ETV Bharat / sitara

Modi mourns Lata Mangeshkars death : লতাদিদির প্রয়াণে শোকস্তব্ধ মোদি, পরিবারকে জানালেন সমবেদনা - Modi mourns Lata Mangeshkars death

লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi condoles Lata Mangeshkar's family) ৷ তিনি শিল্পীর পরিবারকে সমবেদনা জানালেন ৷ পরপর টুইটে স্মৃতিচারণ করলেন শিল্পীর সঙ্গে তাঁর সাক্ষাতের ৷

musical-life-of-lata-mangeshkar-who-passes-away
লতাদিদির প্রয়াণে শোকস্তব্ধ মোদি, পরিবারকে জানালেন সমবেদনা
author img

By

Published : Feb 6, 2022, 10:35 AM IST

Updated : Feb 6, 2022, 10:49 AM IST

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi condoles Lata Mangeshkar's family)৷ কিংবদন্তি সঙ্গীতশিল্পীর (Lata Mangeshkar passes away) সান্নিধ্যে আসার দুটি মুহূর্তের ছবি পোস্ট করেছেন তিনি ৷

তাঁর (PM Modi on Lata Mangeshkar) মতে, শুধু ফিল্মই নয়, দেশের বৃদ্ধি নিয়েও সমান চিন্তাশীল ছিলেন শিল্পী ৷ দেশের সংস্কৃতির কিংবদন্তি হিসেবে তিনি প্রজন্মের পর প্রজন্ম মানুষের স্মৃতিতে বিরাজ করবেন (Modi says Lata Mangeshkar leaves a void that cannot be fulfilled) বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷

টুইটে মোদি লিখেছেন, "আমার শব্দ বেদনামথিত ৷ লতাদিদি দেশে যে শূন্যতা ছেড়ে গেলেন, তা আর পূর্ণ হওয়ার নয় ৷ আগামী প্রজন্ম ভারতীয় সংস্কৃতির কিংবদন্তি হিসেবেই তাঁকে জানবে ৷ তাঁর সুমধুর কণ্ঠের মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল ৷"

আরও পড়ুন: Lata Mangeshkar : না যেও না...সুরেলা সফরের সমাপ্তিতে সবার কণ্ঠে সেই লতাই

  • I am anguished beyond words. The kind and caring Lata Didi has left us. She leaves a void in our nation that cannot be filled. The coming generations will remember her as a stalwart of Indian culture, whose melodious voice had an unparalleled ability to mesmerise people. pic.twitter.com/MTQ6TK1mSO

    — Narendra Modi (@narendramodi) February 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অপর টুইটে মোদি লেখেন, "লতাদিদির গানে নানা আবেগ ধরা পড়েছে ৷ দশকের পর দশক ধরে তিনি দেশের ফিল্ম দুনিয়ার স্থানান্তর দেখেছেন ৷ ফিল্ম ছাড়াও দেশের বৃদ্ধির প্রতি তিনি সমান চিন্তাশীল ছিলেন ৷ তিনি সবসময় একটি মজবুত ও উন্নত ভারত দেখতে চেয়েছিলেন ৷"

টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, "আমার শব্দ বেদনামথিত ৷ লতাদিদি দেশের যে শূন্যতা ছেড়ে গেলেন, তা আর পূর্ণ হওয়ার নয় ৷ আগামী প্রজন্ম ভারতীয় সংস্কৃতির কিংবদন্তি হিসেবেই তাঁকে জানবে ৷ তাঁর সুমধুর কণ্ঠের মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল ৷"

  • Lata Didi’s songs brought out a variety of emotions. She closely witnessed the transitions of the Indian film world for decades. Beyond films, she was always passionate about India’s growth. She always wanted to see a strong and developed India. pic.twitter.com/N0chZbBcX6

    — Narendra Modi (@narendramodi) February 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অপর টুইটে মোদি লেখেন, "লতাদিদির গানে নানা আবেগ ধরা পড়েছে ৷ দশকের পর দশক ধরে তিনি দেশের ফিল্ম দুনিয়ার স্থানান্তর দেখেছেন ৷ ফিল্ম ছাড়াও দেশের বৃদ্ধির প্রতিও তিনি সমান চিন্তাশীল ছিলেন ৷ তিনি সবসময় একটি মজবুত ও উন্নত ভারত দেখতে চেয়েছিলেন ৷"

  • I consider it my honour that I have always received immense affection from Lata Didi. My interactions with her will remain unforgettable. I grieve with my fellow Indians on the passing away of Lata Didi. Spoke to her family and expressed condolences. Om Shanti.

