ETV Bharat / sitara

"মনে হচ্ছে মাথার উপর থেকে ছাদ চলে গেল"

author img

By

Published : Nov 15, 2020, 1:50 PM IST

Updated : Nov 15, 2020, 2:00 PM IST

প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় । তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী লিলি চক্রবর্তী ।

asd
asd

কলকাতা : একাধিক ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী লিলি চক্রবর্তী । যেদিন থেকে সৌমিত্রবাবু অসুস্থ হয়ে হাসপাতালের ভরতি হয়েছিলেন সেদিন থেকে তাঁর সুস্থতা কামনায় ভগবানের কাছে প্রার্থনা করছিলেন । এদিকে আজ বেলা 12টা 15 মিনিটে হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন সৌমিত্রবাবু । আর এই খবর শোনার পরই কান্নায় ভেঙে পড়েন লিলি চক্রবর্তী ।

তিনি বলেন, "আজ সকাল থেকেই আমার মন খুব খারাপ । কোনও কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না । কিছুই তো আর করার নেই । মানুষটা এত কষ্ট পেয়ে চলে গেলেন, আমি ভাবতেই পারছি না । আমার মনে হচ্ছে মাথার উপর দিয়ে ছাদ চলে গেল । আমাদের ছাদ হয়েই তো ছিলেন । একটা গোটা প্রতিষ্ঠান যাকে বলে । আর কিছুই বলার নেই আমার । আত্মার শান্তি কামনা করছি । এত কষ্ট পেয়েছেন । উনি মুক্তি পেয়েছেন । আর কিছু বলতে পারছি না । একসঙ্গে এত কাজ করেছি ।"

asdasd
লিলি চক্রবর্তী

কোরোনায় আক্রান্ত হওয়ার পর 6 অক্টোবর সৌমিত্রবাবুকে হাসপাতালে ভরতি করা হয় । 9 অক্টোবর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে ITU-তে স্থানান্তরিত করা হয় । 20 অক্টোবর স্নায়ুর সমস্যার জেরে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । নভেম্বরের শুরুতে অবস্থার কিছুটা উন্নতি হয় । যদিও তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসরা । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, আজ বেলা 12টা 15 মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

কলকাতা : একাধিক ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী লিলি চক্রবর্তী । যেদিন থেকে সৌমিত্রবাবু অসুস্থ হয়ে হাসপাতালের ভরতি হয়েছিলেন সেদিন থেকে তাঁর সুস্থতা কামনায় ভগবানের কাছে প্রার্থনা করছিলেন । এদিকে আজ বেলা 12টা 15 মিনিটে হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন সৌমিত্রবাবু । আর এই খবর শোনার পরই কান্নায় ভেঙে পড়েন লিলি চক্রবর্তী ।

তিনি বলেন, "আজ সকাল থেকেই আমার মন খুব খারাপ । কোনও কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না । কিছুই তো আর করার নেই । মানুষটা এত কষ্ট পেয়ে চলে গেলেন, আমি ভাবতেই পারছি না । আমার মনে হচ্ছে মাথার উপর দিয়ে ছাদ চলে গেল । আমাদের ছাদ হয়েই তো ছিলেন । একটা গোটা প্রতিষ্ঠান যাকে বলে । আর কিছুই বলার নেই আমার । আত্মার শান্তি কামনা করছি । এত কষ্ট পেয়েছেন । উনি মুক্তি পেয়েছেন । আর কিছু বলতে পারছি না । একসঙ্গে এত কাজ করেছি ।"

asdasd
লিলি চক্রবর্তী

কোরোনায় আক্রান্ত হওয়ার পর 6 অক্টোবর সৌমিত্রবাবুকে হাসপাতালে ভরতি করা হয় । 9 অক্টোবর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে ITU-তে স্থানান্তরিত করা হয় । 20 অক্টোবর স্নায়ুর সমস্যার জেরে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । নভেম্বরের শুরুতে অবস্থার কিছুটা উন্নতি হয় । যদিও তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসরা । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, আজ বেলা 12টা 15 মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

Last Updated : Nov 15, 2020, 2:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.