কলকাতা : দমদমের মতিঝিলে থাকেন প্রবীণ অভিনেত্রী লিলি চক্রবর্তী । অধিকাংশ বয়োজ্যেষ্ঠদের মত লিলিকেও ঘরবন্দী থাকতে হচ্ছে এই পুজোতে । তবে বাড়ির ছোটোরা খুবই আনন্দে রেখেছেন তাঁকে । প্রতিদিন রান্নাবান্না করে খাওয়াচ্ছেন । লিলিও বোনঝি-জামাইদের সঙ্গে গল্পে আড্ডায় মেতে উঠেছেন বেশ ।
ছোটোবেলায় মধ্যপ্রদেশে কেটেছে লিলির । জানালেন, "ওখানে তো খুব বেশি পুজো হত না । আমরা গোটা পুজোটা একটা মণ্ডপেই কাটাতাম । নাটক হত, গান-বাজনা হত । নাটকে কোনও বাচ্চার রোল থাকলে আমাকে সেটা করতে হত । তারপর যখন বড় হলাম, কলকাতায় এসে বাড়ির লোকদের সঙ্গে ঠাকুর দেখতে বে়ড়িয়েছি । আমাকে একা ছাড়া হত না ।"
মতিঝিলের দুর্গা মন্ডপে ঢাকে কাঠি পড়েছে । আবাসনের ঘরে বসে সেই আওয়াজ শুনেও মন ভালো রাখছেন লিলি । তাঁর চোখের সামনে ভেসে উঠছে কত স্মৃতি । তারই মধ্যে গলা ভারী হয়ে গেল অভিনেত্রীর। উঠল সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ ।
ইদানিং সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বেশকিছু কাজ করেছেন তিনি । বললেন, "খুব খারাপ লাগছে । কী হবে জানি না । সৌমিত্রদার সঙ্গে কত কাজই না করেছি । ইদানিং যেন খুব বেশি কাজই করেছি । মিতিলের (পড়ুন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী চট্টোপাধ্যায়) সঙ্গে কথা বলেছি ।"
মন খারাপের মেঘ কাটতেই বিজয়ার আগাম শুভেচ্ছা জানালেন অভিনেত্রী । খুব মিষ্টি স্বরে বললেন, "দেখা হলে মিষ্টি খাওয়াব ।"