ETV Bharat / sitara

DiCaprio Supports Ukraine : ইউক্রেনের দিকে সাহায্যের হাত ডিক্যাপ্রিওর, দান করলেন 10 মিলিয়ন ডলার

author img

By

Published : Mar 9, 2022, 10:57 AM IST

Updated : Mar 9, 2022, 11:14 AM IST

রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের সমর্থনে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও ৷ ইউক্রেনের জন্য় 10 মিলিয়ন ডলার অনুদান দিলেন অভিনেতা (Leonardo DiCaprio donates 10 million dollar to Ukraine) ৷

War in Ukraine
ইউক্রেনের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন লিওনার্দো

লস অ্যাঞ্জেলস, 9 মার্চ : এর আগেও হলিউড স্টার লিওনার্দো ডিক্যাপ্রিওকে রাজনৈতিক এবং সামাজিক নানা বিষয়ে মতামত রাখতে দেখা গিয়েছে ৷ এমনকী বছর দুয়েক আগে চেন্নাইয়ের জলের সমস্যাও বিচলিত করেছিল তাঁকে, নিজের উদ্বেগ প্রকাশও করেছিলেন তিনি ৷ এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ইউক্রেনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এই অভিনেতা ৷ ইউক্রেনের সমর্থনে সম্প্রতি 10 মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন তিনি (Leonardo DiCaprio donates 10 million dollar to Ukraine) ৷

অবশ্য় ইউক্রেনের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁর কিছুটা ব্যক্তিগত সম্পর্কও জড়িয়ে রয়েছে ৷ অভিনেতার দিদিমা হেলেন ইনডেনবিরকেন জন্মগ্রহণ করেছিলেন ওডেসায় ৷ পরে 1917 সালে তাঁরা জার্মানিতে চলে যান ৷ ডিক্যাপ্রিওর মায়ের জন্ম হয় জার্মানিতেই ৷ মা এবং দিদিমার খুব কাছের ছিলেন ডিক্যাপ্রিও ৷ দিদিমা শুরু থেকেই তাঁর এই অভিনেতা হওয়ার স্বপ্নকে ভীষণ সমর্থন করতেন ৷

2008 সালে 93 বছর বয়সে লিওনার্দোর দিদিমার মৃত্যু হয়, এমনকী শেষ বয়সেও মেয়েকে সঙ্গে নিয়ে নাতির সমস্ত ছবির প্রিমিয়ার শো দেখতে আসতেন তিনি ৷ আর সেই কারণেই ইউক্রেনের দিকে আজ সমর্থনের হাত বাড়িয়ে দিলেন অস্কারজয়ী এই অভিনেতা প্রযোজক ৷

আরও পড়ুন: প্রথমবার হৃতিকের সঙ্গে পর্দায় জুটি বাঁধছেন দীপিকা

ডিক্যাপ্রিও অবশ্য বিষয়টিকে বাইরে আসতে দিতে চাননি ৷ নীরবেই তিনি ইউক্রেনের পাশে দাঁড়াতে চেয়েছিলেন ৷ কিন্তু তাঁর এই সাহায্য়ের বিষয়টি প্রথম সামনে আনে ইন্টারন্যাশনাল ভিসেগ্রাড ফান্ড ৷ এরপরেই আমেরিকান সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে এই খবরটি ।

লস অ্যাঞ্জেলস, 9 মার্চ : এর আগেও হলিউড স্টার লিওনার্দো ডিক্যাপ্রিওকে রাজনৈতিক এবং সামাজিক নানা বিষয়ে মতামত রাখতে দেখা গিয়েছে ৷ এমনকী বছর দুয়েক আগে চেন্নাইয়ের জলের সমস্যাও বিচলিত করেছিল তাঁকে, নিজের উদ্বেগ প্রকাশও করেছিলেন তিনি ৷ এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ইউক্রেনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এই অভিনেতা ৷ ইউক্রেনের সমর্থনে সম্প্রতি 10 মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন তিনি (Leonardo DiCaprio donates 10 million dollar to Ukraine) ৷

অবশ্য় ইউক্রেনের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁর কিছুটা ব্যক্তিগত সম্পর্কও জড়িয়ে রয়েছে ৷ অভিনেতার দিদিমা হেলেন ইনডেনবিরকেন জন্মগ্রহণ করেছিলেন ওডেসায় ৷ পরে 1917 সালে তাঁরা জার্মানিতে চলে যান ৷ ডিক্যাপ্রিওর মায়ের জন্ম হয় জার্মানিতেই ৷ মা এবং দিদিমার খুব কাছের ছিলেন ডিক্যাপ্রিও ৷ দিদিমা শুরু থেকেই তাঁর এই অভিনেতা হওয়ার স্বপ্নকে ভীষণ সমর্থন করতেন ৷

2008 সালে 93 বছর বয়সে লিওনার্দোর দিদিমার মৃত্যু হয়, এমনকী শেষ বয়সেও মেয়েকে সঙ্গে নিয়ে নাতির সমস্ত ছবির প্রিমিয়ার শো দেখতে আসতেন তিনি ৷ আর সেই কারণেই ইউক্রেনের দিকে আজ সমর্থনের হাত বাড়িয়ে দিলেন অস্কারজয়ী এই অভিনেতা প্রযোজক ৷

আরও পড়ুন: প্রথমবার হৃতিকের সঙ্গে পর্দায় জুটি বাঁধছেন দীপিকা

ডিক্যাপ্রিও অবশ্য বিষয়টিকে বাইরে আসতে দিতে চাননি ৷ নীরবেই তিনি ইউক্রেনের পাশে দাঁড়াতে চেয়েছিলেন ৷ কিন্তু তাঁর এই সাহায্য়ের বিষয়টি প্রথম সামনে আনে ইন্টারন্যাশনাল ভিসেগ্রাড ফান্ড ৷ এরপরেই আমেরিকান সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে এই খবরটি ।

Last Updated : Mar 9, 2022, 11:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.