ETV Bharat / sitara

লকডাউনে বৈঠকখানায় নাটকের আসর কৌশিক-ঋদ্ধির

লকডাউনে বাড়ির বৈঠকখানাকেই আস্ত নাটকের মঞ্চ বানিয়ে তুললেন কৌশিক সেন, রেশমি সেন ও ঋদ্ধি সেন । আর সেই প্রেক্ষাপটেই তৈরি হল শর্টফিল্ম 'শিল্পী' ।

lockdown short shilpi
lockdown short shilpi
author img

By

Published : May 6, 2020, 9:45 PM IST

কলকাতা : উইন্ডোজ় প্রোডাকশনের লকডাউন শর্টসে নবতম সংযোজন 'শিল্পী' । সোশাল মিডিয়ায় মুক্তি পেল এই শর্টফিল্ম । এই প্রথমবার একসঙ্গে পরদায় সেন পরিবার ।

বাড়ির টেলিভিশন সেট খারাপ হয়ে গেছে । লকডাউনে টেকনিশিয়ান পাওয়ারও সুযোগ নেই । কী উপায় ? নিজেদের মধ্য়েই তাই বিনোদনের মাধ্যম খুঁজে নিলেন তিনজন । এক একদিন এক একটি নাটক পারফর্ম করতে লাগলেন তাঁরা বৈঠকখানায় ।

এমনই একটা প্রেক্ষাপটে তৈরি 'শিল্পী' । নন্দিতা রায়ের লেখা গল্পে সংলাপ লিখেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় । এডিট করেছেন মলয় লাহা । সোশাল মিডিয়ায় মুক্তি পাওয়ার পরই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই শর্টফিল্ম ।

লকডাউনের বোরডম কাটাতে একবার দেখে নেওয়াই যায় 'শিল্পী'..রইল লিঙ্ক..

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : উইন্ডোজ় প্রোডাকশনের লকডাউন শর্টসে নবতম সংযোজন 'শিল্পী' । সোশাল মিডিয়ায় মুক্তি পেল এই শর্টফিল্ম । এই প্রথমবার একসঙ্গে পরদায় সেন পরিবার ।

বাড়ির টেলিভিশন সেট খারাপ হয়ে গেছে । লকডাউনে টেকনিশিয়ান পাওয়ারও সুযোগ নেই । কী উপায় ? নিজেদের মধ্য়েই তাই বিনোদনের মাধ্যম খুঁজে নিলেন তিনজন । এক একদিন এক একটি নাটক পারফর্ম করতে লাগলেন তাঁরা বৈঠকখানায় ।

এমনই একটা প্রেক্ষাপটে তৈরি 'শিল্পী' । নন্দিতা রায়ের লেখা গল্পে সংলাপ লিখেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় । এডিট করেছেন মলয় লাহা । সোশাল মিডিয়ায় মুক্তি পাওয়ার পরই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই শর্টফিল্ম ।

লকডাউনের বোরডম কাটাতে একবার দেখে নেওয়াই যায় 'শিল্পী'..রইল লিঙ্ক..

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.