ETV Bharat / sitara

টিকটক নিষিদ্ধ করাটা সরকারের হঠকারি সিদ্ধান্ত : নুসরত

author img

By

Published : Jul 1, 2020, 4:54 PM IST

Updated : Jul 1, 2020, 5:16 PM IST

রথযাত্রা উপলক্ষ্যে আজ ইস্কনের মন্দিরে যান নুসরত । রথের দড়িতে টান দেওয়ার পাশাপাশি পুজোও দেন । এরপর সেখানেই টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েও সরব হন তিনি ।

ো্
ো্ি

কলকাতা : এখনও উত্তপ্ত রয়েছে ভারত-চিন সীমান্ত । এই পরিস্থিতিতেই 29 জুন টিকটক ও ইউসি ব্রাউজ়ার-সহ মোট 59টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত । ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা ও জনশৃঙ্খলার পক্ষে ক্ষতিকারক এই অ্যাপগুলি ৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় কেন্দ্রীয় সরকারের তরফে ৷ যদিও সরকারের এই সিদ্ধান্ত মোটই ভালোভাবে নেননি তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান ।

রথযাত্রা উপলক্ষ্যে আজ ইস্কনের মন্দিরে যান নুসরত । রথের দড়িতে টান দেওয়ার পাশাপাশি পুজোও দেন । এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি । সেখানে টিকটক নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, "বাকি সোশাল মিডিয়ার মতোই টিকটক আমার কাছে একটা মাধ্যমে । যার মাধ্যমে আমি ফ্যানদের বিনোদন দিই । তবে টিকটক নিষিদ্ধ করা একটা হঠকারি সিদ্ধান্ত । এই ধরনের সিদ্ধান্ত নিলে তার জন্য আগে থেকে একটা বিকল্প ব্যবস্থা করা উচিত ছিল । শুধু চিনা অ্যাপ বন্ধ করে দিলেই তো আর চিনা কম্পানির বিনিয়োগ শেষ হয়ে যাবে তা তো নয় ।"

এদিকে এই অ্যাপ নিষিদ্ধ হওয়ার ফলে সমস্যায় পড়েছেন অনেকেই । কাজ হারিয়েছেন একাধিক কর্মী । তাঁদের জন্য কেন্দ্রীয় সরকার কী ভেবেছে ? আজ এই প্রশ্নও তোলেন নুসরত ।

যদিও অ্যাপ নিষিদ্ধ করার বিষয়ে তেমন কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন সাংসদ । তাঁর মতে, "অ্যাপ নিষিদ্ধ করায় আমার কোনও সমস্যা নেই । কারণ এটা জাতীয় সুরক্ষার বিষয় । কিন্তু, এই প্রশ্নগুলোর জবাব কে দেবে ?"

এর আগে অ্যাপ নিষিদ্ধ করার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "ভারত-চিন সম্পর্ক বৈদেশিক ইশু ৷ আমরা কখনও বৈদেশিক নীতিতে হস্তক্ষেপ করি না ৷ এই ইশুতে আমরা সব সময় সম্পূর্ণভাবে কেন্দ্র সরকারের বৈদেশিক নীতিকে সমর্থন করি ৷ যদি সরকার চিনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয় তাহলে আমরা চাই সেটি সম্পূর্ণভাবে কার্যকর করা হোক ৷ শুধুমাত্র কয়েকটি অ্যাপকে নিষিদ্ধ করার মধ্যে দিয়ে সুরাহা হবে না ৷ আমরা চিনকে পালটা কড়া উত্তর দিতে চাই ৷" এবার প্রায় একই সুর শোনা গেল নুসরতের গলাতেও ।

শুনুন নুসরতের বক্তব্য

15 জুন বিকেলে লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারতীয় ও চিনা জওয়ানদের মধ্যে সংঘর্ষ বাধে । ঘটনায় দু'পক্ষের লড়াইয়ে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হন । তারপরই চিনা দ্রব্য বয়কটের দাবি জানানো হয় দেশের বিভিন্ন জায়গায় । এরপরই 29 জুন টিকটক ও ইউসি ব্রাউজ়ার-সহ মোট 59টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীর সরকারের তরফে ।

