কলকাতা, 9 নভেম্বর: নিজেই বলেছেন তিনি 'কালারফুল' ৷ পোশাকে, আচরণে বারবার তার পরিচয় রেখেছেন ৷ দুর্গাপুজোয় গেয়েছেন গান ৷ কালীপুজোর মঞ্চে বলিউডের অভিনেত্রী রাখী সাওয়ান্তকে নিয়ে ঝড় তুলেছেন ৷ কামারহাটির সেই কালারফুল' বিধায়ক মদন মিত্র (Madan Mitra) এবার সুন্দরীদের হাত ধরে ব়্যাম্পে হাঁটলেন ৷ সৌজন্যে রূপটান শিল্পীদের স্বীকৃতি দিতে আয়োজিত 'গ্লোরিয়াস মেক-আপ আর্টিস্ট অ্যাওয়ার্ড শো' (Glorious Make-up Artists Award Show)। সুন্দরী তন্বীদের হাতে হাত রেখে মঞ্চে আবির্ভূত হন মদন মিত্র ৷ এছাড়াও সঞ্চালনা করে অনুষ্ঠান মাতিয়ে দিলেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)।
বিনোদন ও ফ্যাশন দুনিয়ার নামী-দামি তারকাদের স্টাইল স্টেটমেন্ট আর গ্ল্যামারে মজে থাকে সাধারণ মানুষ । কিন্তু এঁদের তারকা হিসেবে গড়ে তুলতে যাঁদের অক্লান্ত পরিশ্রম আর নিখুঁত কারিকুরি থাকে, তাঁদের চেনেন ক'জন ? এ বার তাঁদের প্রচারের আলোয় নিয়ে এলেন মুনমুন দাস ও তাঁর কন্যা মোনা দাস । তাঁদেরই উদ্যোগে ও শুভব্রত বিশ্বাসের বিশেষ সহায়তায় রবিবার গড়িয়ার এক ক্লাবে আয়োজিত হল 'গ্লোরিয়াস মেক-আপ আর্টিস্ট অ্যাওয়ার্ড শো' ইভেন্ট ।
আরও পড়ুন: Makeup Artist Award: রূপসজ্জা শিল্পীদের জন্য অ্যাওয়ার্ড শো, বিচারকের আসনে তারকার হাট
পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে আসা নতুন ও অভিজ্ঞ রূপসজ্জা শিল্পী বা মেক-আপ আর্টিস্টদের নিয়ে হয় এই প্রতিযোগিতা ৷ যেখানে বহু মডেল তাঁদেরই কল্পনায় ও প্রসাধনে সেজে উঠলেন নানা রূপে । বিচারকের আসনে উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃণা সাহা, মিস ইউনিভার্স ইন্ডিয়া উষসী সেনগুপ্ত, রূপসজ্জা শিল্পী সুরজিৎ দত্ত ও অমিত কর্মকার । বিশেষ অতিথির আসন আলোকিত করে ছিলেন 'কালারফুল' রাজনৈতিক ব্যক্তিত্ব তথা তৃণমূল বিধায়ক মদন মিত্র ।
আরও পড়ুন: Nusrat Jahan: এবার সঞ্চালকের ভূমিকায় নুসরত, ভিডিয়ো প্রচারে মদন
মদন মিত্র এদিন হাঁটলেন মার্জার সরণিতে । কালো পোশাক ও রোদচশমায় নিজের স্বভাবসিদ্ধ ফুরফুরে মেজাজেই দেখা গিয়েছে কামারহাটির বিধায়ককে ৷ আর সঞ্চালনায় মঞ্চ মাতালেন তৃণা সাহা । অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করলেন সপ্তক সানাই দাস । তিনি ইতিমধ্যেই সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'অতি উত্তম' এবং 'X=প্রেম' নামে দুটি ছবির সঙ্গীত পরিচালনা করেছেন । বিজয়ীদের জন্য নগদ অর্থ ও বিনোদন জগতের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা দেওয়ার ব্যবস্থা ছিল ।
আরও পড়ুন: Dev Wrestling Trainer : দেবকে কুস্তির প্যাঁচ শিখিয়েও পেটের দায়ে অটোকে আঁকড়ে চ্যাম্পিয়ন