কলকাতা : কয়েকদিন আগেই কোরোনায় আক্রান্ত হন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী । এতদিন বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি । কিন্তু, গতকাল শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । এখন অক্সিজেনের মাত্রা কিছুটা স্বাভাবিক রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ।
শনিবার সকালে লিলি চক্রবর্তীর জ্বর এসেছিল । কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পরীক্ষা করার তিনি । এরপর রিপোর্ট পজ়িটিভ আসে । কোরোনা সুরক্ষাবিধি মেনে বাড়িতেই আইসোলেশনে ছিলেন । চিকিৎসকের পরামর্শমতো ওষুধও খাচ্ছিলেন । শরীরের তাপমাত্রাও স্বাভাবিক হয় । এদিকে গতকাল হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ।
সূত্রের খবর, অভিনেত্রীর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় । এমনকী, হৃদরোগের সমস্যাও দেখা যায় । তারপরই গতকাল রাতে তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি । এখন তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল । আগামীকাল তাঁর আরও কিছু পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে । এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে ।
সম্প্রতি 'বৃদ্ধাশ্রম টু' ধারাবাহিকের শুটিং করছিলেন লিলি চক্রবর্তী । শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি । ধারাবাহিকের ওই সেট থেকেই তাঁর শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে অনুমান করছেন অনুরাগীরা ।