ETV Bharat / sitara

চেনা ছন্দের বাইরে মৈনাক, সামনে এল 'বর্ণপরিচয়'-এর ট্রেলার

author img

By

Published : Jun 24, 2019, 1:12 PM IST

Updated : Jun 24, 2019, 3:08 PM IST

মৈনাক ভৌমিক পরিচালিত 'বর্ণপরিচয়'-র অফিশিয়াল ট্রেলার লঞ্চ করল SVF । নাগরিক প্রেমে বা সম্পর্কের টানাপোড়েনের বাইরে এবার ক্রাইম থ্রিলারে মজলেন মৈনাক।

সামনে এল 'বর্ণপরিচয়'-এর ট্রেলার

কলকাতা : একজন খুনের পর খুন করে চলেছেন, আর অন্যজন বিভিন্ন উপায়ে অপরাধীকে ধরার চেষ্টা করছে। এই চোর-পুলিশের খেলার নাম 'বর্ণপরিচয়'। এখানে চোর থুড়ি সিরিয়ার কিলারের চরিত্রে আবির চ্যাটার্জি ও পুলিশের ভূমিকায় জিশু সেনগুপ্ত।

SVF-র অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টেও ট্রেলারের লিংকটি শেয়ার করা হয়েছে। টুইটের ক্যাপশনে লেখা, "একজন মানুষ যার কিছু হারানোর নেই বনাম একজন মানুষ যিনি সব হারিয়েছেন।"

আগেই সামনে এসেছিল সিনেমার পোস্টার । এবার সামনে এল সিনেমার অফিশিয়াল ট্রেলার । 1 মিনিট 46 সেকেন্ডের ট্রেলারে আবিরকে দেখা গেল একেবারে অন্য রূপে । ব্যোমকেশে আবিরকে গোয়েন্দা হিসেবে পাওয়া গেলেও এখানে তিনি এক খুনির চরিত্রে অভিনয় করছেন । গোয়েন্দার ভূমিকায় রয়েছেন জিশু সেনগুপ্ত । টানটান এই ট্রেলারে গোয়েন্দা ও খুনির এই টক্কর থেকে চোখ ফেরানো মুশকিল ।

সম্প্রতি পরিচালক মৈনাক ভৌমিকের সিনেমা 'জেনারেশন আমি' প্রশংসিত হয়েছে দর্শকের দরবারে । অন্যদিকে আবিরের 'ব্যোমকেশ' বা জিশুর 'এক যে ছিল রাজা'-ও বেশ প্রশংসিত । আশা করা যায়, এই থ্রিলারধর্মী সিনেমাটিও তুমুল সাড়া জাগাবে দর্শকের মনে। 'বর্ণপরিচয়'-এর সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায়। ছবিটি মুক্তি পাবে ২৬ জুলাই।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : একজন খুনের পর খুন করে চলেছেন, আর অন্যজন বিভিন্ন উপায়ে অপরাধীকে ধরার চেষ্টা করছে। এই চোর-পুলিশের খেলার নাম 'বর্ণপরিচয়'। এখানে চোর থুড়ি সিরিয়ার কিলারের চরিত্রে আবির চ্যাটার্জি ও পুলিশের ভূমিকায় জিশু সেনগুপ্ত।

SVF-র অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টেও ট্রেলারের লিংকটি শেয়ার করা হয়েছে। টুইটের ক্যাপশনে লেখা, "একজন মানুষ যার কিছু হারানোর নেই বনাম একজন মানুষ যিনি সব হারিয়েছেন।"

আগেই সামনে এসেছিল সিনেমার পোস্টার । এবার সামনে এল সিনেমার অফিশিয়াল ট্রেলার । 1 মিনিট 46 সেকেন্ডের ট্রেলারে আবিরকে দেখা গেল একেবারে অন্য রূপে । ব্যোমকেশে আবিরকে গোয়েন্দা হিসেবে পাওয়া গেলেও এখানে তিনি এক খুনির চরিত্রে অভিনয় করছেন । গোয়েন্দার ভূমিকায় রয়েছেন জিশু সেনগুপ্ত । টানটান এই ট্রেলারে গোয়েন্দা ও খুনির এই টক্কর থেকে চোখ ফেরানো মুশকিল ।

সম্প্রতি পরিচালক মৈনাক ভৌমিকের সিনেমা 'জেনারেশন আমি' প্রশংসিত হয়েছে দর্শকের দরবারে । অন্যদিকে আবিরের 'ব্যোমকেশ' বা জিশুর 'এক যে ছিল রাজা'-ও বেশ প্রশংসিত । আশা করা যায়, এই থ্রিলারধর্মী সিনেমাটিও তুমুল সাড়া জাগাবে দর্শকের মনে। 'বর্ণপরিচয়'-এর সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায়। ছবিটি মুক্তি পাবে ২৬ জুলাই।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

blank 1


Conclusion:
Last Updated : Jun 24, 2019, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.