ETV Bharat / sitara

Lata Mangeshkar Health Update : লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি, দেখা করার অনুমতি বাতিল - লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি, দেখা করার অনুমতি বাতিল

লতা মঙ্গেশকরের অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানা গিয়েছে (Health Condition of Lata Mangeshkar has worsened) ৷ এই মুহূর্তেই কাউকেই তাঁর সঙ্গে দেখা করতে দিচ্ছেন না চিকিৎসকরা ৷

(Lata Mangeshkar Health Update)
লতা মঙ্গেশকরের অবস্থা আরও আশঙ্কাজনক দেখা করার অনুমতি নেই কারও
author img

By

Published : Jan 16, 2022, 3:55 PM IST

Updated : Jan 16, 2022, 4:30 PM IST

মুম্বই, 16 জানুয়ারি : গত সপ্তাহেই করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর ৷ 92 বছর বয়সি এই গায়িকার শরীরে ছিল করোনার মৃদু উপসর্গ ৷ কিন্তু উপসর্গ মৃদু হলেও তাঁকে রাখা হয়েছিল আইসিইউতে ৷ মাঝে অবশ্য তাঁর ভাইঝি রচনা শাহ জানিয়েছিলেন, চিকিৎসার সাড়া দিচ্ছেন তিনি ৷ কিন্তু রবিবার সকালেই চিকিৎসক প্রতীত সামদানি সংবাদমাধ্যমকে বলেন, "এখনও উনি আইসিইউতেই রয়েছেন ৷ ওঁর চিকিৎসা চলছে ৷’’

তবে জানা গিয়েছে, বর্তমানে তাঁর অবস্থা আরও অবনতি ঘটেছে ৷ এই মুহূর্তেই কাউকেই তাঁর সঙ্গে দেখা করতে দিচ্ছেন না চিকিৎসকরা (Health Condition of Lata Mangeshkar has worsened) ৷ খবর অনুযায়ী, চিকিৎসকরা জানিয়েছেন, আরও বেশ কিছুটা সময় লাগবে তাঁর চিকিৎসায় সাড়া দিতে ৷ যদিও ঠিক কতদিন তাঁকে আইসিইউতে থাকতে হবে তা নিয়ে মুখ খুলতে চাননি চিকিৎসকরা ৷ প্রসঙ্গত, গত 11 জানুয়ারি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল গায়িকাকে ৷ তারপর করোনার সঙ্গে সঙ্গে নিউমোনিয়াতেও আক্রান্ত হন তিনি ৷

আরও পড়ুন : আইসিইউতেই রয়েছেন লতা, এখনই ছুটি নয়

92 বছর বয়সি গায়িকা নিজের কেরিয়ার শুরু করেছিলেন মাত্র 13 বছর বয়সে ৷ প্রায় সাত দশক গানের জগতের সম্রাজ্ঞী ছিলেন তিনি ৷ হিন্দি, বাংলা তো বটেই ভারতের বিভিন্ন ভাষায় শ্রোতাদের মনে গেঁথে রয়েছে তাঁর কণ্ঠ ৷

মুম্বই, 16 জানুয়ারি : গত সপ্তাহেই করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর ৷ 92 বছর বয়সি এই গায়িকার শরীরে ছিল করোনার মৃদু উপসর্গ ৷ কিন্তু উপসর্গ মৃদু হলেও তাঁকে রাখা হয়েছিল আইসিইউতে ৷ মাঝে অবশ্য তাঁর ভাইঝি রচনা শাহ জানিয়েছিলেন, চিকিৎসার সাড়া দিচ্ছেন তিনি ৷ কিন্তু রবিবার সকালেই চিকিৎসক প্রতীত সামদানি সংবাদমাধ্যমকে বলেন, "এখনও উনি আইসিইউতেই রয়েছেন ৷ ওঁর চিকিৎসা চলছে ৷’’

তবে জানা গিয়েছে, বর্তমানে তাঁর অবস্থা আরও অবনতি ঘটেছে ৷ এই মুহূর্তেই কাউকেই তাঁর সঙ্গে দেখা করতে দিচ্ছেন না চিকিৎসকরা (Health Condition of Lata Mangeshkar has worsened) ৷ খবর অনুযায়ী, চিকিৎসকরা জানিয়েছেন, আরও বেশ কিছুটা সময় লাগবে তাঁর চিকিৎসায় সাড়া দিতে ৷ যদিও ঠিক কতদিন তাঁকে আইসিইউতে থাকতে হবে তা নিয়ে মুখ খুলতে চাননি চিকিৎসকরা ৷ প্রসঙ্গত, গত 11 জানুয়ারি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল গায়িকাকে ৷ তারপর করোনার সঙ্গে সঙ্গে নিউমোনিয়াতেও আক্রান্ত হন তিনি ৷

আরও পড়ুন : আইসিইউতেই রয়েছেন লতা, এখনই ছুটি নয়

92 বছর বয়সি গায়িকা নিজের কেরিয়ার শুরু করেছিলেন মাত্র 13 বছর বয়সে ৷ প্রায় সাত দশক গানের জগতের সম্রাজ্ঞী ছিলেন তিনি ৷ হিন্দি, বাংলা তো বটেই ভারতের বিভিন্ন ভাষায় শ্রোতাদের মনে গেঁথে রয়েছে তাঁর কণ্ঠ ৷

Last Updated : Jan 16, 2022, 4:30 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.