কলকাতা : এখনও উত্তপ্ত রয়েছে ভারত-চিন সীমান্ত । এই পরিস্থিতিতেই 29 জুন টিকটক ও ইউসি ব্রাউজ়ার-সহ মোট 59টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত । ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা ও জনশৃঙ্খলার পক্ষে ক্ষতিকারক এই অ্যাপগুলি ৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় কেন্দ্রীয় সরকারের তরফে ৷ যদিও সরকারের এই সিদ্ধান্ত মোটই ভালোভাবে নেননি তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান ।

রথযাত্রা উপলক্ষ্যে আজ ইস্কনের মন্দিরে যান নুসরত । রথের দড়িতে টান দেওয়ার পাশাপাশি পুজোও দেন । এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি । সেখানে টিকটক নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, "বাকি সোশাল মিডিয়ার মতোই টিকটক আমার কাছে একটা মাধ্যমে । যার মাধ্যমে আমি ফ্যানদের বিনোদন দিই । তবে টিকটক নিষিদ্ধ করা একটা হঠকারি সিদ্ধান্ত । এই ধরনের সিদ্ধান্ত নিলে তার জন্য আগে থেকে একটা বিকল্প ব্যবস্থা করা উচিত ছিল । শুধু চিনা অ্যাপ বন্ধ করে দিলেই তো আর চিনা কম্পানির বিনিয়োগ শেষ হয়ে যাবে তা তো নয় ।"

এদিকে এই অ্যাপ নিষিদ্ধ হওয়ার ফলে সমস্যায় পড়েছেন অনেকেই । কাজ হারিয়েছেন একাধিক কর্মী । তাঁদের জন্য কেন্দ্রীয় সরকার কী ভেবেছে ? আজ এই প্রশ্নও তোলেন নুসরত ।

যদিও অ্যাপ নিষিদ্ধ করার বিষয়ে তেমন কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন সাংসদ । তাঁর মতে, "অ্যাপ নিষিদ্ধ করায় আমার কোনও সমস্যা নেই । কারণ এটা জাতীয় সুরক্ষার বিষয় । কিন্তু, এই প্রশ্নগুলোর জবাব কে দেবে ?"

এর আগে অ্যাপ নিষিদ্ধ করার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "ভারত-চিন সম্পর্ক বৈদেশিক ইশু ৷ আমরা কখনও বৈদেশিক নীতিতে হস্তক্ষেপ করি না ৷ এই ইশুতে আমরা সব সময় সম্পূর্ণভাবে কেন্দ্র সরকারের বৈদেশিক নীতিকে সমর্থন করি ৷ যদি সরকার চিনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয় তাহলে আমরা চাই সেটি সম্পূর্ণভাবে কার্যকর করা হোক ৷ শুধুমাত্র কয়েকটি অ্যাপকে নিষিদ্ধ করার মধ্যে দিয়ে সুরাহা হবে না ৷ আমরা চিনকে পালটা কড়া উত্তর দিতে চাই ৷" এবার প্রায় একই সুর শোনা গেল নুসরতের গলাতেও ।

শুনুন নুসরতের বক্তব্য

15 জুন বিকেলে লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারতীয় ও চিনা জওয়ানদের মধ্যে সংঘর্ষ বাধে । ঘটনায় দু'পক্ষের লড়াইয়ে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হন । তারপরই চিনা দ্রব্য বয়কটের দাবি জানানো হয় দেশের বিভিন্ন জায়গায় । এরপরই 29 জুন টিকটক ও ইউসি ব্রাউজ়ার-সহ মোট 59টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীর সরকারের তরফে ।

Last Updated : Jul 1, 2020, 5:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.