ETV Bharat / sitara

প্রেম তো প্রেমই ! লিঙ্গভেদ ভুলে প্রেম উদযাপনের ডাক মিমির - প্রাইড মান্থ

রামধনু রঙা হট ভিডিয়ো পোস্ট করে লিঙ্গভেদ ভুলে প্রেম উদযাপনের ডাক দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ তাঁর বার্তা, প্রেম তো প্রেমই ৷

love is love, mimi chakraborty called for pride month celebration
প্রেম তো প্রেমই ! রামধনু রঙা হট ভিডিয়োয় সমপ্রেম উদযাপনের ডাক মিমির
author img

By

Published : Jun 13, 2021, 6:25 PM IST

কলকাতা, 13 জুন : বরাবর বলিষ্ঠভাবে স্রোতের বিপরীতে হেঁটেছেন ৷ নির্দ্বিধায় তুলে ধরেছেন নিজের মতামত ৷ আবারও সমাজের কাছে একটা গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার চেষ্টা করলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী ৷ সোশ্যাল মিডিয়ায় তিনি সমপ্রেমীদের গর্বের মাস উদযাপনের ডাক দিয়েছেন ৷

সমকাম তো সমপ্রেম থেকেই ৷ এই মানুষগুলির ভালবাসার অনুভূতিও সমাজের আর পাঁচটা "স্বাভাবিক" মানুষের মতোই ৷ এই বার্তাই পৌঁছে দিতে চেয়েছেন মিমি চক্রবর্তী ৷ তাও আবার অনবদ্য কায়দায় ৷ এই নিয়ে রবিবাসরীয় সকালে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী ৷ সেখানে তিনি ধরা দিয়েছেন একেবারে পাশ্চাত্য লুকে ৷ কয়েকদিন আগেই চুলের ছাঁটের পরিবর্তন করেছেন ৷ তার সঙ্গে মানানসই আদবকায়দায় একের পর এক পোজ দিলেন মিমি ৷ ব্যাকগ্রাউন্ডে বাজছে মার্কিন গায়ক ট্র্যাভিস স্কটের গান 'গুসবাম্পস'৷ আর মিমিকে একে একে এসে রাঙিয়ে দিচ্ছে রামধনুর সাত রং ৷

আরও পড়ুন: শত স্বামীর স্ত্রী হও, শত সংসারে আগুন লাগাও ! কনের সাজে ট্রোলের শিকার শ্রাবন্তী

ভিডিয়োটি শেষ হচ্ছে যেখানে, সেখানেই আকাশে ফুটে উঠেছে অভিনেত্রীর বার্তা ৷ 'প্রেম তো প্রেমই'৷ ভালবাসা যে বয়স, যৌনতা, লিঙ্গের মতো নানা জটিলতার বেড়াজালে আবদ্ধ নয়, সেই বার্তাই দিয়েছেন মিমি ৷ হ্যাশট্যাগে তিনি ব্যবহার করেছেন প্রাইডমান্থ ৷ আর পোস্টের ক্যাপশনে লিখেছেন, "আপনাদের যাঁদের আমি চিনি, যাঁদের চিনি না, তাঁদের সবাইকে জানাই যে, আপনারা প্রাইড সেলিব্রেট করছেন ৷" সমপ্রেমের উদযাপনে জুন মাসকে প্রাইড মান্থ হিসেবে ঘোষণা করেছে আমেরিকা ৷

কলকাতা, 13 জুন : বরাবর বলিষ্ঠভাবে স্রোতের বিপরীতে হেঁটেছেন ৷ নির্দ্বিধায় তুলে ধরেছেন নিজের মতামত ৷ আবারও সমাজের কাছে একটা গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার চেষ্টা করলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী ৷ সোশ্যাল মিডিয়ায় তিনি সমপ্রেমীদের গর্বের মাস উদযাপনের ডাক দিয়েছেন ৷

সমকাম তো সমপ্রেম থেকেই ৷ এই মানুষগুলির ভালবাসার অনুভূতিও সমাজের আর পাঁচটা "স্বাভাবিক" মানুষের মতোই ৷ এই বার্তাই পৌঁছে দিতে চেয়েছেন মিমি চক্রবর্তী ৷ তাও আবার অনবদ্য কায়দায় ৷ এই নিয়ে রবিবাসরীয় সকালে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী ৷ সেখানে তিনি ধরা দিয়েছেন একেবারে পাশ্চাত্য লুকে ৷ কয়েকদিন আগেই চুলের ছাঁটের পরিবর্তন করেছেন ৷ তার সঙ্গে মানানসই আদবকায়দায় একের পর এক পোজ দিলেন মিমি ৷ ব্যাকগ্রাউন্ডে বাজছে মার্কিন গায়ক ট্র্যাভিস স্কটের গান 'গুসবাম্পস'৷ আর মিমিকে একে একে এসে রাঙিয়ে দিচ্ছে রামধনুর সাত রং ৷

আরও পড়ুন: শত স্বামীর স্ত্রী হও, শত সংসারে আগুন লাগাও ! কনের সাজে ট্রোলের শিকার শ্রাবন্তী

ভিডিয়োটি শেষ হচ্ছে যেখানে, সেখানেই আকাশে ফুটে উঠেছে অভিনেত্রীর বার্তা ৷ 'প্রেম তো প্রেমই'৷ ভালবাসা যে বয়স, যৌনতা, লিঙ্গের মতো নানা জটিলতার বেড়াজালে আবদ্ধ নয়, সেই বার্তাই দিয়েছেন মিমি ৷ হ্যাশট্যাগে তিনি ব্যবহার করেছেন প্রাইডমান্থ ৷ আর পোস্টের ক্যাপশনে লিখেছেন, "আপনাদের যাঁদের আমি চিনি, যাঁদের চিনি না, তাঁদের সবাইকে জানাই যে, আপনারা প্রাইড সেলিব্রেট করছেন ৷" সমপ্রেমের উদযাপনে জুন মাসকে প্রাইড মান্থ হিসেবে ঘোষণা করেছে আমেরিকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.