মুম্বই, 2 এপ্রিল: কোভিড টিকা নিলেন বলিউডের অভিনেত্রী মালাইকা অরোরা ৷ হ্যাঁ, আচমকা এই খবর শুনে চমক লাগলেও, বাস্তবটা এটাই যে, তিনি টিকা পাওয়ার জন্য যোগ্য ৷
বয়সকে হার মানিয়েছেন তিনি ৷ নিয়মিত ওয়ার্ক-আউটে নিজেকে যে ভাবে মেইনটেইন করেছেন, তাতে এখনও তন্বী যুবতী মালাইকা অরোরা ৷ তবে বাস্তবে তাঁর বয়স 47 ৷ সেই কারণেই কোভিড টিকা পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছেন তিনি ৷
1 এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হয়েছে তৃতীয় দফার ভোটগ্রহণ ৷ এই পর্বে 45 বছরের উপরে সব নাগরিক কোভিড টিকা নিতে পারবেন ৷ ফলে তৃতীয় ধাপে টিকা নেওয়ার বয়সে পৌঁছে গিয়েছেন ছাইয়াঁ ছাইয়াঁ গার্ল ৷
আরও পড়ুন: সপরিবার কোভিড টিকা নিলেন অমিতাভ, বাকি শুধু অভিষেক
ইনস্টাগ্রামে টিকার প্রথম ডোজ় নেওয়ার ছবি পোস্ট করেছেন মালাইকা ৷ ক্যাপশনে লিখেছেন, "কোভিড টিকার প্রথম ডোজ় নিলাম ৷" ভক্তদের কোভিড টিকা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি ৷ আর ফ্রন্টলাইন কর্মীদের জন্য গলা ফাটিয়েছেন ৷ আর শেষ রসিকতার সুরে লিখেছেন, "আর হ্য়াঁ, আমি টিকা নেওয়ার জন্য যোগ্য ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
গত বছর সেপ্টেম্বরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মালাইকা ৷ কোভিড রিপোর্ট পজ়িটিভ আসার পর নিজেকে বাড়িতেই কোয়ারানটিনে রেখেছিলেন তিনি ৷ সেই সময়ই করোনায় আক্রান্ত হয়েছিলেন তাঁর চর্চিত বয়ফ্রেন্ড তথা অভিনেতা অর্জুন কাপুরও ৷