    — Narendra Modi (@narendramodi) February 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Lata Mangeshkar Passes Away : তারাদের দেশে পাড়ি সুর সম্রাজ্ঞীর

তিনি বরাবর লতা মঙ্গেশকরের স্নেহ পেয়েছেন বলে নিজেকে ধন্য বলে মনে করেন প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, "আমি লতাদিদির থেকে প্রচুর স্নেহ পেয়েছি, এটা আমার কাছে সম্মানের ৷ তাঁর সঙ্গে আমার কথোপকথন কখনও ভুলব না ৷ লতাদিদির প্রয়াণে দেশবাসীর সঙ্গে সমবেদনা জানাচ্ছি ৷ তাঁর পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছি ৷ ওম শান্তি ৷"

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi condoles Lata Mangeshkar's family)৷ কিংবদন্তি সঙ্গীতশিল্পীর (Lata Mangeshkar passes away) সান্নিধ্যে আসার দুটি মুহূর্তের ছবি পোস্ট করেছেন তিনি ৷

তাঁর (PM Modi on Lata Mangeshkar) মতে, শুধু ফিল্মই নয়, দেশের বৃদ্ধি নিয়েও সমান চিন্তাশীল ছিলেন শিল্পী ৷ দেশের সংস্কৃতির কিংবদন্তি হিসেবে তিনি প্রজন্মের পর প্রজন্ম মানুষের স্মৃতিতে বিরাজ করবেন (Modi says Lata Mangeshkar leaves a void that cannot be fulfilled) বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷

টুইটে মোদি লিখেছেন, "আমার শব্দ বেদনামথিত ৷ লতাদিদি দেশে যে শূন্যতা ছেড়ে গেলেন, তা আর পূর্ণ হওয়ার নয় ৷ আগামী প্রজন্ম ভারতীয় সংস্কৃতির কিংবদন্তি হিসেবেই তাঁকে জানবে ৷ তাঁর সুমধুর কণ্ঠের মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল ৷"

আরও পড়ুন: Lata Mangeshkar : না যেও না...সুরেলা সফরের সমাপ্তিতে সবার কণ্ঠে সেই লতাই

  • I am anguished beyond words. The kind and caring Lata Didi has left us. She leaves a void in our nation that cannot be filled. The coming generations will remember her as a stalwart of Indian culture, whose melodious voice had an unparalleled ability to mesmerise people. pic.twitter.com/MTQ6TK1mSO

    — Narendra Modi (@narendramodi) February 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অপর টুইটে মোদি লেখেন, "লতাদিদির গানে নানা আবেগ ধরা পড়েছে ৷ দশকের পর দশক ধরে তিনি দেশের ফিল্ম দুনিয়ার স্থানান্তর দেখেছেন ৷ ফিল্ম ছাড়াও দেশের বৃদ্ধির প্রতি তিনি সমান চিন্তাশীল ছিলেন ৷ তিনি সবসময় একটি মজবুত ও উন্নত ভারত দেখতে চেয়েছিলেন ৷"

টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, "আমার শব্দ বেদনামথিত ৷ লতাদিদি দেশের যে শূন্যতা ছেড়ে গেলেন, তা আর পূর্ণ হওয়ার নয় ৷ আগামী প্রজন্ম ভারতীয় সংস্কৃতির কিংবদন্তি হিসেবেই তাঁকে জানবে ৷ তাঁর সুমধুর কণ্ঠের মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল ৷"

  • Lata Didi’s songs brought out a variety of emotions. She closely witnessed the transitions of the Indian film world for decades. Beyond films, she was always passionate about India’s growth. She always wanted to see a strong and developed India. pic.twitter.com/N0chZbBcX6

    — Narendra Modi (@narendramodi) February 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অপর টুইটে মোদি লেখেন, "লতাদিদির গানে নানা আবেগ ধরা পড়েছে ৷ দশকের পর দশক ধরে তিনি দেশের ফিল্ম দুনিয়ার স্থানান্তর দেখেছেন ৷ ফিল্ম ছাড়াও দেশের বৃদ্ধির প্রতিও তিনি সমান চিন্তাশীল ছিলেন ৷ তিনি সবসময় একটি মজবুত ও উন্নত ভারত দেখতে চেয়েছিলেন ৷"

  • I consider it my honour that I have always received immense affection from Lata Didi. My interactions with her will remain unforgettable. I grieve with my fellow Indians on the passing away of Lata Didi. Spoke to her family and expressed condolences. Om Shanti.

    — Narendra Modi (@narendramodi) February 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Lata Mangeshkar Passes Away : তারাদের দেশে পাড়ি সুর সম্রাজ্ঞীর

তিনি বরাবর লতা মঙ্গেশকরের স্নেহ পেয়েছেন বলে নিজেকে ধন্য বলে মনে করেন প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, "আমি লতাদিদির থেকে প্রচুর স্নেহ পেয়েছি, এটা আমার কাছে সম্মানের ৷ তাঁর সঙ্গে আমার কথোপকথন কখনও ভুলব না ৷ লতাদিদির প্রয়াণে দেশবাসীর সঙ্গে সমবেদনা জানাচ্ছি ৷ তাঁর পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছি ৷ ওম শান্তি ৷"

Last Updated : Feb 6, 2022, 10:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.