলে আজ এই অনুষ্ঠানে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "কোরোনা পরিস্থিতির জেরে হলের 50 শতাংশ আসনে দর্শকরা বসতে পারতেন । এবার 100 শতাংশে আসনেই বসার ব্যবস্থা করা হল । তবে মাস্ক ও স্যানিটাইজ়ার বাধ্যতামূলক । একটা শো হয়ে যাওয়ার পর হল স্যানিটাইজ় করতে হবে ।"

সিনেমা হলে এবার থেকে 100 শতাংশ আসনেই দর্শক

এরপর তারকাদের উদ্দেশে তিনি বলেন, "কোরোনার জন্য তারকারা কয়েকটা দিন পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ পেয়েছেন । তা না হলে তো প্রতিটাদিনই কাজ করতে হয় । যে কোনও পরিস্থিতির মধ্যেই কাজ করতে হয় সবাইকে । কখনও সারা রাত শুটিং চলে ।"

তবে কোরোনা পরিস্থিতির মধ্যে এবার ছোটো করে চলচ্চিত্র উৎসব পালন করা হচ্ছে । মাত্র আটটি হলে সিনেমা দেখানো হবে । পাশাপাশি ই টিকিটের ব্যবস্থাও থাকছে । এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "এবার চলচ্চিত্র উৎসব ছোটো করে করা হচ্ছে ঠিকই । কিন্তু, আমরা করতে তো পারছি । অনেকে তো করতেই পারেননি । আসলে অনেকে করার সাহসই পাননি ।"

খুব শীঘ্রই টলিউড বিশ্বে এক নম্বরে হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "আজ অথবা আগামীদিনে বাণিজ্য়িক বিনিয়োগে এক নম্বর গেটওয়ে হতে চলেছে বাংলা । তাই সিনেমা এর বাইরে থাকতে পারে না । খুব শীঘ্রই হলিউড ও বলিউডকে পাল্লা দিয়ে গোটা বিশ্বে টলিউডই এক নম্বরে থাকবে বলে আমার বিশ্বাস ।" আর এই অনুষ্ঠানেও উপস্থিত সব অতিথিকে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে নেওয়ার অনুরোধ করেন তিনি ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.